Comunity Blogar's forum - CBF

লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ২৮ মার্চ, ২০১৪, ১০:০৬:২৩ রাত

CBF এর ধুমপান বিরোধী মানব বন্ধনে আজ যোগ দিয়েছিলাম,

আমি ছাড়া বাকি সবাই জনপ্রিয় ব্লগার।

কেউ কেউ আবার ব্লগিং জগতের নক্ষত্র ও।

সামান্য আলাপচারিতায় হৃদয়ের এতো কাছাকাছি হয়েছিলাম যে মনেই হয়নি এর আগে তাদের কারো সাথে কখনো দেখা হয়নি।

আজ উপলব্ধি করতে পারলাম দুনিয়াটা আসলেই ছোট হয়ে গেছে।

খুব ভালো একটা দিন কাটলো আজ।

CBF এর সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই,

এবং

CBF এগিয়ে যাক এই কামনা করি।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199380
২৮ মার্চ ২০১৪ রাত ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199396
২৮ মার্চ ২০১৪ রাত ১০:৪৯
আহমদ মুসা লিখেছেন : আপ্নাকেও ধন্নবাদ
199542
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:২৯
গ্রাম থেকে লিখেছেন : আপনাদেরকে ও ধন্যবাদ।
199549
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৪
গ্রাম থেকে লিখেছেন : আপনাদেরকে ও ধন্যবাদ।
199572
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য। আপনাদের সকলকে নিয়েই সিবিএফ এগিয়ে যেতে চায়। সিবিএফ এর সাথেই থাকুন।
199718
২৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:০১
গ্রাম থেকে লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ ভাই।
199990
২৯ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনার উপস্থিতির জন্য। আপনাদের সকলকে নিয়েই সিবিএফ এগিয়ে যেতে চায়। সিবিএফ এর সাথেই থাকুন।
199991
২৯ মার্চ ২০১৪ রাত ১০:০০
গ্রাম থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে ও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File