ফুলিশ!!
লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১২:১০:১৬ দুপুর
সরকারের শেষ সময়ে এসে প্রশাসন বুঝতে পেরেছে হয়তো
এতোদিন যাদের চামচামি করেছে তাদের আয়ু আর নাই।
তাইতো পাবলিকের মটর সাইকেল নিয়ে দল বেঁধে মহড়া দেয়।
ফটিকছড়িকে প্রেরনা ভেবে সবখানে যদি প্রতিরোধ শুরু হয়
তাহলে গাড়ি ফেলে রেখেও প্রান নিয়ে বেঁচে আসতে পারে।
পাবলিক গাড়ি জ্বালালে পাবলিকের জ্বালাবে,
পুলিশের বাপের টাকার গাড়িতো আর নয়।
খুব ভাল বুদ্ধি!
তবে অতি চালাকের গলায় দড়ি থাকে।
গাড়ি ফেলে রেখে আসার সুযোগ না ও পাওয়া যেতে পারে।
ধরা পড়লে একটাও মাটিতে পড়বে না।
বিষয়: বিবিধ
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন