দুর্ভাগা এই জাতি
লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ২৭ মে, ২০১৪, ০৭:১৯:৫১ সকাল
র্যাবের সন্ত্রাসীদের কর্তৃক নারায়নগঞ্জের ট্রাজেডির মধ্য দিয়ে যে ভয়ংকর প্রশিক্ষন হয়েছে বাংলাদেশের সকল সন্ত্রাসীদের জন্য তা আগামীতে স্বজনহারাদের কান্নাকে আরো দীর্ঘায়িত করবে।
সেটা হচ্ছে 'পেট কেটে পানিতে ডুবিয়ে লাশ গুম করার পদ্ধতি'.
যা ইতোমধ্যে প্রয়োগ করা হয়েছে লঞ্চডুবিতে নিহতদের বেলায় কিংবা অবৈধপথে মালয়েশিয়াগামি যুবকদের ক্ষেত্রে।
নদী এবং হাওরপারের মানুষ হিসেবে জীবনে অনেক লাশ ভেসে থাকতে দেখেছি,
আর এমন দেখা হবে না হয়তো।
র্যাবের এই সন্ত্রাসীদের যে শাস্তি দেয়া হোক না কেনো তাদের শেখানো এই পদ্ধতি আর মুছে ফেলা যাবে না।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সাথে ৯৬ কেজি ওজন ঝুলিয়ে দিয়েছিল , তবুও তো ভেসে ওঠা ঠেকাতে পারে নি ।
আল্লাহর মাইর, দুনিয়ার বাইর ।
এই পেট ফেঁড়ে দেওয়া টেকনিক ২০১০ এর অক্টোবরে আমিন বাজারের সামনে মধুমতি প্রকল্পের কাছে বৈশাখী বাস দূর্ঘটনাতেও এপ্লাই করা হয়েছিল বলে ধারনা করা হয় । বাসটিকে সনাক্ত করতেই ৫২ ঘন্টা লেগে যায় ।
প্রশাসন এত নির্কিষ্ট হবে কল্পনা করা যায় না কিন্তু আমাদের দেশে তা হয়ে গেল।
মন্তব্য করতে লগইন করুন