আজ চৌদ্দই ফেব্রুয়ারী, মহান ভালবাসা দিবস নাকি নেড়ী কুকুরের ভাদ্রমাস দিবস?

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:০৬ সকাল

আজ চৌদ্দই ফেব্রুয়ারী। মহান ভালবাসা দিবস। আজকের এই দিনে আমাদের চৌদ্দ গোষ্টীর লালিত কৃষ্টি-কালচারের উপর চুনকালি দিয়ে নতুন একটি রেওয়াজ চালু হয়েছে। আজ হচ্ছে নবীন প্রজন্মের একটি অংশের পাচায় চুলকানির ভাইরাস আক্রমন করে গোটা দেশময় ছড়িয়ে পড়ার দিন।

এই দিবস নিয়ে বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় যেমন ঝড় শুরু হয়েছে তেমনি বাস্তবেও রোমিও জুলিয়েটদের আদর্শের উত্তরসূরীরা পথে প্রান্তরে, হোটেল রেস্তুরায়, বিভিন্ন পর্যটন এরিয়া ও বিনোদন কেন্দ্রগুলোতে আসর জমিয়ে তুলছে।

আমার প্রতিবেশী এক জুটির রসালো কাহিনী এখানে জানাতে ইচ্ছে করছিল। কিন্তু পর নিন্দা করার আগ্রহ জাগছে না। মাথায় এমনিতেই গ্যাঞ্জাম তো আছেই।

তাই আজকের এই দিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য ব্লগ কর্তৃপক্ষের কাছে দাবী জানানো যেতে পারে এই নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হোক।

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176914
১৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : "একদিন ভালবাসা মৃত্যু যে তারপর..."
এখন গাইতে থাকেন। "একদিন ভালবাসা প্রেমিক/প্রেমিকা চেঞ্জ যে তারপর.."।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
130102
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হুম!
176937
১৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০১
দ্য স্লেভ লিখেছেন : মাখায় খানিক ইসলামও আছে আবারও হারাম কাজও করছে....মজাও পুরো পাচ্ছেনা...ছাড়তেও পারছে না...পুরাই গ্যাঞ্জাম....ওদের জীবনে পেজগী লাগছে রে ভাই...
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৯
130100
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আজ নেড়ী কুকুরের ভাদ্রমাস দিবস। তাই এসব নেড়ী কুকুরেরা যেখানে সেখানে তাদের কর্মকান্ডের মঞ্চায়ন করতে পারে। আপনার আশেপাশে একটু সাবধানে থাইকেন।
176949
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০২
সিকদারর লিখেছেন : Sleepy Sleepy Sleepy Sleepy Sleepy
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
130099
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : Thinking Thinking Thinking Thinking Good Luck Good Luck Good Luck
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪২
130104
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
176956
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
মাজহার১৩ লিখেছেন : আপনার লেখাটি আমি পড়িনি। কারন এই দিবস শুনতেই ঘৃনা লাগে, পড়ব কি ? আর লিখব কি?
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
130101
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাই মাথায় একটু গ্যাঞ্জাম থাকার কারণে শিরোনামটার বাকী অংশ লিখতে ভূলে গিয়েছিলুম। অহন ঠিক করে দিয়েছি। এবার পড়ে দেখতে পারেন বহুত বহুত ফায়দা হবে।
১৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
130103
মাজহার১৩ লিখেছেন : এইবার পড়ছি।
177191
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:২৯
শেখের পোলা লিখেছেন : ভালই কইছেন৷ এক্কেবারে খাপের খাপ৷
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
130391
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এই ব্লগে আসার পর অনেকদিন পর এক্কান সার্টিফিকেট পাইলুম। আমি "ভালই কইছি।" সবাই আমারে অপবাদ দেয় আমি নাকি শুধু গ্যাঞ্জাম পাকাই! তা আপনের এই সাটিফিকেট টা আসল নাকি জাল হেইডা তো কইলেন না? আমার কাছে নকল সার্টিফিকেটের অভাব নেই। এমনকি আজ থেকে বার তের বছর আগে এক ডজনের চেয়েও বেশী "ডক্টরেট" সার্টিফিকেট বিভিন্ন চামচার মাধ্যমে বিদেশ থেকে সংগ্রহ করেছি। কিন্তু এই অধম বাঙ্গালী জাতি আমার সনদগুলোর কোনই দাম দিল না!
১৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
130539
শেখের পোলা লিখেছেন : আমারটা আসল কিনা তা আমাদের হেড অফিসের হাচেনাকে দিয়ে পরখ করাতে পারেন৷ উনার এই সাবজেক্টে অনেক পি এইচ ডি আছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File