পৃথিবীর ইতিহাসে বিজয়ের নতুন চিহ্ন নাকি অসহায় মানুষের আর্তনাদ ও ফরিয়াদ?

লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খানের খোলা চিঠি ২০ আগস্ট, ২০১৩, ১০:০৯:৩৭ রাত

মিশরের রাজনৈতিক অস্থিতিশীল ও অবনতিশীল পরিস্থিতির আলোকে ব্রাদারহুডের আরেক সহোদর রাজনৈতিক চিন্তার ভ্রাতা তুরুস্কের প্রধানমন্ত্রী রজব তায়েব এরদুগান একটি নতুন চিহ্নের উদ্ভাবন করেছেন। ডান হাতের চার আঙ্গুল তুলে হাত উচু করে একটি ইঙ্গিত দিয়েছেন। এই ইংগিতের ব্যাখ্যাও দিয়েছেন তিনি তার টুইটারে।



এখন প্রশ্ন হচ্ছে এই ইংগিতের দ্বারা মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে পারবেন নাকি অসহায় নিরাপরাধ মানুষ রক্ত দিয়ে যাবে? এই চিহ্নের মাধ্যমে আরবীয় শেখদের বিলাসীতা দুর করে গরীব দুঃখি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন?



নাকি সোমালিয়া, সুদানের অন্নহারা জীবন্ত শিশুদের শকুন ও বন্য প্রাণীদের নিরাপদ খাদ্য বানাবেন?

বিষয়: বিবিধ

২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File