রিকসাওয়ালা রুবেলকে জানাই হাজারো সালাম।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১০ জুন, ২০১৪, ০৩:১৬:২০ দুপুর



আজ সকালে অফিসে যাওয়ার জন্য রিক্সা খুজছি, প্রতিদিন এ সময় বেশকিছু রিক্সা থাকলেও আজ রিক্সা পাওয়া যাচ্ছেনা।

কিছু সময় পরে একটা রিক্সা এসে দাঁড়ালো, এই রিক্সা ৫ নম্বর সেক্টর যাবে?

যাব মামা কিন্তু আমি চিনিনা।

কথা শুনে ভালভাবে মুখের দিকে তাকালাম।

মিডিয়াম সাস্থ্য, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ক্লিন শেভ আর ছোট করে চুল কাটা- দেখে যে কেউ বলবে কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

পরিবারের প্রতি দায়িত্বশীল এই ছেলের নাম-রুবেল, এক ছোট ভাই, মা আর বাবা এ ৪ জনের সংসার ওদের। বয়স ১৭, বাড়ি- নওগা- রাজশাহী। দ্বাদশ শ্রেনীর ছাত্র সে।

অভাবের সংসারে পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজকরে চলছিল এতদিন। কিন্তু তা খুবই অপর্যাপ্ত।

তাই কাজের উদ্দীশ্যে ঢাকায় আসলো।

হয়তো অনেক বড় আশা নিয়ে ঢাকাতে এসেছে, হয়তো ও জানতোও না ঢাকাতে এসে রিক্সার প্যাডেল চাপতে হবে।

যে বয়সের ছেলেরা মোবাইল আর গার্ল ফ্রেন্ড নিয়ে ব্যাস্ত সময় কাটায় সে বয়সে রুবেলরা সংসারের হাল ধরে।

আমার দেশে রুবেলের মত ছেলের বড় বেশী প্রয়োজন।

রুবেল তোমাকে সালাম।

সামস সুমন নামের একজনের ফেইসবুক টাইমলাইন থেকে নেয়া

বিষয়: বিবিধ

১৯৭৫ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233277
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২০
শাহ আলম বাদশা লিখেছেন : ভালো লেগেছে
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২৭
179891
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ।
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৫১
179975
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : বাদশা ভাই ফাস্ট হয়েছে এই পোস্টে মন্তব্য করে। পর পর তিনি দুইটা মন্তব্য করেছেন।
233278
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২২
শাহ আলম বাদশা লিখেছেন : প্লাস!
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
179893
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আজ হঠাৎ ফেবুতে এ খবর চোখে পড়ার কারণে আমার খুব ভাল লাগছিল। আমাদের যুব সমাজের মধ্যে এখনো যে চেতনাশক্তি সব লোভ পায়নি তারই প্রমাণ পাওয়া যাচ্ছে।
233281
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
নুসরাত লিখেছেন : ভালো লিখেছেন, থ্যাঙ্ক
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
179895
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হাঁচা নাকি? মুই কিচ্ছুই লিখি ন। মুই হুদা অন্যের লিখন থেইক্যা কপি পেস্ট করইছি।
তার পরেও আন্নেরে এক্কান ধন্যবাদ দিবার চাই। মাগার আপনেরে তো চিনবার পারলুম না। এত্তোদিন কই আছিলেন আপনে?
233285
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৩৮
নেহায়েৎ লিখেছেন : আল্লাহ তাকে বরকত দান করুন।
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
179911
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এমন রিজিকের মধ্যে নিশ্চয়ই আল্লাহর রহমাত ও বরকত নিহিত রয়েছে। যে হালাল রিজিক কঠিক পরিশ্রমের মধ্যে অর্জিত হয় তা খরচাতেও আনন্দ পাওয়া যায়।
233287
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৩
আবু আশফাক লিখেছেন : গ্যাঞ্জাম খান যে শুধু গ্যাঞ্জামই লাগায় না, বরং ভালো কাজগুলো দৃষ্টিতে আনতে পারে তা আমরা আগেই অবগত হয়েছি।
সে যা-ই হোক এমন রুবেলদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও দুআ।
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৫০
179912
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সে যা-ই হোক এমন রুবেলদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও দুআ।
আপনে কুন কেতাবে পাইলেন মুই গ্যাঞ্জাম লাগাই?
233288
১০ জুন ২০১৪ দুপুর ০৩:৪৮
হতভাগা লিখেছেন : মিশ্র প্রতিক্রিয়া হল ।

এ পেশায় সে কি ভাল থাকতে পারবে ? অনেকগুলো পঁচা আমের মাঝে কি সে নিজেকে ফ্রেশ রাখতে পারবে ?

আল্লাহ মালুম ।
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
179925
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মিশ্র পতিক্রিয়া হওয়ার কারণ বুঝলাম না।
এ পেশায় সে ভাল থাকতে না পারার পেছনে সন্দেহ জাগার কারণ কি থাকতে পারে?
আপনার কথা অনুযায়ী বাংলাদেশের সব রিকসাওয়ালাকে পঁচা আমের সাথে তুলনা করে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করার যৌক্তিকতা কোথায়? দেশের ষোল কোটি মানুষের প্রত্যেকের যত রকমের পেশা/ব্যবসা আছে তারা কি রিকসা চালানোর মত অনুচিত! পেশার মানুষের চেয়ে পুত পবিত্র?
বাস্তব অভিজ্ঞতা কিন্তু অনেক ইতিবাচক উদাহারণও পাওয়া যায় যারা আরাম কেদারায় বসে কলমের খোঁচার শত শত, হাজার হাজার মানুষের রিজিকের উপর ভাগ বসায়। সে তুলনায় রিকসা চালকদের সামান্য কিছু বদ অভ্যাস ও অভদ্র আচরণের কারণে তাদেরকে ঘৃণা করা অযৌক্তিক। সব রিকসা চালকই যে খারাপ তাও বা বলবেন কিভাবে?
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
179940
হতভাগা লিখেছেন : ' মিশ্র পতিক্রিয়া হওয়ার কারণ বুঝলাম না। ''

০ ভাল লেগেছে- তার পড়াশুনার আগ্রহ দেখে , ফ্যামিলির প্রতি দায়িত্বশীলতার মনোভাব দেখে ।

খারাপ লেগেছে - রাজশাহীর ছেলে ঢাকার উত্তরাতে (সম্ভবত) এসে রিকশা চালাচ্ছে । এখানে ইন্টারের জন্য যে সকল কলেজ আছে রিকশা চালিয়ে তার খরচ মেটানো প্রায়ই অসম্ভব । আর সে যদি রাজশাহীতেই ইন্টার করে তাহলে সে তার ক্লাসের থেকে দূরে আছে । এভাবে দূরে থেকে সে হয়ত কামাই করতে পারবে , কিন্তু ভাল রেজাল্ট করা/ধরে রাখা খুব কঠিনই হবে ।

'' আপনার কথা অনুযায়ী বাংলাদেশের সব রিকসাওয়ালাকে পঁচা আমের সাথে তুলনা করে এদেরকে তুচ্ছ তাচ্ছিল্ল করার যৌক্তিকতা কোথায়?''

০ আপনার মনে হয় দৈনন্দিন জীবনে রিকশাওয়ালার সাথে ইন্টারেকশন হয় না । যদিও হয় তাও দুই একজনের ব্যাপারে জেনে খুব বিরাট কিছু জেনে ফেলেছেন মনে হয় ।

যখন স্কুল ছুটি হয় এবং আপনার রিকশা করে বাড়ি ফেরার তাড়া থাকে বা যখন মার্কেট থেকে বাসায় যাবেন বা যখন বৃষ্টি পড়ে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় - তখন রিকশা ওয়ালাদের মুড দেখেছেন ?

আপনার মনে হয় এসব অভিজ্ঞতা নেই ।

গুটি কয়েক ডাক্তারের অনৈতিক আচরনে যারা পুরো ডাক্তার সমাজকে কসাই বলে তাদের মুখে একজন অকেশলান রিকশাওয়ালাকে ভাল পেয়ে পুরো রিকশাওয়ালাদের পুত পবিত্র বলে জাহির করা দ্বিমুখী চরিত্ররই পরিচায়ক ।

ব্যতিক্রম সবখানেই আছে , কিন্তু আমাদের কারও কারও সমস্যা হচ্ছে যে এটাকেই মেইন স্ট্রিম বলে মনে করি ।
233297
১০ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এ বয়সে পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরা-নিঃসন্দেহে প্রশংসনীয়। দারিদ্রতা তাকে লক্ষচ্যূত করতে পারেনি। আল্লাহ তাকে কামিয়াব করুন।
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৩৭
179926
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : দেশের প্রত্যেক তরুণ যুবকদের মন মাসিকতা এ রকমই হওয়া উচিত। স্বাবালেগ হওয়ার সাথে সাথে জ্ঞান অর্জনের চেষ্টার পাশাপাশি রিজিকের সন্ধানে ঘর থেকে বেরিয়ে যাওয়া উচিত। একজন সুস্থ্য স্ববল মানুষের জীবনে দারিদ্রতা নেমে আসাটা অনেকাংশে ব্যক্তি নিজেই দায়ী।
আমরাও দোয়া করি রুবেলদের মত যুবকরাই হয়ে উঠুক এদেশের কর্ণধার।
233298
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
শারমিন হক লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৩৮
179927
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ব্লগে এসে মন্তব্য করে আন্তরিকতার পরিচয় দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
233311
১০ জুন ২০১৪ বিকাল ০৪:৫২
ইবনে আহমাদ লিখেছেন : চাচা
আপনি মনে হয় আমার প্রতি রাগ করে আছেন। মন্তব্য করলেন আবার তা উধাও। বুঝলাম না।
রুবেলরা আমাদের সমাজে আছে অনেক। কিন্তু তাদেরকে আমরা সেইভ করতে পারছি না। রুবেলকে অবশ্যই সালাম।
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৩৪
179959
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মামু আমার তো কুনো ভাইজতা নাই। আপনে আমারে চাচা বইল্লা এত্তো সম্মান দিলেন! মুই এতো ইজ্জত রাখমু কুনায়?
আপনের সাথে রাখ করতে যামু কিল্লাই মামু? আমি কুনাই মুন্তব্য করছি, আবার তা উধাও হয়ে গেলো কেমনে? কিছুই তো বুইঝবার পারলুম না মামু? কার ব্লগের কথা কইছেন মামু? আমার তো স্মরণে আইছে না! একবার যদি স্মরণ করাইয়া দিতেন! কৃতজ্ঞতা স্বরূপ আপনারে আরেক্কান ইয়ে........ করামু।
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৩৮
179966
আহমদ মুসা লিখেছেন : ইবনে আহমদ ভাই ঠিক বলেছেন। রুবেলরা আমাদের সমাজে অনেক আছে। এসব রুবেলদের কারণেই আজো আমাদের সমাজে পারিবারিক বন্ধন, ভ্রাত্বিতের বন্ধন, পিতা-মাতার প্রতি দায়িত্ববোধ ইত্যাদি বিষয়গুলো লোভ পায়নি। আমরা অবশ্যই রুবেলদের মত তরুণ যুবকদের ঘৃণা না করে বরং উৎসাহ দেয়া উচিত। কোন কর্মই কানুষকে চোট্ট করে না। যদি সে কর্মটি হালালভাবে জীবিকা অর্জনের মাধ্যম হয়।
১০
233321
১০ জুন ২০১৪ বিকাল ০৫:০২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৪০
179970
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নেতাজী এই মন্তব্যটা কি সেদিন তৈরী করেছিলেন যেদিন আপনের পশ্চিম পাশে ঘুরাফেরা করা ব্লগার নামের আবালটিকে দেখিয়েছিলেন?
আপনাকেও অনেক অনেক বেশী বেশী ধন্যবাদ দিলুম।
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৪২
179972
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে দিয়ে টেরাই কইরলাম আরকি... Big Grin Big Grin
১১
233325
১০ জুন ২০১৪ বিকাল ০৫:০৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম, সালাম রুবেলকে
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৪১
179971
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! একটা সালাম বা সেলিউটই হতে পারে রুবেলদের প্রেরণার উৎস। ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
১২
233352
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
ইমরান ভাই লিখেছেন : শিরোনাম দেখে ভাবছিলাম আপনার সাথেই ঘটনা ঘটেছে বুঝি.. Rolling Eyes Rolling Eyes Smug কিন্তু শেষে লিংক দিয়ে গ্যাঞ্জাম লাগাইলেন Punch Punch Shame On You

আল্লাহ সেই ভাইকে রহম করুন। আমীন।
১০ জুন ২০১৪ বিকাল ০৫:৫৬
179981
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম! আমার সাথে এ রকম মহান ব্যক্তিদের সাক্ষাৎ কখনো হয়নি। যে কয়েকজন লোকের সাথে ঘটনা ঘটেছে তারা সবাই অত্যন্ত গর্হিত আচারণ করে গ্যাঞ্জাম সৃষ্টির চেষ্টা করেছিল। যার ফলে এসব রিকসাওয়ালাদের মধ্যেও যে অনেক মহৎ গুনের মানুষ লুকিয়ে আছে তা বুঝার উপায় নেই। রুবেলের আমারও মন চায় চাকরী শেষে দিনের অবসর সময়ে হালালভাবে কিছু রিজিকের সন্ধান করি।
১১ জুন ২০১৪ সকাল ০৭:৫১
180167
ইমরান ভাই লিখেছেন : রিকশা না চালায়ে অন্য কোন হালার ব্যাবসা থাকের আমারে নিতে ভুলবেন না কিন্তু। Talk to the hand Angel
১৩
233366
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
আফরা লিখেছেন : আমাদের আশে পাশে এরকম অনেক রুবেল আছে যারা নিজেদের স্বপ্ন আশাকে ত্যাগ করে পরিবারে সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে ।অনেক ধন্যবাদ গ্যাঞ্জাম ভাইয়া শিক্ষীনিয় ঘটনা শেয়ার করার জন্য ।আর রুবেলের জন্য দুয়া রইল আল্লাহ যেন তাকে সাহায্য করেন ।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
179996
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমাদের আশে পাশে এরকম অনেক রুবেল আছে যারা নিজেদের স্বপ্ন আশাকে ত্যাগ করে পরিবারে সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে
হাচা কথা কইছেন বদ্দা!
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
179997
আফরা লিখেছেন : বদ্দা মানে কি ভাইয়া ?
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
179998
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনে তো দেহি গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন! ডিস্কুনারী খুইল্যা দেখেন। যদি হেইখানেও না পান তাইলে যারা বুইঝবার হারছে হেতারগোর কাছে গিয়ে জিগান।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
180000
আফরা লিখেছেন : আমার তো কোন ডিস্কুনারী নাই আমি তো আপনাদের কাছ থেকেই ভাষা শিখি ভাইয়া ।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
180002
ছিঁচকে চোর লিখেছেন : বদ্দা মানে বড় দাদা । কিন্তু গ্যাঞ্জাম খান খালি গ্যাঞ্জাম লাগায়। আফরা আমাদের আপু। সে বদ্দা হতে যাবে কেনো? মাইরা তোরে এক্কেরে হোতায় হালামু। Time Out Time Out Time Out
১০ জুন ২০১৪ রাত ১১:৩৭
180110
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কি অ চোর মশাই, চেতেন কিল্লাই? আপনেরে গায়ে লাগনো ক্যান?
বেডিগো হিচনে হিচনে ঘুরেণ কিল্লাই? মতলব তো ভাল মনে অইতেছে না! নতুন কিছু মাইরা দেওনের ফন্দি পিকিরে আছেন নাকি? মুই তো মাইর খাওনের প্রশিক্ষণ অহনো লইনো। অহনো মাইর দেওনের গ্রুফের প্রথম বেঞ্চে বসি। হের লিগ্যাই তো মোরে হগলে গ্যাঞ্জাম খান কয়।
১১ জুন ২০১৪ সকাল ০৭:৫৩
180168
ইমরান ভাই লিখেছেন : হাহাহ...দারুন গ্যাঞ্জাম এনসার। Tongue Tongue
১৪
233389
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
পবিত্র লিখেছেন : ভালো লাগলো। Happy
শেয়ার করার জন্য ধন্যবাদ। Good Luck Good Luck
১০ জুন ২০১৪ রাত ১১:২৮
180107
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরও কি ভালা লাইগলো! কন কি? তারাতারি রিকসা এক্কান লইয়া নাইম্যা পড়েন রাস্তায়।
অন্নেরে ব্যায়াপক ধন্যবাদ দিলুম। আবার আইসবার অগ্রিম দাওয়াত রইলো আপনের প্রতি।
১৫
233472
১০ জুন ২০১৪ রাত ১১:৫৫
সিটিজি৪বিডি লিখেছেন : ছোট ছোট ছেলে-মেয়েরা বিভিন্ন কারখানায় কাজ করে সংসার চালায়............বড় দুঃখের বিষয়।
১১ জুন ২০১৪ দুপুর ১২:৩৮
180268
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নামাজের পর তোমরা রিজিকের সন্ধানে ঘরে থেকে বেরিয়ে যাও- হুনছিলাম এই কথাডা নাকি আপনেগো ধরমের কেতাবে লিখা আছে!‍ তয় ১৭ বছরের এক্কান যুবক পোলা হালাল পুন্থায় কিছু কামাই কইরলে চসম্যা তো দেখবার পারলুম না মশাই!
ছোড ছোড পোলাপান মিলকারখায় কাজ না করলে আমাগো মুলুকের টাকার কুমিরগো সূখ শান্তি, আরাম আয়েশ আইবো কোইত্থেকে?
মন্তব্যের জন্য ধনেপাতা দিয়ে হাট্টা বাইয়ুনের চাটনী হাইতা চলি আইয়ুন দরবারে বাহারিয়া (বাহার ভাইয়ের দরবারে)
১৬
233517
১১ জুন ২০১৪ রাত ০১:৪২
Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
১১ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
180271
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : খুব শানদার গভীর ভাবাবেগের কবিতাই বটে! মানুষের জীবন চক্রের বাঁকে বাঁকে নদীতে জোয়ার বাটার পানির মত কতকিছুই যায় আর আসে। এ পানির সাথে আবার অনেক কিছুই চলে আছে, অনেক কিছুই ফেরত যায়। আবার কিছু জিনিস স্থায়ীভাবে থেকেও যায়।
ধন্যবাদ সুন্দর মন্তব্যে রেখে যাওয়ার জন্য।
১৭
233596
১১ জুন ২০১৪ সকাল ১০:২২
দ্য স্লেভ লিখেছেন : স্যালুট তাকে।
১১ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
180272
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনারে ডাবল, ট্রিপল স্যালুট মশাই!!!
১৮
233654
১১ জুন ২০১৪ দুপুর ১২:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : স্যালুট তাকে।
১১ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
180273
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনারে ডাবল, ট্রিপল স্যালুট মশাই!!!
১৯
234031
১২ জুন ২০১৪ সকাল ০৫:০৬
আবু জারীর লিখেছেন : রুবেলদের পূণর্বাসনের দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের। আমরা যদি দায়িত্ব স্বচেতন হই তাহলে রুবেলরা জাতীয় সম্পদে পরিণত হবে ইনশা'আল্লাহ।
ধন্যবাদ।
১২ জুন ২০১৪ সকাল ১০:১০
180691
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমার মনে হয় রুবেলদের পূণর্বাসনের প্রয়োজন নেই। তারা নিজেরাই যেভাবে পরিশ্রম করে সংগ্রামী জীবন বেচে নিয়েছেন এটাই একজন পকৃত আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তির জন্য পূণর্বাসনের মডেল। আসল পূণর্বাসন তাদেরই করতে হবে যারা রুবেলদের মত সংগ্রামী মানুষের রক্ত শোষণ করে সমাজের তথাকথিত উচু তলায় বসে মানবীয় গুণাবলী বিসর্জন দিয়ে দেশ ও সমাজকে ধ্বংশ করে দিচ্ছে। এসব রুবেলদের কারণেই আজো আমাদের সমাজে পারিবারিক বন্ধন, ভ্রাত্বিতের বন্ধন, পিতা-মাতার প্রতি দায়িত্ববোধ ইত্যাদি বিষয়গুলো লোভ পায়নি। আমাদের অবশ্যই রুবেলদের মত তরুণ যুবকদের ঘৃণা না করে বরং উৎসাহ দেয়া উচিত। কোন কর্মই মানুষকে ছোট্ট করে না। যদি সে কর্মটি হালালভাবে জীবিকা অর্জনের মাধ্যম হয়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
২০
234047
১২ জুন ২০১৪ সকাল ০৬:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : নজরুল আর আতিউর রহমানের মত পোড় খাওয়া মানুষগুলোই ভাগ্যকে চিনিয়ে আনতে পারে। পারে অসম্ভবকে সম্ভব করতে। পোড় খাওয়া জীবনের এসব মানুষগুলো হৃদয় দিয়ে জীবনকে উপলব্ধি করতে পারে বলেই ওরা সফল। ধন্যবাদ।
১২ জুন ২০১৪ সকাল ১০:২৪
180697
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : নজরুল আর আতিউর রহমানরা হচ্ছে সংগ্রামী মানুষদের প্রেরণার। বিশেষ করে একজন সুস্থ্য দেহের সবল মানুষের মধ্যে যে খোদায়ী নেয়ামত-সম্পদ দিয়েছেন তার পূর্ণাঙ্গ ইউটিলাইজ করতে শিখায় আমাদের দুঃখ মিয়াদের জীবন থেকে। প্রকৃত শিক্ষিত তারাই যারা পুতিগত বিদ্যার বড়াই না করে বাস্তব বিদ্যার অনুশীল হাতে কলমে চর্চার উদাহরণ সৃষ্টি করেছেন। রুবেলরা সে সব উদাহরণের একেকটি জলন্ত প্রমাণ। সর্বোচ্চ বিদ্যাপিঠকে যারা ডাকাতদের গ্রামে পরিনত করে তারা হচ্ছে ফলহীন একেকটা মন্দার গাছ। প্রকৃত শিক্ষিত তো তারাই যারা জী্বিকার তাগিদে চুরি ডাকাতি আর অনিষ্ঠকর পথে না গিয়ে হাতে রিক্সার হেন্ডল ধরে রাজপথে নেমেছে! তারাই প্রকৃত রাজপুত্র! হাজারো সালাম জানাই সে সব রাজপুত্রদেরকে।
২১
234989
১৫ জুন ২০১৪ সকাল ১০:২৯
egypt12 লিখেছেন : এরাই একদিন এই ঘুনেধরা সমাজে পরিবর্তন আনবে Love Struck
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
181780
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসব রুবেলদের আদর্শই হওয়া উচিত একজন আত্মসম্মাবোধ সম্পন্ন মানুষের।
অনেক ধন্যবাদ দিলুম আপনেরে গ্যাঞ্জাম খানের ব্লগ পাতায় আগুমুনের জন্য। আবার আইসেন।
২২
247577
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
বুড়া মিয়া লিখেছেন : ভালো একটা ঘটনা তুলে ধরেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File