একই বিষয়ে একাদিক পোস্ট এবং কর্তৃপক্ষের ভূমিকা ও তাদের নীতিমালা- আমি তো মখা হয়ে গেলাম রে!!!!!
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২২ জানুয়ারি, ২০১৪, ০১:৩৭:২৬ দুপুর
গতকাল একই বিষয়ে একই লেখা দু’জন ব্লগার তাদের নিজস্ব ব্লগ পাতায় প্রায় পাচঁ ঘন্টার ব্যবধানে শেয়ার করেছেন। লেখাটি তাদের নিজেদের লিখিত কোন ব্লগ নয়। তারাও অত্যন্ত সচেতনভাবে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে লেখাটির সূত্র উল্লেখ করেছেন। লেখার শিরোনাম হচ্ছে- সাতক্ষীরা থেকে নির্যাতিত এক বোনের চিঠি
আহমদ মুসা এবং আরেকজন সিনিয়র ব্লগার ও বিখ্যাত লেখিকা সত্যলিখন ব্লগটি পোস্ট করেছেন।
এখানে ব্লগটি পোস্টের সময় অনুসারে স্ক্রীন শর্ট দিলাম।
এটি পোস্ট করেছেন আহমদ মুসা।
নিচে আরেকটি স্ক্রীন শট দিলাম যেটি পোস্ট করেছেন প্রখ্যাত লেখিকা সিনিয়র ব্লগার সত্যলিখন
ব্লগার সত্যলিখন এর ব্লগ থেকে নেয়া স্ক্রীন শট।
একথা স্বীকার করতে দিধা নেই যে, ব্লগটির লেখার গুরুত্ব অনুধাবন করে এটি ব্যাপকভাবে পঠিত হওয়া ও অধিক হারে প্রচার হওয়া উচিত।
এখন যে বিষয়টি সম্মানিত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করা যুক্তি সংগত মনে করছি তা হলো কোন প্রবীণ ও সিনিয়র লেখিকা/ ব্লগার কোন একটি লেখার গুরুত্ব অনুধান করে ব্যাপক প্রচার হওয়ার স্বার্থে সূত্র উল্লেখ করে নিজের ওয়ালে শেয়ার করেন তা মোটেও আপত্তির বিষয় নয়। এক্ষেত্রে এটুকুই খেয়াল রাখা যেতে পারে যে, সংশ্লিষ্ট জনস্বার্থ বিষয়ক লেখাটি আমার পূর্বে নিকট অতীতে একই প্লাটফর্মে (অথবা একই ব্লগ সাইটেও বলা যেতে পারে) শেয়ার করেছে কিনা। কারণ একজন জনপ্রিয় ও স্বনামধন্য লেখিকা যখন কিছু পোস্ট করেন তখন তার পাঠক ও ভক্তরা অত্যন্ত আগ্রহ নিয়ে তা পাঠ করেন। যদি লেখাটি একটু আগে অন্য কারো পোস্টে পড়ে ফেলেন তখন ভক্তদের কাছে কেমন যেন বেখাপ্প লাগারই কথা।
এখানে সময়ের বিবেচনায় চিন্তা করলে আহমদ মুসার পোস্টটি আগে দেয়া হয়েছে। তাই এক্ষেত্রে আহমদ মুসাকে সতর্ক করার সুযোগ থাকছে না।
এখন আসি মডু মামাদের কিতাবে কি লিখা আছে একটু দেখা যাক-
মডু মামাদের কিতাব থেকে নেয়া দু’টি উদৃতি এখানে উল্লেখ করছি। এখানে আমার নিজের তরফ থেকে গ্যাঞ্জাম সৃষ্টির কোন অবকাশ নেই।
৯. একই বিষয়ে একের অধিক পোষ্ট করা হলে প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হবে। তাই প্রথম পাতায় একই বিষয়ে পোষ্ট থাকলে নতুন কোন পোষ্ট না দেয়ার অনুরোধ করা হচ্ছে।
১১. যে কোন কপি পেস্ট উপযুক্ত রেফারেন্স ছাড়া এবং ব্লগারের নিজের কোন বিশ্লেষণ ছাড়া পোস্ট করা হলে প্রথম পাতা থেকে সরানো হবে।
প্রিয় পাঠক, মডু মামাদের উল্লেখিত ফতওয়া পাঠ করে যদি নিচের ছবির সাথে তুলনা করেন তবে এর জন্য আমাকে দায়ী করা যাবে না।
যদি কেউ আমাকে দায়ী করতে চেষ্টা করেন তবে সরাসরি গণআদালত বসিয়ে বিচার করা হবে এবং অধীনতা বিরোধীদের পরিনতি থেকে শিক্ষা নেয়ার পরামর্শ থাকলো।
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝতে পারলাম না।
মাননীয় অধ্যক্ষ মহোদয়,
বিডিটুমোরো ভারচুয়াল ক্যাচাঁলিদ্যালয়
বিষয়ঃ মডু মামাদের মখা রোগের ওষধ প্রদান প্রসংগে।
....................
....................
....................
বিনীত নির্দেশক্রমে
গ্যাঞ্জাম খান
অন লাইন থেকে
আপনি লেখার জন্য ধন্যবাদ-
আরে বলেন কি? কথা কউন যাইবো না ক্যান? আমার মাথা গরম হয় নাই। মডু মামাদের সৃষ্ট গরমের ভিতর আমার মাথা ডুইকা গেছে। দেইখ্যান আবার আপনারডাও ডুকাইয়া দিয়েন না।
মন্তব্য করতে লগইন করুন