যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন ইমরান ভাই ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৭:৪৮ সকাল



যুব সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার (পর্ব-২)

====================

যুব সমাজের অবক্ষয় ও তার কারণ:

যুব সমাজের অবক্ষয়, পদস্খলন ও অধঃপতনের কারণ অনেক। সবগুলোর আলোচনা এ ছোট নিবন্ধে একত্র করা সম্ভব নয়। তবে আমরা মারাত্মক কয়েকটি অবক্ষয়ের কারণ ও তার পরিণতির কথা আলোচনা করব।


এক- মাদক সেবন:



মনে রাখতে হবে, বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সংকট ও সমস্যায় জর্জরিত। এ সব সংকট ও সমস্যার মধ্য হতে অন্যতম সংকট ও সমস্যা হলো মাদক সেবন ও নেশা করা। ইসলামে সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ হলেও ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বাংলা ‘নেশা’ শব্দটি মূলত ফার্সি শব্দ ‘নাশাতুন’ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে ‘মত্ততা’। বর্তমান সময়ে অধিকাংশ যুব সমাজ মাদক-আক্রান্ত হয়ে ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাব যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। মাদক বর্তমানে এত বেশি ব্যাপক আকার ধারণ করছে, যার ভয়ানক প্রভাব ও বিস্তার লক্ষ্য করা যায় আমাদের মানুষ গড়ার আঙ্গিনা-শিক্ষাঙ্গনগুলোতেও। এটি বর্তমান সময়ে যুব সমাজের জন্য একটি ভয়ানক পরিণতি ও অশনি সংকেত। তাই, বর্তমানে যদি একজন যুবক নষ্ট হয়ে যাওয়ার আগে তাকে সঠিক পথে রাখার জন্য কিংবা মাদক থেকে দূরে রাখার জন্য সময়মত সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, তাহলে যুব সমাজের কাছে জাতির যে প্রত্যাশা তা সম্পূর্ণ ব্যর্থ হতে বাধ্য।

যুব সমাজ ধ্বংস ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান অন্তরায় মাদক। মাদক শুধু একজন যুবকের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতিবন্ধক নয় বরং মাদক একজন যুবককে ধ্বংসের অবলীলা ও মারাত্মক পরিণতির দিক ঠেলে দিয়ে তাকে চিরতরে ধ্বংস ও অকেজো করে দেয়। তার মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যায়।

ইসলামি মূল্যবোধ বান্ধব সমাজ ব্যবস্থা ছাড়া সব সমাজেই মাদকের ছুটাছুটি পরিলক্ষিত। মুসলিম পারিবারিক বন্ধন ও ইসলামি মূল্যবোধ কম-এমন পরিবারের সদস্যরা অতি সামান্য কারণে মাদকদ্রব্যে অধিকতর আসক্ত হচ্ছে। যারা নেশা করে তাদের অধিকাংশই জানে, নেশা কোনও রকম উপকারী বা ভালো কাজ নয় এবং তা মানুষের জীবনীশক্তি বিনষ্ট করে। এসব জেনেশুনেও মাদকাসক্ত মানুষ নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম-কর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশাকে সঙ্গী করে জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়ছে এবং বিবেক-বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যাচ্ছে। ইসলাম মানুষকে নেশা গ্রহণ ও মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নাই। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি দিক-নির্দেশনা দেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন,

«كل شراب أسكر فهو حرام»

“যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম”। (বুখারী, হাদিস: ৫৫৮৫) তিনি আরও বলেন,

«كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ، لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ» رواه مسلم.

‘নেশাজাতীয় যেকোনো দ্রব্যই মাদক, আর যাবতীয় মাদকই হারাম, যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে, অতপর নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় এবং সে তাওবা না করে, আখিরাতে সে মদ পান করা হতে বঞ্চিত হবে’। (মুসলিম, হাদিস: ২০০৩)

মানবসভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদকদ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তিকে পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না; তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মাদক কেবল সমাজ, জাতি ও রাষ্ট্রেরই ক্ষতি করে না; সভ্যতা ও সংস্কৃতিকেও বিপন্ন করে। পরিমাণে অল্প হোক আর বেশি হোক-পান বা অন্য কোনোভাবে গ্রহণ করা হোক, নেশা ও চিত্ত-বিভ্রমক হলেই তা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এ নেশাগ্রস্থ ব্যক্তির জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এ সম্পর্কে পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে,

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَيۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَٰمُ رِجۡسٞ مِّنۡ عَمَلِ ٱلشَّيۡطَٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ ٩٠ ﴾ [المائ‍دة: ٩٠]

‘ওহে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক তীর হচ্ছে ঘৃণ্য বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং, তোমরা এসব বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পার”। (সূরা আল-মায়িদা, আয়াত-৯০ )

মাদক হলো এমন এক ধরনের অবৈধ ও বর্জনীয় বস্তু, যা গ্রহণ বা সেবন করলে আসক্ত ব্যক্তির এক বা একাধিক কার্যকলাপের অস্বাভাবিক পরিবর্তন বা বিকৃতি ঘটতে পারে। মাদকাসক্তিতে মানুষের কোনও না কোনও ক্ষয়ক্ষতি তো হয়ই এবং ধীরে ধীরে তা নেশাগ্রস্ত ব্যক্তিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। মাদক কেবল একক অপরাধ নয়, মাদকাসক্তির সঙ্গে সন্ত্রাস ও অন্যান্য অপরাধ অঙ্গাঙ্গীভাবে জড়িত।

মাদকমুক্ত সমাজ গঠনে মানুষের অন্তরে মাদকের ক্ষতির অনুভূতি জাগ্রত করে রাসুল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لا تشربوا الخمر؛ فإنها مفتاح كل شر»

‘তোমরা মাদক ও নেশা পান করো না; কেননা এটা সব অপকর্ম ও অশ্লীলতার মূল’।(ইবন মাজাহ, হাদীস নং ৩৩৭১। হাকিম, হাদিস: ৭২৩১; হাদিসটি সহীহ বুখারি মুসলিম এর শর্ত অনুযায়ী।)

মাদকের করাল গ্রাসে তরুণ সমাজ আজ সৃষ্টিশীল ও সৃজনশীল কাজে মেধা, যোগ্যতা, প্রজ্ঞার আশানুরূপ অবদান রাখতে পারছে না। যে তরুণ তার অমিত সম্ভাবনাকে পরিবার, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে পারত, মাদকের নীল দংশন তার সুকুমার বৃত্তি নষ্ট করে, এমনকি ক্রমান্বয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। উপরন্তু তথা কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাতসহ আল্লাহ তায়ালার বিধিবদ্ধ দৈহিক ও আর্থিক ইবাদত থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। এতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা‘আলা অসন্তুষ্ট হন। এ মর্মে কুরআনে মাজীদে আল্লাহ বলেন,

﴿إِنَّمَا يُرِيدُ ٱلشَّيۡطَٰنُ أَن يُوقِعَ بَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةَ وَٱلۡبَغۡضَآءَ فِي ٱلۡخَمۡرِ وَٱلۡمَيۡسِرِ وَيَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ ٩١﴾ [المائ‍دة: ٩١]

‘নিশ্চয় শয়তান মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে চায়, তবু কি তোমরা নিবৃত্ত হবে না ?’(সূরা আল-মায়িদা, আয়াত-৯১)

যেহেতু মাদকাসক্তি একটি জঘন্য সামাজিক ব্যাধি, জনগণের সামাজিক আন্দোলন, গণসচেতনতা ও সক্রিয় প্রতিরোধের মাধ্যমেই এর প্রতিকার করা সম্ভব। ঘর থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ পাড়া-মহল্লা ও এলাকায় মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে ব্যাপকভাবে ঘৃণা প্রকাশের আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকদ্রব্যের মারাত্মক পরিণতি সম্পর্কে জনসাধারণকে সচেতন করে তুলতে নিয়মিত সভা-সমিতি, সেমিনার, কর্মশালার আয়োজন করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ধর্মীয় বিধিবিধান সম্পর্কিত শিক্ষামূলক ক্লাস নিতে হবে। মাদকদ্রব্য উৎপাদন, চোরাচালান, ব্যবহার, বিক্রয় প্রভৃতি বিষয়ে প্রচলিত আইনগুলোর বাস্তব প্রয়োগ ও কঠোর বিধান কার্যকর নিশ্চিত করা দরকার। সমাজজীবনে এহেন ঘৃণ্য মাদকদ্রব্যের ব্যবহার ও প্রসার রোধ করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে যারা মাদকদ্রব্য প্রস্তুত, এর প্রচলন ও সরবরাহের কাজে জড়িত তাদের দেশ ও জাতির স্বার্থে এহেন অনৈতিক কাজ অবশ্যই বর্জন করা উচিত।

প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম-খতিবের ভাষণে মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে এবং মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করে মাদকের অবৈধ উৎপাদন, বিপণন, ব্যবহার ও চোরাচালান রোধসহ সকল স্তরের মুসল্লিদের কঠোর অবস্থান নিতে হবে। শুধু মদ্যপায়ী ও বিক্রেতা নয়, বরং মদ ও মাদকদ্রব্যের সঙ্গে সম্পর্কিত ১০ জনের প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন। তারা হচ্ছে,

«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَشَارِبَهَا، وَحَامِلَهَا، وَالمَحْمُولَةُ إِلَيْهِ، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَآكِلَ ثَمَنِهَا، وَالمُشْتَرِي لَهَا، وَالمُشْتَرَاةُ لَهُ»

“১. মদ্যপানকারী, ২. মাদক প্রস্ততকারক ৩. মাদক প্রস্তুতের উপদেষ্টা, ৪. মাদক বহনকারী, ৫. যার কাছে মাদক বহন করা হয় ৬. যে মাদক পান করায়, ৭. মাদক বিক্রেতা, ৮. মাদকের মূল্য গ্রহণকারী ৯. মাদক ক্রয়-বিক্রয়কারী, ১০. যার জন্য মাদক ক্রয় করা হয়” ।(তিরমিযী, ১২৯৫)

সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সকল শ্রেণীর ধর্মপ্রাণ লোক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলে মাদকদ্রব্যের প্রসার রোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালালে দেশ থেকে মাদকদ্রব্যের ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যাবে। এ ব্যাপারে ইসলামে কঠোর শাস্তির বিধান আছে। ইহকাল ও পরকালে মাদকাসক্তির ভয়াবহতা জনগণের সামনে তুলে ধরার পরও যারা এ ভয়ঙ্কর নেশা ছাড়ে না তাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম দণ্ডবিধি প্রবর্তন করেছেন, যাতে তারা সংশোধিত হয় এবং অন্যরা শিক্ষা নিতে পারে। নবী সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম-এর ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার শিক্ষাই মাদকের সর্বনাশা অভিশাপ থেকে ব্যক্তি, পরিবার, সমাজ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের রক্ষা করতে পারে।

অতএব, ধর্মভীরু মা-বাবা ও অভিভাবকদের উচিত সর্বনাশা মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কে সন্তানদের সচেতন করা। তাহলেই মাদকাসক্ত সন্তানদের নিয়ে মা-বাবার সমস্যা অনেক কমে যাবে। মা-বাবা ও অভিভাবকেরা, নিজেদের সন্তানদের সামনে ধর্মীয় রীতিনীতি, ইসলামি মূল্যবোধ ও নীতি-নৈতিকতার সুন্দর আদর্শ তুলে ধরুন। কারণ তারাই একদিন সমাজ-সংসার তথা দেশের কর্ণধার হবে। প্রত্যেক অভিভাবকের উচিত, তাদের সন্তান যাতে কোনও অসৎ সংস্রবে পড়ে মাদকাসক্ত না হয় সেদিক সজাগ দৃষ্টি রাখা। এ ক্ষেত্রে পারিবারিক শৃঙ্খলা, সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সর্বোপরি মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।

মাদক ত্যাগের ব্যাপারে আসক্ত ব্যক্তিদেরও আত্মপ্রত্যয়ী হওয়া দরকার। মাদক থেকে বিরত থাকার জন্য নিজস্ব উদ্যোগই সবচেয়ে ভালো। নিজ থেকে নেশা ছাড়া সম্ভব না হলে তাদের ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্র প্রদত্ত সহযোগিতা গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্ম ও যুব সমাজে মাদকাসক্তির নেশায় যে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে তা কেবল ইসলামি মূল্যবোধই প্রতিরোধ করতে পারে। আসক্তদেরকে মাদক ত্যাগে উৎসাহিত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

হাদিসে মাদকের সেবনের বিভিন্ন পরিণতির কথা উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে মাদকের প্রতি ঘৃণা সৃষ্টি করেছেন এবং বিভিন্ন প্রকার শাস্তি ও আযাবের কথা উল্লেখ করে মানুষকে সর্তক করেছেন। যেমন-রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম মাদকের বিস্তারকে কিয়ামতের আলামত বলে আখ্যায়িত করেন।

মাদকের বিস্তার কেয়ামতের আলামত:



মাদক ও নেশাজাত দ্রব্যের বিস্তার কিয়ামতের আলামত। আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إن من أشراط الساعة: أن يرفع العلم ويثبت الجهل، ويُشرب الخمر، ويظهر الزنا رواه البخاري ومسلم،

“কিয়ামতের আলামতসমূহের কতক আলামত হল, দুনিয়া থেকে ইলম তুলে নেয়া হবে, অজ্ঞতা-নিরক্ষরতা-প্রতিস্থাপিত হবে, মদ্য পান ব্যাপক হবে এবং ব্যভিচার বৃদ্ধি পাবে।(বর্ণনায় বুখারি, হাদিস: ৮০, মুসলিম, হাদিস: ২৬৭১ )

অর্থাৎ কিয়ামতের পূর্বে মানুষের মধ্যে মদ্যপান ও নেশা গ্রহণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। যেমনটি অপর একটি হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ويكثر شرب الخمر “এবং মদ্যপান বৃদ্ধি পাবে”। (বুখারি, হাদিস: ৫২৩১)

কিয়ামতের পূর্বে দেশ ও সমাজে মাদকের সয়লাব এত ব্যাপক হবে, কেউ কেউ মাদক সেবন করাকে অপরাধও মনে করবে না। তারা মনে করবে মাদক সেবন করা কোনো অপরাধ নয় বরং তা হালাল। অনেক সময় দেখা যাবে, মাদক ও নেশা জাতীয় বস্তুর নাম পরিবর্তন করে বিভিন্ন প্রকার কোমল পানীয় ও শরবতের নামে নামকরণ করে তা পান করা হবে। তারা মনে করবে নাম পরিবর্তন করা দ্বারা তা হালাল হয়ে যাবে। ফলে মাদক সেবন যে হারাম ও নিষিদ্ধ তা তাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে যাবে। মাদকের প্রতি তাদের আগ্রহ বাড়বে, এটা যে নিষিদ্ধ তার প্রতি কোনো ভ্রূক্ষেপ করা হবে না।

‘উবাদাহ ইবন সামেত রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«ليستحلنّ طائفة من أمتي الخمر، باسم يسمّونها إياه»

“আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী এমন হবে, যারা মদকে ভিন্ন নামে নামকরণ করে সেটাকে হালাল মনে করবে”। (আহমদ, হাদিস:২২৭০৯)

এর চেয়েও অধিক শক্তিশালী হাদিস -যাতে এ ধরনের অপরাধীদের বিষয়ে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে- যেটি ইমাম বুখারী রহ. সহীহ বুখারিতে আবু মালেক আল আশ‘আরী হতে বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«ليكوننّ من أمتي أقوام، يستحلّون الحِرَ والحرير، والخمر والمعازف، ولينزلن أقوام إلى جنب عَلَم، يروح عليهم بسارحةٍ لهم، يأتيهم -يعني الفقير- لحاجةٍ فيقولون: ارجع إلينا غداً. فيبيّتهم الله، ويضع العَلَم، ويمسخ آخرين قردة وخنازير إلى يوم القيامة»

“আমার উম্মতের কতক সম্প্রদায় এমন হবে, যারা যিনা-ব্যভিচার, রেশমী কাপড় পরিধান করা, মাদক সেবন করা ও গান-বাজনাকে বৈধ মনে করবে। আর উম্মতের একটি সম্প্রদায় একটি পাহাড়ের পাদদেশে অবতরণ করলে তাদের নিকট তাদের রাখাল তাদের ছাগলগুলো নিয়ে উপস্থিত হবে। তখন তাদের নিকট একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইলে তারা তাকে বলবে, তুমি আমাদের নিকট আগামীকাল এস। রাতে তাদের উপর আযাব এসে তাদের ধ্বংস করে দেবে। আর আল্লাহ তাদের উপর পাহাড় ধ্বসে দিবেন। আর তাদের কতেককে তিনি কিয়ামত পর্যন্ত বানর ও শুকরের আকৃতিতে পরিণত করে দিবেন। (বুখারি, হাদিস: ৫৫৯০)

যারা মাদককে হালাল বলে তাদের দুটি উপায়ে সংশোধন করতে হবে:-



এক: কোনো বস্তুকে অন্য নামে নামকরণ দ্বারা বস্তুর আসল রূপ পরিবর্তন হয় না। আর শরীয়তের সব বিধানই হল, স্পষ্ট, মজবুত ও শক্তিশালী। শরিয়তের বিধান দ্বারা কোনো প্রকার খেল-তামাশা করা বৈধ নয়। সুতরাং, যে নামেই নাম করণ করা হোক না কেন, তার মধ্যে যখন কারণ- নেশা-পাওয়া যাবে, তখন তা সেবন বা পান হারাম হবে। এমনকি যদি আমরা মদকে পানিও নাম রাখি, তা হলেও তা হারাম হবে। কারণ, হাদিসে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, যে পানীয় দ্বারা মানুষের মস্তিষ্ক নষ্ট হয়, তা হারাম।

রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«كل شراب أسكر فهو حرام»

“যে কোনো ধরনের নেশাজাত পানীয় হারাম” ।(বুখারী, হাদিস, ৫৫৮৫)

অনুরূপভাবে রাসূল সা. বলেন,

«كل مسكر خمر، وكل مسكر حرام»

“নেশাজাতীয় যেকোনো দ্রব্যই মাদক, আর যাবতীয় মাদকই হারাম ।”(মুসলিম, হাদিস: ৫০০৫)

আর যারা মদ পান করাকে বৈধ দাবী এবং হালাল মনে করে তাদের বলা হবে, আল্লাহ তা‘আলা যে সব বস্তুকে হারাম করেছে, তাকে হালাল মনে করা দ্বারা একজন মানুষ ইসলামের বন্ধন থেকে বের হয়ে যায়। শেখ সুলাইমান আত-তামিমী রহ. বলেন, যে সব বস্তু নিষিদ্ধ হওয়া বা হালাল হওয় বিষয়ে উম্মতের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সে ধরনের হালাল বা হারাম মনে করা কুফর। কারণ, আল্লাহ ও তার রাসূল যে বস্তুকে হালাল করেছেন, তার হালাল হওয়াকে অস্বীকার করা যাবে না এবং যে বস্তুকে হারাম করেছে তাকে হালাল বলে আখ্যায়িত করা যাবে না। এ ধরনের ধৃষ্টতা কেবল সেই দেখাতে পারে যে ইসলামের দুশমন, ইসলামের বিধি-বিধান অস্বীকারকারী এবং কুরআনও সুন্নাহ এবং উম্মতের ইজমাকে অমান্যকারী।

দুই: পঞ্চ ইন্দ্রিয়ের হেফাযত করা একজন মানুষের জন্য খুবই জরুরী। পঞ্চ ইন্দ্রিয়ের হেফাযত ছাড়া ইসলামের মাকাসেদ তথা মূল উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন সম্ভব নয়। আর ইসলামের মাকাসেদকে সংরক্ষণ করার জন্য পরিপূর্ণ চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু মদ মানুষের জ্ঞানকে নষ্ট করে দেয় যা একজন মানুষের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়। মদ মানুষের জ্ঞানকে বিলুপ্ত করে, চিন্তা-ফিকিরকে নষ্ট করে দেয়। একজন মানুষ যাতে তার জ্ঞানহারা না হয়, এ কারণে আল্লাহ মানুষকে মদ পান হতে কঠিন হুশিয়ারি উচ্চারণ করে। আল্লাহ তা‘আলা মানুষকে মদ থেকে দূরে থাকার জন্য সুস্পষ্ট ও পরিষ্কার নিষেধ করেন, যার মধ্যে কোনো প্রকার ব্যাখ্যা বা বিকৃতির সুযোগ নাই। এ কারণেই ইমাম কুরতবী রহ. আল্লাহ তা‘আলার বাণী فاجتنبوه এর তাফসীরে বলেন, আল্লাহর এ কথাটি দ্বারা মদ থেকে সম্পূর্ণ দূরে থাকাকে বুঝায়। ফলে মদ থেকে কোনো উপায়ে কোনো প্রকার উপকার গ্রহণ করা যাবে না। মদ পান করা যাবে না, বিক্রি করা যাবে না, শরবত বানানো যাবে না, ঔষধ বানানো যাবে না ইত্যাদি। ইমাম ইবন মাজাহ আবুদ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু হতে একটি হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন,

«لا تشربوا الخمر؛ فإنها مفتاح كل شر»

“তোমরা মদ সেবন করো না, কারণ, মদ সমস্ত অনিষ্টতার চাবি-কাঠি”। (ইবন মাজাহ, হাদীস নং, ৩৩৭১; হাকিম, হাদিস: ৭২৩১; হাদিসটি সহীহ বুখারি মুসলিম এর শর্ত অনুযায়ী।)

মদের ক্ষতি শুধু দু একটির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর ক্ষতি এত ব্যাপক- যার কারণে আল্লাহ তা‘আলা মদ সেবন করাকে শুধু হারাম বা নিষিদ্ধ করেননি বরং মদ বিক্রি করা, তৈরি করা, আমদানি-রফতানি বিপণনসহ যাবতীয় সব কিছুকেই নিষিদ্ধ করেন। যারা মদের বাণিজ্য করে, তাদের ব্যাপারেও কঠিন হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যারা মদ পান করে তারা আখেরাতে এ জাতীয় পানীয় থেকে বঞ্চিত হবে বলে ঘোষণা করা হয়েছে। যেমন, আব্দুল্লাহ ইবন ওমরের হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«من شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتب، لم يشربها في الآخرة»

“যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং নেশাগ্রস্ত অবস্থায় তাওবা না করে মারা যায়, সে আখিরাতে ঐ জাতীয় কোনো পানীয় পান করতে পারবে না।(বর্ণনায় মুসলিম, হাদিস: ২০০৩, নাসায়ী, হাদিস: ৫৬৭৩)

আর জাবের রাদিয়াল্লাহু ‘আনহু হতে একটি হাদিস বর্ণিত, তাতে রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«وإن على الله لعهدا لمن شرب المسكر أن يسقيه من طينة الخبال: عرق أهل النار»

“যারা দুনিয়াতে মাদক সেবন করে, তাদেরকে আখিরাতে জাহান্নামীদের দেহের পচা-গলা, পুঁজ ও ঘাম পান করানো বিষয়ে আল্লাহ তা‘আলা প্রতিশ্রুতিবদ্ধ।”(বর্ণনায় মুসলিম, হাদিস: ২০০২। )

অনুরূপভাবে আবু দারদা রাদিয়াল্লাহু ‘আনহু হতে একটি মারফু হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«لا يدخل الجنة مدمن خمر»

“নেশাকরায় অভ্যস্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না”।(ইব্নু মাযা, হাদিস: ৩৩৭৬ ইবনু হাব্বান, হাদিস: ৬১৩৭)

আবদুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু ‘আনহু হতে আরও একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু ‌আলাইহি ওয়াসাল্লাম বলেন,

«من شرب الخمر لم تقبل له صلاةٌ أربعين صباحاً، فإن تاب: تاب الله عليه، فإن عاد لم يقبل الله له صلاة أربعين صباحاً، فإن تاب: تاب الله عليه، فإن عاد لم يقبل الله له صلاة أربعين صباحاً، فإن تاب: تاب الله عليه، فإن عاد الرابعة لم يقبل الله له صلاة أربعين صباحاً، فإن تاب لم يتب الله عليه، وسقاه من نهر الخبال».

“যে ব্যক্তি মদ পান করে, চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। যদি সে তাওবা করে আল্লাহ তা‘আলা তার তাওবা কবুল করবেন। তারপর যদি সে পুনরায় মদ পান করে, আল্লাহ আবারো চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল করবেন না। তারপর যদি সে তাওবা করে আল্লাহ তা‘আলা তার তাওবা কবুল করবেন। তারপর যদি সে পুনরায় মদ পান করে, আল্লাহ আবারো চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল করবেন না। যদি সে তাওবা করে আল্লাহ তা‘আলা তার তাওবা কবুল করবেন। তারপর যদি সে চতুর্থবার পুনরায় মদ পান করে, আল্লাহ আবারো চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল করবে না। তারপর যদি তাওবা করে তার তাওবা কবুল করা হবে না। আল্লাহ তাকে জাহান্নামীদের পচা-গলা ও পুঁজের নহর থেকে পান করাবেন”।(বর্ণনায় তিরমিযি, হাদিস: ১৮৬২)

যারা প্রবৃত্তির পূজারি তাদের নিকট এ ধরনের উপদেশ অনেক সময় অমূলক। যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের আখিরাতের ওয়াজ ও নছিহত দ্বারা মদ পান করা থেকে বিরত রাখা সম্ভব নয়। এ ধরনের লোকদের নিকট মদ পান বা নেশাজাত দ্রব্য পান করা দুনিয়াবি ক্ষতিগুলো তুলে ধরতে হবে। তাদের বুঝাতে হবে, মদ পান করা বা নেশা গ্রহণ করা কেবল শরীয়তের পরিপন্থীই নয় বরং নেশাজাত বস্তু সেবন করা দ্বারা একজন মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, পারিবারিক ও সামাজিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিক ঠেলে দেওয়া হয়। মদ পানের কারণে ঘরে বাইরে অশান্তি তৈরি হয়, বৈবাহিক সম্পর্কে ফাটল দেখা দেয়, মারা-মারি হানা-হানি বৃদ্ধি পায়।

এ ছাড়াও রয়েছে একজন মানুষের দৈহিক ক্ষতি। মাদক সেবন দ্বারা বড় বড় রোগ-ক্যানসার, যক্ষ্মা ইত্যাদি মারাত্মক সংক্রামক ব্যাধি দেখা দেয়।

এত কিছুর পরও কি বলা যাবে, মাদক সেবন করা বৈধ এবং তা নিষিদ্ধ এবং হারাম নয়?



========

চলবে..........

বিষয়: বিবিধ

৪১২৯ বার পঠিত, ৭৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261088
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখনও পড়তে পারি নাই Sad Sad পড়ে কমেন্ট করবো, আপাতত ফার্স্টু হই Big Hug Thumbs Up Thumbs Up রাগ ক্রার দরকার নেই তোমার জন্য নিচেরটা Day Dreaming Day Dreaming খাও পান করো, অপচয় করো না....... Time Out Time Out
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
204966
ইমরান ভাই লিখেছেন : পড়ার পরে তাহলে কমেন্টস করো ওকে Rolling Eyes Rolling Eyes
আমি ততক্ষন খেয়ে দেয়ে সাবার করি Don't Tell Anyone Don't Tell Anyone
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৩৩
205308
পবিত্র লিখেছেন : কয়েকদিন থেকে দেখছি Rolling Eyes সবাইকে ফ্রুটস্ খাওয়াচ্ছেন! ইমরান ভাইয়ের কাঁচা মরিচের দোকানের পাশে কি ফ্রুটসের দোকান খুলেছেন? <:-P Rolling on the Floor
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৫
205415
ইমরান ভাই লিখেছেন : হাসতে হাসতে শেষ হয়ে গেলুম....<img src="/> <:-P <img src="/>
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৩
205426
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরু - তুমি হাসতে হাসতে মরে যাও..... Crying Crying Surprised Surprised Crying Crying
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১১
205474
পবিত্র লিখেছেন : @ইমরান ভাইয়া, আমার প্রতিমন্তব্যটি ডিলিট করে দিন প্লীজ!! Worried
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৫
205478
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইমরান ভাই ভাইয়া, আমার কমেন্টটাও ডিলিট করে দিন প্লীজ। Worried
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
205480
পবিত্র লিখেছেন : @হারি, না ভাইয়া আপনার মন্তব্য ডিলিট করতে বলিয়েন না! ছবিটা অনেক সুন্দর! MOney Eyes
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
205514
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরান, আমার দেয়া ছবিটা একদম সুন্দর লাগতেছে না আমার, তাই ওটাও ডিলিট করে দিন প্লীজ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
205533
ইমরান ভাই লিখেছেন : :-O:-O @ইমরান,
বড়দের নাম ধরে ডাকা ৳হ্যারিকাপুনি :-O
===
কারোটাই নো ডিলেট...কমেন্টস উইল স্টে ইভার। <:-P
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
205539
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সরি ইমরান ভাই ভাইয়া Tongue Tongue তুমি তো আমার প্রিয় ইমরান ভাই ভাইয়া...... তাই না? Tongue Tongue ইক্টু ক্রে লোনলিনেস ফীল করছিলুম, তাই এভাবে নাম ধরে ডেকেছিলুম তোমাকে Crying Broken Heart Crying
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
205568
পবিত্র লিখেছেন : @ইমরান ভাইয়া,আমরটা ডিলিট করলে ভালো হয়, কারণ হারি ভাইয়া মনে হয় রাগ করেছেন আমার মন্তব্যে! Worried Worried
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
205578
ইমরান ভাই লিখেছেন : নানা ও রাগ করে নাই আমি শিওর ১০০% ডোন্ট ওরি বোনজি। O<img src="/>
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
205586
পবিত্র লিখেছেন : আমি ১০০% সিউর উনি রাগ করেছেন! তাইতো আমার প্রতিমন্তব্যের কোন জবাব দেন নাই! Broken Heart Broken Heart
261091
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৪
নেহায়েৎ লিখেছেন : গ্রামের পথে পথে এবং সেলিম জাহাঙ্গীর দুজনেই একই ব্যাক্তি। সে হলো হিন্দু। কিন্তু একটা মুসলিম নিক খুলে মুসলিমদের মাঝে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হয়তো তার কথায় কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন। সবাইকে সাবধান হতে হবে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
204967
ইমরান ভাই লিখেছেন : নতুন যে নামে আসছে সেটা আপনার জানা থাকলে বলুন সবাই সাবধনা হবে ইনশাআল্লহা।
261104
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৩
মাহফুজ আহমেদ লিখেছেন : খুবই দরকারী পোস্ট।অশেষ ধন্যবাদ।
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫০
204968
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
261107
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : মাদক আগেও ছিল এখনও আছে। শুধু বদলিয়েছে মানুষের মন আর চাহিদা। মানুষকে পরিবর্তন করতে পারে তার দৃষ্টিভঙ্গি, আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে ধর্মীয় চেতনা। ধর্মীয় চেতনায় মানুষের চরিত্র পরিবর্তন হয়, চিন্তার বিকাশ হয়। তাই ধর্মীয় অনুশাসন মানার প্রতি জোড় দিলে এটা কমবে নতুবা নয়। অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
204970
ইমরান ভাই লিখেছেন : ঠিক বলেছেন টিপু ভাই। জাজাকাল্লাহু খায়রান।
261114
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪০
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
204971
ইমরান ভাই লিখেছেন : 3:-O
261169
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩৭
পবিত্র লিখেছেন :
০৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩২
205063
ইমরান ভাই লিখেছেন : Love Struck Love Struck জাজাকিল্লাহ, এক বাগান হাতুড়ি ফুল......
Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose Rose Rose Time Out Time Out Rose Rose
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
205137
পবিত্র লিখেছেন : আমি এমন ফুল দিলাম আর আপনি কিনা হাতুড়ি ফুল দিলেন!! Crying Crying Broken Heart Broken Heart
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:০৩
205416
ইমরান ভাই লিখেছেন : আরে বাবা এটা হচ্ছে বিডি ব্লগের হাতুড়ি ফুল এটা নতুন হারিকেনের গাছে ধরে সেখান থেকে এনে দিলুম.....Tongue
এই নেন.


কেন জেন ব্লগে ছবি এড ক্লিক করলে ইরোর দেখায় Crying Crying
261177
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের মন থেকে যেটা চলে গেছে সেটা হলো আল্লাহর ভয় কিংবা আখিরাত এর চিন্তা। মদ বা মাদকদ্রব্য হারাম এইটাই তো যথেষ্ট এগুলি থেকে দুরে থাকার জন্য। কিন্তু এখন মানুষের মধ্যে আখিরাত এর চিন্তা সম্পুর্ন চলে গেছে। পুলিশ বা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘুষ খাওয়ার সময় ভাবেননা এই জন্য তাদের একদিন জবাবদিহি করতে হবে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৮
205059
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান সঠিক কথাই বলেছেন..
261235
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
আফরা লিখেছেন : বুঝেছি নকলবাজ ভাইয়া এটা নকল করেছেন । এত বড় লেখা আমি একবারে পড়তে পারব না । কিছু পড়েছি বাকীটা পড়ে পড়ব । ইনশা আল্লাহ ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
205538
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহ আফরা তুমি আসছো ইস এতেই আমি খুশি । বলগটার যে কি হয়েছে, ইমো দেখায় না, ছবি আপলোড নেয় না, আরো ইত্যাদি.... এরখম অসবিধা কি সবার হচ্ছে.... Thinking
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
205548
আফরা লিখেছেন : এখন পড়তেছি ভাইয়া । এত খুশী বুঝলাম না তো চা নায় নাই দিলেন এক গ্লাস পানি ও তো দিলেন না আমার ভাবী ।ভাবিকে আমার সালাম বলবেন ভাইয়া ।

আসসালামু আলাইকুম ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
205559
ইমরান ভাই লিখেছেন : কেমনে চা বিস্কিট দিবো Sad আমি কোন কিছু দিতে গেলে ব্রাউজারে লেখা আসে {{The requested content cannot be loaded.
Please try again later.}}
Sad Sad
ব্লগের টেকনিক্যাল কোন প্রবলেম হয়েছে মনেহয় Loser মডুমামীরা কি করে At Wits' End Time Out At Wits' End

যাক আপাততো এই চাটা নাও ~O)

[সালাম তোমার ভাবীকে পৈছেদিবো ইনশাআল্লাহ। কালকেও তোমাকে নিয়ে অনেক গল্প করছি আমার বউয়ের সাথে Big Grin আমার বউ তোমাকে না দেখলেও তার সামনে এসে জদি বলো আমি আফরা তাহলেই চিবে]
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
205565
আফরা লিখেছেন : তাহলেতো ভাবীর সাথে একটু মজা করতেই হবে আমার আপুকে আপনার বাসায় পাঠিয়ে বলব যেয়ে বলবা আমি আফরা ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৯
205572
ইমরান ভাই লিখেছেন : হাহাহা....তোমার লেখা ব্লগ সে জানে। তাই সে তোমার আপুকে প্রশ্ন করবে বিভিন্ন লেখা সম্মন্ধ্যে তাহলে তো ধরা পরে যাবে Big Grin
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
205601
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরান ভাই ভাইয়া- আমার সালামও পৌছায় দিয়ো আমার আপুনিকে (মানে তোমার বউকে) Tongue ইমরান ভাই ভাইয়া আমিও যাবো তোমাদের বাসায় Waiting Waiting .................... আমায় সঙ্গে নিয়ো। Love Struck
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
205612
আফরা লিখেছেন : সালামও পৌছায় দিয়ো আমার আপুনিকে শুধু এটা মুখে বললেই হয় না ভাইয়া মুখে যেমন সেটা উচ্চারন করতে হয় তেমনি লেখার সময় ও লিখতে হয় যেমন আমি কিন্তু লিখেদিয়েছি তেমন ।সূর্যের পাশে হারিকেন @
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৫
205615
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওক্কে ম্যাডাম Happy Love Struck ..... আমি আসলে তোমার দেয়া সালামটাকে আমার মনে করে আবার রিপীট করিনি যে Tongue Tongue এখন আবার করতিছি...... আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। Good Luck Applause Good Luck

০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
205616
ইমরান ভাই লিখেছেন : ঠিক আছে দুজনের সালাম দুইবার দিবো ইনশাআল্লাহ Big Grin Big Grin

@হ্যারি, তোমকেও চেনে, তবে মাঝে মাঝে তোমকে আ..Pu. ভাবে হাহাহাহা... Big Grin Big Grin
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩১
205619
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরান ভাই ভাইয়া - আজকে যেয়ে কনর্ফাম করে দিবা, আপু হচ্ছে আফরামনি.....Angel আর সূর্যের পাশে হারিকেন হচ্ছে "ভাইয়ামণি" Tongue Tongue Love Struck
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৯
207212
ইমরান ভাই লিখেছেন : ঠিক আছে আজকেই বলে দিবো উপরে জনও আপু নিচের জন ও আপু Loser Punch
@হ্যারিকাপুনি
আপনাকে অনেক ধন্যবাদ আপু Crying Punch
261262
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অনেক কষ্ট করে অর্ধেক পড়েছি, আর পারছি না, ঘাম এসে গেছে.... বাকিটা পরে পড়বো At Wits' End At Wits' End Give Up Give Up
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৮
205298
পবিত্র লিখেছেন : অলসরা এমনই!Tongue এ পোস্ট শেষ করতে কি বার্ধক্যে পৌঁছতে হবে?! Rolling on the Floor
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
205540
ইমরান ভাই লিখেছেন : পবিত্র লিখেছেন : অলসরা এমনই!Tongue এ পোস্ট শেষ করতে কি বার্ধক্যে পৌঁছতে হবে?!
Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky Unlucky
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
205541
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আবার নকলিং? Time Out Time Out
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৯
205551
ইমরান ভাই লিখেছেন : সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আবার নকলিং?
:D<img src="/>/<img src="/><img src="/>
১০
261332
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১০
আবু আশফাক লিখেছেন : সচেতনতামূলক পোস্টের জন্য ধন্যবাদ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
205544
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান।
১১
261446
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১১
বুড়া মিয়া লিখেছেন : আজকের টপিক খুবই ভালো; অনেক ধন্যবাদ আপনাকে।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
205547
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। Love Struck
১২
261468
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় উপযোগী পোষ্ট, ধন্যবাদ আপনাকে।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
205549
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। Love Struck
১৩
261476
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : মদ আর মাদকতা তো আছেই এর নতুন ডিজিটাল রুপও ছড়িয়ে আছে সমাজে যা ধংসের দিকে নিয়ে যায়! আল্লাহ আমাদের হিফাজত করুন! জাঝাকাল্লাহু খাইর! Good Luck
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
205550
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান। আমীন আপানর দুআতে Praying Praying Love Struck Love Struck
১৪
261666
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
আফরা লিখেছেন : ভাইয়া পড়া শেষ করেছি এখন আমার মনে কিছু প্রশ্ন এসেছে আমি কি করতে পারি ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
205553
ফেরারী মন লিখেছেন : জি করুণ জাহাপনা। এক্কেবারে খাস দিলে করুন। যা মনে আসে তাই করুন। Rolling on the Floor Rolling on the Floor
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
205557
ইমরান ভাই লিখেছেন : হ্যা বোন করো কি উত্তর যানতে চাও??
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৯
205558
আফরা লিখেছেন : আমি তো আপনাকে বলি নাই আপুমনি ইমরান ভাই ভাইয়াকে বলেছি ।ফেরারী মন ভাইয়া @
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
205577
ইমরান ভাই লিখেছেন : ফেরারী মন আপুমনি Love Struck জানতাম নাতো Love Struck
===
প্রশ্ন করো আফরা Happy
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫০
205582
ফেরারী মন লিখেছেন : ইমরান ভাই আপনি না চো চুইট Love Struck Love Struck Love Struck Kiss Kiss
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
205593
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখানে এসব কী হচ্ছে?Surprised
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১১
205598
আফরা লিখেছেন : জী ভাইয়া করব তবে এখন না পরে ।ইমরান ভাই@
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
205600
আফরা লিখেছেন : আপনি কি ব্লগ মাষ্টার নাকি ? সূর্যের পাশে হারিকেন ভাইয়া @
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৮
205617
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি ব্লগের হেড মাস্টার Winking ...... ছেলে মেয়েরা পড়ালেখা না করে এখানে কি করতেছে দেখতে আসলাম এক্টুক্রে Don't Tell Anyone Don't Tell Anyone Talk to the hand Talk to the hand @আফরামণি
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৮
205621
আফরা লিখেছেন : ওকে হেড স্যার মেনে নিলাম বেতন আর দেয়া লাগবে না। তবে এখন ছুটি ।সূর্যের পাশে হারিকেন ভাইয়া @

০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৬
205622
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হায় হায়, এ কেমন কথা? Time Out Surprised Time Out হেড স্যারকে ছুটি দিয়ে যাচ্ছো কৈ? আরো অন্তত ৩০ মিনিট থাকতে হপে..... Time Out Time Out একদম চুপ, নো মোর কথা Don't Tell Anyone Don't Tell Anyone @আফরামণি
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২১
207214
ইমরান ভাই লিখেছেন : আমি হচ্ছি পরিদর্শক বোর্ড থেকে আসছি Loser
ছাত্র-ছাত্রী, হেডমাস্টুর সবাই এক লাইনে দাড়াও Punch
Big Grin Big Grin
১৫
261817
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : যুবকদের জন্য ভাল উপদেশ। আশা করি আওন আর হারিকেন মনে রাখবে Tongueধন্যবাদ ইমরান ভাই আপনাকে Good Luck Good Luck
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২১
205780
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying শুধু আমরা কেনু ? Crying Crying Crying
আপনারও মুখস্ত করা দরকার, যাতে আমাদের ভবিষ্যতের ভাইয়াটাকে উপহার দিতে পারেন এসব লেকচার Tongue Tongue Tongue
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২১
207183
ইমরান ভাই লিখেছেন : বৃত্ত (কান্দার ইমো হবে)
১৬
263328
০৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ইমরু দাদা, তুমি কি এভাবেই চুপ হয়ে থাকবা সারা জীবন? কিছু একটা বলো..... কমেন্ট করো, তোমাকে নিয়ে লেখা আমার খালামনির পোস্টে Time Out Time Out Surprised Surprised Time Out Time Out Day Dreaming Day Dreaming তুমি যে আমার কথায় "বিদায় পোস্ট" ড্রাফ্ট করেছো তাতেই আমি অনেক খুশি হয়েছি...... এই নাও তোমার প্রিয় হাতুড়ি Time Out Time Out Surprised Surprised Time Out Time Out Day Dreaming Day Dreaming তোমাকে ব্লগে এ্যক্টিভ দেখতে চাই আগের মতো Big Hug Big Hug
১০ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
207181
ইমরান ভাই লিখেছেন : Sad মনটা খুব খারাপ ছিলো তাই চলেগেছিলুম। এখন একটু ভালো তাই আসলুম।
আসলে খারেজিদের সম্মন্ধ্যে কিছু স্ট্যাডি করে দেখলুম আমার ভিতরে কিছু লক্ষন আছে কিনা ঠিক বুঝতে পারছিলুম না Sad তাই চলে যাবার চিন্তা করছিলুম Sad

যাক আপাতত রইলুম Big Grin তোমার জন্য নতুন একটা হাতুড়িড় অর্ডার দিলুম হাতুড়ির নাম দিলুম "হরিকেনের পাশে মুমবাতি" Big Grin :-X Big Grin
১৭
266515
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
বিদ্যালো১ লিখেছেন : May Allah bless u .
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
210640
ইমরান ভাই লিখেছেন : আপনাকেও আল্লাহ উত্তম জাজায়ে খায়ের দান করুন। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File