ছবি কথা বলে- জামায়াতের সাথে আমলীগের সমঝোতা আদৌ সম্ভব কি?
লিখেছেন লিখেছেন বাচ্চা ছেলে ২২ এপ্রিল, ২০১৪, ১২:৫৬:৪৫ দুপুর
২ মার্চ ২০১৩ পুলিশ ও সাদা পোষাকে অস্ত্রধারীদের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষের ছবি। ছবিগুলোর দেয়ার অর্থ সামনে এমনই পরিস্থিতি আসছে -
বেচারা পুলিশ বন্দুকের গুলি শেষ হয়ে গেলে রাস্তায় ইট দিয়ে জামায়াত শিবির নিধনে নেমে পড়েছে। আমার তরফ থেকে একটা নোবেল তাকে দিয়া দাও
জামায়াত শিবির নিধনে ব্যস্ত কতিপয় অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এইবার সালা জামায়াত-শিবির নির্মুল করা হইবই হইব, এদের সবাই সিঙ্গাপুরে হানিমুন ট্রাভেলে পাঠায়া দেয়ার জোর আবেদন জানান যাইতেছে
সারকথা- সময় আসছে জামায়াত শিবির সাথে আপামর জনতা ভার্সেস শেকাচিনার পাইক পেয়াদের ফাইট। পুলিশ র্যাব চিতা সোয়াত তার সাথে যোগ দেবে বিশ্বস্থ ’র’ দেখা যাক। এবার কাহিনীর সুত্র পাত সাঈদীকে ফাসিতে ঝুলানো নিয়ে। সংবাদ পত্রে জানিতে পারিলাম শিবির সুইসাইড স্কোয়াড গঠন করছে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীও পুরা হার্ডলাইনে যাওয়ার আভাস দিয়া সতর্ক আছে।
যারা কহেন জামায়াতের সাথে আতাত চলতাছে আমলীগের, এটা ভুল। বরং সন্দেহ করা হইতেছে আমলীগের কিছু নেতা জামায়াতের সাথে আতাত চালাইতেছে তারা ৫ বছর ফুল টাইম ক্ষমতায় থাকবো। বিনিময়ে যাতে জামায়াত হার্ড লাইনে গিয়া তাদের ক্ষমতা হরন না করে। এটা দিবালোকের ন্যায় সত্য জামায়াত-শিবির বাংলাদেশের রাজনীতির পুরাই ফ্যাক্ট। সমস্যা অন্য জায়গায়, দেশ চালাইতেছে ভারত। হাসিনার বালের এক ফোটাও মুরোদ নাই ইন্ডিয়ার বিরুদ্ধে কোন কথা কয়। বিজেপি দেশের ভিটা চাইছে কোন প্রতিক্রিয়া দেখাইতে পাইছে হাসিনা? সে মুরোদ তার জীবনও হইবো না। কেননা সে এবং তারা গোলামের দাস। এদিকে এয়ারপোর্ট থেকে মানুষ ধইরা নিয়া যাইতেছে কোন প্রতিক্রিয়া দেখাইতে পারছে সে মুরোদ হারাইয়া ফেলছে যখন থেইক্কা শেকাচিনা ক্ষমতায় আইছে।
ইন্ডিয়া চায় জামাত ধ্বংস হোক এবং এটা তাদের স্বার্থে। ৭১ ইস্যুতে পাকিস্তানের পর জামায়াতই তাদের একমাত্র শত্রু। কেননা ভারতের অন্যার্য্যতার বিরুদ্ধে কথা বলার মত দল একটাই আছে বাংলাদেশে। শত্রু কিন্তু বিএনপিও নয় আর আমুলীগ তো তাদের পাচাটা কুত্তা বর্তমান পরিস্থিতি অবস্থা তারই সাক্ষর বহন করে।
বিষয়: বিবিধ
১৪৬৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ছবিগুলো থেকে এই ছবিটা বেশী ক্লিয়ার কাট
আর এজন্যই তো লেগে পরে আছে দলটাকে ধংশ করার জন্য। র্নিদোষ মানুষ গুলো কে মিথ্যা অপবাদে দিনের পর দিন আটকে রেখেছে।
জেলে জেতে হবে না,
আপনার আর আমার জন্য আল্লাহই যথেষ্ট ,
আমিন ,
মন্তব্য করতে লগইন করুন