তথ্য দিনঃ ঘটনাটি ‘সত্য’ না ‘মিথ্যা’ এবং কোথায় আছে !!!
লিখেছেন লিখেছেন সত্যের ১২ এপ্রিল, ২০১৪, ০৯:২৩:১৬ সকাল
বিস্মিল্লাহির রাহমানির রাহিম
আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।
একটি ঘটনা শুনতে পেলাম যে,
(সংক্ষেপে)...... জিব্রাইল (আঃ) মানুষের রুপে এসে আবু বকর সিদ্দিক (রাঃ) কে জিজ্ঞাসা করেন,
বলেনতো জিব্রাইল এখন কোথায় ?
আবু বকর (রাঃ) বলে একটু সময় দাও । জিব্রাইল (আঃ) বলে সময় দিলাম ।
আবু বকর (রাঃ) চক্ষু বন্ধ করে সাত আসমান, সিদ্রাতুল মোমতাহা, বেহেস্ত, দোযখ সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুজেও জিব্রাইল (আঃ) কে পেলেন না ।
পরে প্রশ্নকারিকে বলেন, তুমিই জিব্রাইল (আঃ) ।......
প্রশ্নঃ ১) ঘটনাটি “সত্য” না “মিথ্যা”
কুরআন ও সহিহ হাদিসের আলোকে পূর্ণাঙ্গ দলিল (সূরার নাম, আয়াত নং । হাদীস গ্রন্থের নাম, খন্ড, আধ্যায়, পৃষ্ঠা, হাদীস নং, অনুবাদকের নাম, প্রকাশনীর নাম, কত সংস্করণ) উল্লেখ করে লিখিতভাবে জানাবেন ?
প্রশ্নঃ ২) ঘটনাটি কোন গ্রন্থের পূর্ণাঙ্গ দলিল (গ্রন্থের নাম, খন্ড, আধ্যায়, পৃষ্ঠা, অনুবাদকের নাম, প্রকাশনীর নাম, কত সংস্করণ) লিখিতভাবে জানিয়ে সমাধান দিলে উপকৃত হব ।
আল্লাহ সুব্হানাহু ওয়া তা’য়ালা আপনাকে সহীহ সমাধান দেওয়ার তাওফিক দিন ।
জাযাকাল্লাহু খাইরান ।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খোলাফায়ে রাশেদিনের জীবনী, মুসতাহেদীনের জীবনী,মুসলিম ইমামগনের জীবনী, যারা এই দেশে ইসলাম প্রচার করতে এসেছেন যাদের ইসলাম প্রচারে বাংলাদেশে আনাচে কানাচে আজ মুসলমানের প্রসার, তাদের জীবনী এমনকি বড় হলে আপনার বাবার জীবনীও জানা চাই কিংবা পড়া চাই,
জীবনী গুলো ব্যবসায়ীরা কিংবা রাজনীতিবীদ তারিক জিয়া কিংবা জয় লেখেননি লেখেছে ওলামায়ে কেরাম বুজুর্ব ব্যক্তিবর্গ,
সুতরাং জীবনীতে খোলাফায়ে রাশেদীনের কেরামত থাকলে সেটা খুব ভাল ভাবে পড়ার পরে মন্তব্য করা ভাল মানের কাজ, বেপাষ মন্তব্য করা ভাল নয়,
সকল কিছুই কুরআন ও সহীহ হাদিস দ্বারাই যাচাই করতে হয় ফারুক ডেফোডিল । অবশ্যই কুরআন হাদিস জানলেই হবে !!!
আরে ঘটনাটাই তো মিথ্যা কথা পুরা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এই জাতের ঘটনা দুনিয়াতে ঘটে নাই, তাহলে দলিল দিমু কোনহান থেইকা! আমনের যদি আমার কথায় সন্দেহ হয়, তাইলে আমনে হাঁছা কথার দলিল দেন।
আমার মনে আছিল দুনিয়াতে মনে হয় আমিএ একেলা বে আক্কেল, এখন দেখছি ওমা! এটাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা।
আমাদের জীবনে অনেক হাদিস পড়েছি, অনেক হাদিস কোরান ওস্তাদের কাছ থেকে শুনেছি,
বলা রাখা ভাল যে দেশের মানুষের অধিকাংশই কোরান হাদিস বুঝেনা তারা কোন আলেম ওলামা থেকে শুনে থাকেন,
তারাও কোরান হাদিসের রেফারেন্স দিয়ে থাকেন,
হঠাত করে কোন একটা ঘটনার রেফারেন্স খুজে বসলে হয়তো এখন রেফারেন্সটার কথা মনে না থাকতে পারে,
তাই তার অর্থ এই নয় যে ঘটনাটি ডাহা মিথ্যা,
আমি এই ধরনের কথা বলবো কখন জানেন যখন আমি কোরান হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দলিল আমার মুখস্ত থাকবো তখন,
তাই হঠাত বেপাষ মন্তব্য করতে নেই, যারা করে তারা অজ্ঞ, ফ্যাসাদে লিপ্ত
আপনার দলিল জানা থাকলে জানান না পারলে চুপ থাকুন । বার্তি পেচার করবেন না ।
কেমন আছেন ভাই,?
মাফ করবেন, আপনি কি আমাকে জানেন? ধন্যবাদ।
আপনি হলেন সোনার বাংলাদেশ ব্লগের এক নিষ্ট ব্লগার,
আপনাকে আমি সেখানে শ্রদ্ধা করতাম,
এখানে পেয়ে আপনাকে আমি দারুন খুশি,
আমার নাম ছিল মোহাম্মদ ওমর ফারুক পরবী
মন্তব্য করতে লগইন করুন