ডাকাতদের মেহমানদারীর নমুনা।

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২১ এপ্রিল, ২০১৪, ০১:২৪:৩২ দুপুর

মগের মুল্লুক আইন সভার সংরক্ষিত আসনের তিনি গুরুত্বপূর্ণ সদস্য।

তিনি তার সম্প্রদায়ের একজন অতি শানদার ও মান-ইজ্জতদার দলনেতা হওয়ার সুবাদে তাকে সংরক্ষিত সনের আইন সভার সদস্য হিসেবে নিয়োগ পেতে তেমন বেগ পেতে হয়নি।

তার সম্প্রদায়ের প্রধান কয়েকটি বৈশিষ্ট্যর মধ্যে উল্লেখযোগ্য হলো মানব সেবা করা।

এ সম্প্রদায়ের মানব সেবার ধরণ খুবই অদ্ভুদ! দু'য়েকটি উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সহজ হবে।

জনস্ংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা- অর্থাৎ খুন খারাবির মাধ্যমে জনসংখ্যা কমানোতে এ সম্প্রদায়ের তুলনা কারো সাথে চলে না।

সুষম সম্পদ বন্টনে এদের ভূমিকা- এ সম্প্রদায়ের লোকজন খুজে খুজে বিত্তবানদের সম্পদে হানা দিয়ে লোটপাটের মাধ্যমে কুক্ষিগত করা। লুটকৃত সম্পদ নিজেদের মধ্যে ভাগ বাটোয়া করে গ্রাস করা। অবশ্য মাঝে মধ্য ভাগ বাটোয়াতে গরমিল হলে নিজেদের মধ্যেই রক্তপাতের কারণে জনসংখ্যা হ্রাস পেতে থাকে। এ কারণেই এদেরকে আইন সভায় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে সংরক্ষিত আসনে নিয়োগ দেয়া হয়।

এ ছাড়াও আরো অনেক জনকল্যাণকর কর্মসূচী তারা বাস্তবায়ন করে থাকে। সময় সল্পতার কারণে এত সব এখানে বর্ণনা করা যাচ্ছে না।

আসল কথায় আসি। এ সম্প্রদায়ের সাধারণ সদস্যেদের দাবীর প্রেক্ষিতে তাদের গোত্রীয় প্রধান বিখ্যাত এক গায়েককে মোটা দাগের ফি'র বিনিময়ে দাওয়াত করলেন একটি কন্সার্ট করার। সারাদেশে এলান করা হলো অমূক বিখ্যাত গায়ক অমুক তারিখ তমুক স্থানে উন্মুক্ত স্ট্যাজে গান পরিবেশ করবেন। সবাই আমন্ত্রিত।

যথা সময়ের আগেই গায়েক সাহেব এসে হাজির হলেন। গায়ক সাহেবকে উত্তমরূপে মেহমানদারী করা হলো। স্ট্যাজে উঠার পূর্বেই তাকে বকশিশসহ তার নির্ধারিত ফি'এর তিনগুন পরিশোধ করলেন।

এতো সুন্দর আদর আপ্যায়ন ও ব্যবহার পেয়ে গায়ক সাহেব খুশিতে সারা রাত গান গেয়ে গলা একদম শুকিয়ে ফেললেন।

ভোরে বিদায় বেলায় পথিমধ্যে তার সমুদয় ফি সহ সব কিছু কেড়ে নিয়ে নিলেন। এমনকি পড়নের কাপড়টাও খুলে নিলেন।

আছে শুধু জাংগিয়া।

গায়ক সাহেব বললেন- ভাই আপনারা যদি আমার সমুদয় পারিশ্রমিক কেড়েই রাখবেন তাহলে আমাকে এতো আদর আপ্যায়ন করে কেন খাওয়ালেন? কেনই বা দির্ধারিত ফি'এর তিন গুণ টাকা দিয়ে আমার পকেট ভরে দিলেন?

ডাকাত সর্দার উত্তর দিলেন-

আপনাকে উত্তমরূপে মেহমানদারী করেছি। এটা হলো আমাদের রেওয়াজ, মেহমান নেওয়াজী।

আর যাওয়ার বেলায় আপনার থেকে সব কেড়ে নিচ্ছি। এমনকি পড়নের কাপড়টাশুদ্ধ। এটা হলো আমাদের স্বভাব। মানে ডাকাতি করা যে আমাদের স্বভাব। আপনি যেমন সারা রাত অত্যন্ত আন্তরিকভাবে আপনার পেশাগত দক্ষতার পরিচয় দিয়ে আমাদের গান শুনিয়ে মন জুড়ায়ে দিলেন। তেমনি আমরাও আমাদের পেশার প্রতি অবিচার করতে চাই না। আজকের সকালের যাত্রাটা আপনাকে দিয়েই শুরু করলাম।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211195
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৩
মাটিরলাঠি লিখেছেন : বুঝতে গিয়ে গ্যাঞ্জাম লেগে গেলো যে?
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
159638
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে বুঝার দরকার নেই।
211238
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৬
সালমা লিখেছেন : Waiting Waiting Day Dreaming
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৩
159650
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসব ইমুটিক কমেন্ট করে কি বুঝাইবার চান? আপনের ব্লগে আমার মন্তব্য মুছে দিলেন কিল্লাই?
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
159684
সালমা লিখেছেন : দু:খিত ভাই গ্যাঞ্জাম, ভুলে আপনার সুন্দর মন্তব্য টি মুছে গেছে। মাফ করে দিয়েন। আর পারলে আবার মন্তব্য করে আসেন কেমন। আমি উত্তর দিতে গিয়ে এই বিপদে পরেছি গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ভাই।
211251
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৫
ইমরান ভাই লিখেছেন :



হাসি আর থামতাছেনা কেরে...

ডাকাত গুলারে এটা উপহার দেন...


২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৩
159715
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই তো ডাকাতও না গায়কও না। আঁই কিল্লাই আপনের তোহফা হেতেরগোরে বিতরণের ঠিকাদারী নিমু?
আপনের তোহফা নিজেই বিলাইয়া আইয়েন।
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১১
159965
ইমরান ভাই লিখেছেন : হ্যারা ডাকাইত হইলেও এইটা নিয়া কিছু করবার পারবোনা তাই আবার আপনারে ফেরত দিয়্যা দিবো....Rolling on the Floor Rolling on the Floor হের লাইগা দিলাম।
211253
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
প্রেসিডেন্ট লিখেছেন : Bee Bee Bee Cheer Cheer Cook Cook Give Up Give Up Hot Hot Catch Catch Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৪
159716
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসব ইমু টিমু বুঝি না।
211257
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৭
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : জনস্ংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা,সুষম সম্পদ বন্টনের এদের পদক্ষেপ কিংবা কর্মকাণ্ড প্রশংশা পাওয়ার যোগ্য। শাবাস
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
159717
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এরা আরো অনেক কাজে দক্ষতা দেখাতে পারে। তাইতো হেতেরগো অহন জয় জয়কার অবস্থা।
২১ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৮
159801
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্যার আমরা কয়েক জন মিলে সেই কিসিমের মহৎকাজগুলো করার উদ্যোগ নিতে পারি না....দেশ আরো এগিয়ে যাবে। আমি খাড়াইয়া যামু আপনি বসাইয়া দিবেন--হায়রে দেশের উন্নতি!
211260
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
সালমা লিখেছেন : আপনার লেখা থেকে বুঝা গেল স্বভাব বদলানো যায় না। ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৭
159719
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সব রোগের ওষধ আছে মাগার খাসলত বিমারের ওষধ নেই। আপনারে ধন্যবাদ ব্লগে হাজিরা দেওনের লিগা।
211325
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনারে কেডা কইছে গ্যাঞ্জাম ?আপনি ভাইয়া এক্কান ভালো বুদ্ধিমান।
ডাকাতদের মেহমানদারীর আমাদের দেশের সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে ,,এক্কান জব্বর লিখেছেন ভাইজান সমাজের আসল রূপ এটাই এটাই বাস্তবতা ধন্যবাদ । Good Luck Rose Rose
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৪
160009
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হ, আমার বুদ্ধি বেশী। এতো বুদ্ধি কোথায় যে রাখি! সব মাথার উপর দিয়ে চইল্যা যায়।
211352
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। ভাই ডাকাইতগুলি কি আপনার বংশের কেউ ? তাইলেত মন্তব্য করনের লাইগা আদর কইরা ডাইকা শেষে আবার ........।
২২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৬
160002
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওরাহমাতুল্লাহী ওবারকাতুহু ওয়ামাগফিরাতুহু.......
ডাকাতগুলা আমার বংশের মানে!!!
আবার জিগান কিল্লই? প্রথমেই ধুদ কলা দিয়ে আদর না কইরলে নাগালে পামু কেমনে?
আইয়াই যেহেতু পরছেন। তাইলো আপনেরে মেহমানদারী করণ লাগবো!!!!

211353
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যেমন গ্যঞ্জাম খান গ্যাঞ্জাম ছাড়া কিছু করতে পারেনা!!
২২ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
160003
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম ছাড়াও আরো অনেক কিছুই কইরবার পারি। দাড়ান! একটু অপেক্ষা করেন। আইম আইতেছি।


১০
211367
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
শেখের পোলা লিখেছেন : মন্ত্রী সভাতেও গ্যাঞ্জাম লাগাইয়া দিলেন৷
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
160004
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অ্যাঁ!! কিডারে? আঁই তো ওজারতগো তিজারতির দিকে আঙ্গুল দেখাই ন। আপনে ওখানে আবিস্কার করে ফেললেন!!! হা হা হা
চুপ চুপ করে কইয়েন। কেউ বুইঝতে পারলে জাংগিয়াশুদ্ধ খুইল্যা ছাড়বো।
১১
217187
০৪ মে ২০১৪ সকাল ১১:২৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : খালি গ্যাঞ্জাম পাকায়
১০ জুন ২০১৪ দুপুর ০৩:২৫
179890
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গ্যাঞ্জাম না পাকায় কি করমু? সোজা আঙ্গুলে ঘি উইঠতো ন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File