তোমার ভালবাসায় আজ আমি দিশাহারা
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৪০:১০ সন্ধ্যা
তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ আমি এলাকা ছাড়া গৃহহীন দিশাহারা
তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ অগনিত বোন হয়েছে ভাই হারা।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে বাংলার অগনিত মা সন্তান হারানোর বেদনায় চোখে শোকের পানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে আজ সোনার ছেলেদের হাতে অসংখ্য বোনের স্লীলতাহানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে অন্ন বস্ত্র গৃহহীন পেটের ক্ষুদায় ভিক্ষার ঝুলি নিয়ে পথের ধারে হাতচানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে অছাত্র লম্পট সন্ত্রাসীদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে রক্ত সাগর দিয়ে কেনা এই স্বাধীন দেশের অঙ্গহানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে অগনিত মানুষের প্রাণহানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজ পথের ভিখারী
তোমার ভালবাসায় সিক্ত হয়ে দলীয় শকুনরা ক্ষমতার অন্তীম মুর্হুতে এসে আখের গোজারী
তোমার ভালবাসায় সিক্ত হয়ে ফারাক্কা বাধসহ অনেক জীবন্ত নদ নদীর নেই বুকে পানি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে সীমান্তে কাটাঁ তারের বেড়ায় ঝুলে আছে শহীদ ফেলানী।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে অসহায় মজলুম আশ্রয় পায় না আদালতে কোন আইনি
তোমার ভালবাসায় সিক্ত হয়ে জনগনের সীমাহীন দু:খ দুর্দশা অসহায়ত্ব কমানো যায়নি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে নিষ্পাপ কোরআনে হাফেজদের রক্তের বন্যা বন্ধ হয়নি।
তোমার ভালবাসায় সিক্ত হয়ে নবীর (সা) ওয়ারেস আলেম ওলামাদের ইজ্জত হানি।
চাই না তোর ভালবাসা চাই না তোর আদর
তুই এক নিকৃষ্টতম কুলাঙ্গার, আস্ত বান্দর
বিষয়: বিবিধ
২১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন