কি আশ্চর্য !!!
লিখেছেন লিখেছেন ডব্লিওজামান ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১১:৩৯ সকাল
আপনি যখন জম্ম গ্রহণ করেছেন তখন
আপনার কানে আযান দেয়া হয়,
কিন্তু নামাজ পড়া হয় না।
আপনি যখন মৃত্যু বরণ করেন,
তখন নামাজ (জানাযা) আদায় করা হয়
কিন্তু আযান দেয়া হয় না।
হে আদম সন্তান,
কি আশ্চর্য ব্যাপার !!!
আবার যখন আপনি মাতৃগর্ভ থেকে বের হন,
জানেন না কে আপনাকে বের করেছে।
যখন আপনার মৃত্যু হয়,
জানেন না কে আপনাকে কবরে রেখেছে।
হে মানবমণ্ডলী, কি আশ্চর্য !!!
যখন আপনি জম্ম গ্রহণ করেন,
আপনাকে গোসল করানো হয়, পরিস্কার করানো হয়।
যখন আপনি মৃত্যু বরণ করেন,
তখনো আপনাকে গোসল দেয়া হয়
পরিচ্ছন্ন করা হয়।
কি আশ্চর্য !!!
আপনি যখন জম্ম গ্রহণ করেন,
আপনি জানেন না
কে খুশি হয়েছে এবং কে আপনাকে স্বাগত জানিয়েছে।
আপনি যখন মৃত্যু বরণ করেন,
আপনি জানেন না কে আপনার জন্যে কেঁদেছে এবং আপনার
বিদায়ে দুঃখ প্রকাশ করেছে।
হে মানব সকল, কি আশ্চর্য !!!
যখন আপনি মাতৃগর্ভে ছিলেন,
সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলেন।
যখন আপনাকে কবরে রাখা হবে,
সংকীর্ণ ও অন্ধকার স্থানেই রাখা হবে।
হে মানুষ !!!
আপনি যখন জম্ম গ্রহণ করেছন,
আপনাকে একটি কাপড়ে জড়িয়ে রাখা হয়েছে।
আপনি যখন মৃত্যু বরণ করবেন,
আপনাকে একটি কাপড়ে জড়িয়ে ঢেকে রাখা হবে।
কি আশ্চর্য !!!
জন্ম লাভ করে যখন বড় হলেন,
লোকেরা আপনার বুদ্ধিমত্তা, যোগ্যতা ও
অভিজ্ঞতা সম্পর্কে যাচাই করে এবং জিজ্ঞাসা করে।
আপনাকে যখন কবরে রাখা হবে,
ফেরেশতারা আপনার আমল (দুনিয়ার কাজ-কর্ম) সম্পর্কে প্রশ্ন করবেন ( অণু পরিমাণ ভাল ও অণু পরিমাণ খারাপ কাজের ফলাফল দেয়া হবে )।
অতএব কী প্রস্তুতি নিয়েছেন
শেষ বিচারের জন্য ?
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবণ আর মৃত্যুর মাঝের ব্যবধানটা যে কত ছোট অসাধারন একটি লেখার মাধ্যমে আপনি আমাদের বুঝিয়ে দিলেন!আল্লাহ আমাদের রক্ষা করুক,আমীণ।
মন্তব্য করতে লগইন করুন