বাংলাদেশের ভবিষ্যত কি?
লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ১২ এপ্রিল, ২০১৪, ০৮:৪৮:১৭ সকাল
বাংলাদেশের ভবিষ্যত কি?
বেশীরভাগ মানুষের মনে এখন এই প্রশ্ন।
আওয়ামিলীগের একের পর এক দেশবিরোধী কার্যকলাপে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত।
এই পর্যন্ত তারা তাদের পরিকল্পনামতো যা করতে চাইছে সব ই সফলভাবে সমাপ্ত করে চলেছে।
আল্লাহ না করুন
এইভাবে যদি হাসিনা ভারতের প্রেসক্রিপশন মতো সবকিছুতেই সফল হয় তাহলেই অচিরেই এই দেশ ভারতের কলোনি হচ্ছে এতে কোন সন্দেহ নাই।
এই অবস্থায় কে শুনাবে আশার বানী?
কে ঘটাবে আশার প্রতিফলন?
বিএনপি কার্যত সংবাদ সম্মেলনের দল এখন।
সংবাদ সম্মেলন করে তর্জন গর্জন ছাড়া আর কিছুই তারা করতে পারছে না,
কিছু করার ক্ষমতা ও রাখে না।
ক্ষমতায় থাকতে সুবিধাভোগীদের সুযোগ দেয়া
ত্যাগী ও দলের জন্য অন্তঃপ্রান কর্মীদের মুল্যায়ন না করায়
এখন প্রয়োজনের সময় কাউকে মাঠে পাচ্ছে না।
এর জন্য আন্দোলনের কর্মসুচী ঘোষনা করলে ও সফলতা পাওয়া যায় না।
এর থেকে উত্তরনের জন্য বিএনপিকে কার্যকরি পদক্ষেপ গ্রহন করতে হবে,
নচেৎ জাতীয় পার্টির মতো ধুঁকে ধুঁকে শেষ হয়ে যেতে হবে।
হেফাজত বাংলাদেশের মুসলমানদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে পারলে ও আন্দোলনে সফল হতে পারেনি।
৫ই মে যে ক্ষয়ক্ষতি হয়েছে হেফাজতের তা তাদেরকে পিছনে হাটতে বাধ্য করাচ্ছে।
এর বিশদ বর্ননা করলে হেফাজত বিরোধী আখ্যা পাবো,
তাই ঐদিকে আর যাচ্ছি না।
হেফাজত কেন পিছু হটেছে আরো কিছুদিন অপেক্ষা করেন উত্তর পাবেন।
জামায়াত আন্দোলন সংগ্রামের উপযুক্ত কর্মীবাহিনী থাকা সত্বে ও চুড়ান্ত বিজয় এখন আনতে পারবে না।
তার প্রধান কারন আমাদের ভৌগলিক অবস্থান।
ভারত কোনভাবেই এই দেশে ইসলামী সরকার মেনে নিবে না।
একটা দেশ চালাতে যা যা দরকার জামায়াত তা এখনো অর্জন করতে পারেনি।
এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যত কি??
বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের মজলুম জনতা,
বিএনপি কি পারবে কিছু করতে?
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুশকিল হল , ভারত সরকার সদা ক্যাচাল লেগে থাকা একটা দেশকে নিজের অংশ করতে চাইবে কি না ?
বাংলাদেশের মানুষ যদি নিজেদের মধ্যে সদা খোচাখোচি না করে শান্তিপূর্ণভাবে থাকতো তাহলে আমেরিকাই বাংলাদেশকে নিজেদের ৫২ তম স্টেট হিসেবে নিয়ে নিত ।
বাংলাদেশের অবস্থা হচ্ছে গরীবের সুন্দরী বৌয়ের মত । সবাই ভোগ করে , কিন্তু ভাগ দিতে চায় না ।
ধন্যবাদ
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
এটাই ভবিষ্যত।
আবু আশফাক ভাই, কিভাবে ভাবনা ছেড়ে দেই দেশটা যে আমাদেরই।
ধন্যবাদ আপনাকে ও।
মন্তব্য করতে লগইন করুন