জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ

লিখেছেন লিখেছেন গ্রাম থেকে ০২ এপ্রিল, ২০১৪, ১১:০১:১৬ সকাল

ঝড়ে বক মরে

পীরের পীরাকি বাড়ে'

এই আশায় বসে আছে কি ১৮দলীয় জোট?

কেউ যদি আওয়ামিদের হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেয়!

বাস্তবতা হলো সময় যতো গড়াবে ততো আওয়ামিদের অবস্থান শক্ত হবে।

বেগম জিয়া পারবেন না বাকশালী ষড়যন্ত্রের সামনে নিজের দলকে শক্তিশালী আন্দোলনের দিকে নিয়ে যেতে।

উপজেলা নির্বাচনে যেখানে অস্তিত্ব রক্ষার লড়াই সেখানে তিনি পারেননি তার দলের বিদ্রোহী প্রার্থীদের থামাতে।

আন্দোলনের কর্মসুচি আসলে তার দলের নেতা কর্মীরা মামলা হামলার ভয়ে রাজপথে নামে না।

এই অবস্থায় সবকিছু বিবেচনায় রেখে

হাসিনার জুলুম থামাতে হলে

কার্যকরী এবং বাস্তবমুখী পদক্ষেপ নিতে জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201560
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই বলেছেন। এরা মনে হয় অপেক্ষা করে আছেন আন্তর্জাতিক চাপের মুখে শেখ হাসিনা নতুন নির্বাচন দিবেন। কিন্তু দালাল কমিশন আর দলিয়কৃত পুলিশ এর উপস্থিতিতে সেই নির্বাচনে জয়লাভের কোন সুযোগ থাকবেকিনা সেটা চিন্তা করছেন না।
201651
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
গ্রাম থেকে লিখেছেন : জ্বি, আপনি ও ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।
201666
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিএনপি জামাত জীবন তপস্যা করলেও আর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে না।
201700
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
গ্রাম থেকে লিখেছেন : এই রকম অবস্থা মুজিবের আমলে ও হয়েছিলো,
কিন্তু
এক নেতার এক দেশ এক রাইতে সব শেষ।

এমন না হলে ও সময়ের ব্যাবধানে আওয়ামীদের ক্ষমতা ছাড়তে হবে।
এটা কতো আগে হবে তা ১৮দলের কার্যকর আন্দোলনের উপর নির্ভর করছে।

ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
201732
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাসিনার জুলুম থামাতে হলে

কার্যকরী এবং বাস্তবমুখী পদক্ষেপ নিতে জোট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাই।
201737
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০১
গ্রাম থেকে লিখেছেন : ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File