এক খৃষ্টানের পরিনতি....হাদীসে বর্ণিত।
লিখেছেন লিখেছেন ইমরান ভাই ২২ এপ্রিল, ২০১৪, ০৩:০৪:৩৯ দুপুর
++++++++++++
এক খৃষ্টানের পরিনতী দেখেন হাদীসে কিভাবে বর্ণিত হয়েছে
++++++++++++
১৪৭৪)
আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একজন লোক (প্রথমে) খৃষ্টান ছিল। পরে সে ইসলাম গ্রহণ করে সূরা বাকারা ও সূরা আল-ইমরান পড়ে শেষ করল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ ক্রমে অহী লিখতে শুরু করল। পরবর্তীতে সে আবার খৃষ্টান হয়ে গেল।
সে বলতে লাগল মুহাম্মাদ শুধু তাই জানে, যা আমি তাকে লিখে দিয়েছি। অতঃপর আল্লাহ্ তাকে মৃত্যুমুখে পতিত করলে খৃষ্টানরা তাকে দাফন করল। পরের দিন সকাল বেলা লোকেরা দেখল যে, যমীন তার লাশ বাইরে নিক্ষেপ করেছে। তারা বলতে লাগলঃ এটি মুহাম্মাদ ও তার সাথীদের কাজ।
আমাদের এ লোকটি যেহেতু তাদের কাছ থেকে পালিয়ে এসেছিল, তাই তারা এর কবর খনন করে তাকে বাইরে ফেলে দিয়েছে। পুনরায় তারা তার কবর খনন করল এবং আগের তুলনায় গভীর করে খনন করল ও তাকে দাফন করল। পরের দিন সকাল বেলা লোকেরা দেখল যে, যমীন তার লাশ বাইরে নিক্ষেপ করেছে।
তারা বলতে লাগলঃ এটি মুহাম্মাদ ও তার সাথীদের কাজ। আমাদের এ লোকটি যেহেতু তাদের কাছ থেকে পালিয়ে এসেছিল, তাই তারা এর কবর খনন করে তাকে বাইরে ফেলে দিয়েছে। পুনরায় তারা তার কবর খনন করল এবং আগের তুলনায় যতটা সম্ভব গভীর করে খনন করল ও তাকে দাফন করল। পরের দিন সকাল বেলা দেখা গেল লাশ এবারও কবরের বাইরে পড়ে আছে।
তখন তারা বুঝতে পারল যে, এটা মানুষের কাজ নয়। তাই তারা তাকে এভাবেই ফেলে রাখল।
[মুখতাসার সহীহ বুখারীর হাদীছটির নাম্বার ১৪৭৪, শায়খ আবদুল্লাহ শাহেদ]
বিষয়: বিবিধ
১৪৩৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংশোধন করা দরকার কি?
মন্তব্য করতে লগইন করুন