বাংলাদেশি সরকারি বাহিনী কর্তৃক চলমান গুম খুন নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গভীর উদ্বেগ

লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:০৬:০২ সকাল

বাংলাদেশে মানুষ গুম ও মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার সংস্থাটির দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারকে সরকারি বাহিনী কর্তৃক অপহরণ, নির্যাতন এবং মত প্রকাশের ওপর আরোপিত বাধা দূর করতে হবে।

২০১৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনের পর থেকে বাংলাদেশে বিভিন্ন সমস্যার ওপর ভিত্তি করে এই বিবৃতি দেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ দারিদ্র বিমোচন থেকে শুরু করে উন্নয়নের বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হলেও মানাবিধকারের ক্ষেত্রে সেটা পারেনি। বিশেষ করে অপহরণ, মত প্রকাশের ক্ষেত্রে বাধা ও নির্যাতন বন্ধ হয়নি।

অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হওয়া অপহরণের বেশ কিছু ঘটনা তারা উদঘাটন করেছে। সংস্থাটির দাবি তারা অপহরণের ২০টি ঘটনার সন্ধান পেয়েছেন যেখানে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত। এদের মধ্যে ৬ জন দু’মাস পরে ফিরে এসেছে, ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বাকী ৫ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সংস্থাটির বিশ্বাস প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

এছাড়াও ওই বিবৃতিতে নারায়ণগঞ্জের সাত খুন, বিরোধীদের ওপর নির্যাতন ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিও তুলে ধরা হয় অ্যামনেস্টির পক্ষ থেকে। অপহরণের ঘটনাগুলো আমলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয় অ্যামনেস্টির পক্ষ থেকে

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261108
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : তথ্যবহুল প্রতিবেদনটি প্রকাশের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
205946
আনিসুর রহমান লিখেছেন : নজরুল ইসলাম টিপু ভাই আমার ব্লগ বাড়িতে আসার জন্য আপনাকেঅনেক ধন্যবাদ।
261174
০৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
সায়িদ মাহমুদ লিখেছেন : উদ্বেগে কি হয়? বিবৃতি দেওয়ার পেপার আর সময়টা নষ্ট করাছাড়া? যা করার তা ভিক্টিমদেরই করতে হয়রে ভাই?
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১৮
205962
আনিসুর রহমান লিখেছেন : সায়িদ মাহমুদ thanks for your comment. You are right only for any Bangladeshi organization. But organization like অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের have effect globally.
261469
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উদ্বেগের কাম নেই, আন্দোলন শুধু আন্দোলন।
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
205950
আনিসুর রহমান লিখেছেন : নুর আয়শা আব্দুর রহিম, I am agree with you. because we need to safe our people life.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File