ছবি কথা বলে- জামায়াতের সাথে আমলীগের সমঝোতা আদৌ সম্ভব কি?

লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ২২ এপ্রিল, ২০১৪, ১২:৫৬:৪৫ দুপুর

২ মার্চ ২০১৩ পুলিশ ও সাদা পোষাকে অস্ত্রধারীদের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষের ছবি। ছবিগুলোর দেয়ার অর্থ সামনে এমনই পরিস্থিতি আসছে -



বেচারা পুলিশ বন্দুকের গুলি শেষ হয়ে গেলে রাস্তায় ইট দিয়ে জামায়াত শিবির নিধনে নেমে পড়েছে। আমার তরফ থেকে একটা নোবেল তাকে দিয়া দাও Love Struck At Wits' End



জামায়াত শিবির নিধনে ব্যস্ত কতিপয় অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এইবার সালা জামায়াত-শিবির নির্মুল করা হইবই হইব, এদের সবাই সিঙ্গাপুরে হানিমুন ট্রাভেলে পাঠায়া দেয়ার জোর আবেদন জানান যাইতেছে Love Struck

সারকথা- সময় আসছে জামায়াত শিবির সাথে আপামর জনতা ভার্সেস শেকাচিনার পাইক পেয়াদের ফাইট। পুলিশ র‌্যাব চিতা সোয়াত তার সাথে যোগ দেবে বিশ্বস্থ ’র’ দেখা যাক। এবার কাহিনীর সুত্র পাত সাঈদীকে ফাসিতে ঝুলানো নিয়ে। সংবাদ পত্রে জানিতে পারিলাম শিবির সুইসাইড স্কোয়াড গঠন করছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও পুরা হার্ডলাইনে যাওয়ার আভাস দিয়া সতর্ক আছে।

যারা কহেন জামায়াতের সাথে আতাত চলতাছে আমলীগের, এটা ভুল। বরং সন্দেহ করা হইতেছে আমলীগের কিছু নেতা জামায়াতের সাথে আতাত চালাইতেছে তারা ৫ বছর ফুল টাইম ক্ষমতায় থাকবো। বিনিময়ে যাতে জামায়াত হার্ড লাইনে গিয়া তাদের ক্ষমতা হরন না করে। এটা দিবালোকের ন্যায় সত্য জামায়াত-শিবির বাংলাদেশের রাজনীতির পুরাই ফ্যাক্ট। সমস্যা অন্য জায়গায়, দেশ চালাইতেছে ভারত। হাসিনার বালের এক ফোটাও মুরোদ নাই ইন্ডিয়ার বিরুদ্ধে কোন কথা কয়। বিজেপি দেশের ভিটা চাইছে কোন প্রতিক্রিয়া দেখাইতে পাইছে হাসিনা? সে মুরোদ তার জীবনও হইবো না। কেননা সে এবং তারা গোলামের দাস। এদিকে এয়ারপোর্ট থেকে মানুষ ধইরা নিয়া যাইতেছে কোন প্রতিক্রিয়া দেখাইতে পারছে সে মুরোদ হারাইয়া ফেলছে যখন থেইক্কা শেকাচিনা ক্ষমতায় আইছে।

ইন্ডিয়া চায় জামাত ধ্বংস হোক এবং এটা তাদের স্বার্থে। ৭১ ইস্যুতে পাকিস্তানের পর জামায়াতই তাদের একমাত্র শত্রু। কেননা ভারতের অন্যার্য্যতার বিরুদ্ধে কথা বলার মত দল একটাই আছে বাংলাদেশে। শত্রু কিন্তু বিএনপিও নয় আর আমুলীগ তো তাদের পাচাটা কুত্তা বর্তমান পরিস্থিতি অবস্থা তারই সাক্ষর বহন করে।

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211704
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
বাচ্চা ছেলে লিখেছেন : বাল অর্থ বাংলাদেশ আওয়ামী লীগ কেউ মাইন্ড খাইয়েন না
211722
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
211727
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
প্রেসিডেন্ট লিখেছেন : আজ বাংলাদেশ এর পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সর্বত্র ভারতীয়রা অবস্থান করছে। কোন দিকে দেশ???????
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৫
160136
বাচ্চা ছেলে লিখেছেন : দেশ সার্বভৌমত্ব হারিয়ে দেওলিয়ার পথে
211728
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৫
হতভাগা লিখেছেন :


আপনার ছবিগুলো থেকে এই ছবিটা বেশী ক্লিয়ার কাট
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৬
160137
বাচ্চা ছেলে লিখেছেন : পুরান ছবি ইস্যু ছিল ভিন্ন সবাই আছে দেখি এই ছবিতে
211730
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫১
সালমা লিখেছেন : ইন্ডিয়া চায় জামাত ধ্বংস হোক এবং এটা তাদের স্বার্থে। ৭১ ইস্যুতে পাকিস্তানের পর জামায়াতই তাদের একমাত্র শত্রু। কেননা ভারতের অন্যার্য্যতার বিরুদ্ধে কথা বলার মত দল একটাই আছে বাংলাদেশে।

আর এজন্যই তো লেগে পরে আছে দলটাকে ধংশ করার জন্য। র্নিদোষ মানুষ গুলো কে মিথ্যা অপবাদে দিনের পর দিন আটকে রেখেছে।
211736
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হলুদ মিডিয়া কত কিছূই না করতে পারে।
211738
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৫
শিশির ভেজা ভোর লিখেছেন : জামাত আওয়ামী লীগ পারে না এমন জঘন্য কাজ নেই। স্বার্থের কারণে নিজের বউ পর্যন্ত বর্গা দিতে পারে এই দুদল।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
160121
বাচ্চা ছেলে লিখেছেন : এইডা কি কন। আপনার কাছে কি লীগ জামায়াত তাদের বউ বর্গা দিয়েছেন। ভাই একটা কথা বলি। গীবত আর বুহতান এর মধ্যে পার্থক্য কি জানেন? গীবত সত্য যার বিরুদ্ধে বলা হচ্ছে তার অবর্তমানে বলা। আর বুহতান যা সম্পুর্ণ মিথ্যা আল্লাহ কোন দিন এ অপরাধ ক্ষমা করে না। হুদাই তর্কের খাতিরে একদলকে একটা বাজে কথা বলে দিলেন আর নিজেকে বেশ সুফি সাজালেন এমন ভাবার কোন সুযোগ নাই। আপনি আপনার বউ সামলান। লীগ জামায়াত আসছে আপনার বউ খাইতে Happy
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
160134
বেআক্কেল লিখেছেন : আমনে কয়ডা বর্গা নিয়াছেন, তালিকাডা দিলে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে পাঠাইয়া দিতাম।
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৭
160152
বাচ্চা ছেলে লিখেছেন : ছাত্রলীগ আর কই হইতে পারলাম। কিছুদিন আগে বরিশালের এক নেতা একজনের সাথে ফস্টি নষ্টি করতো তারপর তার ছোট বনের প্রতি নজর যায়। দুই বন ধরে হোল কাটি দিছিলো। বেচারা বাইচা আচে মরে নাই। সেই ক্ষোভে উপজেলা নির্বাচনে একলাই ৪০০ ভোট দিছে Happy
211793
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৭
২২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
160147
বাচ্চা ছেলে লিখেছেন : ও ভাই মুই জেলে যাইবার চাই না। এইডা কি করচেন?
211833
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
জেলে জেতে হবে না,

আপনার আর আমার জন্য আল্লাহই যথেষ্ট ,
আমিন ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File