গাদীরের ভাষন
লিখেছেন লিখেছেন খাজা উয়ায়ছ ভক্তদের গোলাম ২২ এপ্রিল, ২০১৪, ০৩:০৪:৪২ দুপুর
গাদীরের ভাষনে নবী প্রকাশ করিল,
আজ হতে দ্বীন ইসলাম পূর্ণ হইল।
ধরে নবী আলীর ডান হাত উঠাইল,
আজ হতে আলী মু’মিনের মওলা হইল।।
প্রথম স্বাগত জানায় ওমর আসিয়া,
মু’মিনের মওলা আলীকে লইল মানিয়া।
সোয়া লক্ষ হাজিদের সামনে ডাকিয়া,
নির্দেষ দিলেন নবী সবাইকে বলিয়া।।
ধর তোমরা কোরআন শক্ত করে,
না ছাড়িও আমার আহলে বায়াতেরে।
আহলের কথা নবী বলেন ৩ বার করিয়া,
মুসলমান নামধারীরা দেখেন চিন্তা করিয়া।।
বড় ছোট না করিও এই দুইয়ের ভিতরে,
একই সাথে মিলিবে দুই হাউজে কাউসারে ।
ফকির উয়ায়ছী কয় উম্মতে যদি থাকতে চাও,
উক্ত দুই জিনিষ সাথে নিয়া জীবন কাটাও।।
বিষয়: সাহিত্য
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন