মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

লিখেছেন লিখেছেন শূভংকর ০৩ আগস্ট, ২০১৩, ০৮:৩৬:২৪ সকাল

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাষ্য মতে ,আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে দুর্নীতি , দুঃশাসন ও অশিক্ষার অন্ধকার থাকবে না ।যেখানে থাকবে না দারিদ্র্য । যেখানে মানুষ তাঁর সম্মান নিয়ে , মর্যাদা নিয়ে সমৃদ্ধ জীবন গড়ে তুলবে ।মাননীয় প্রধান মন্ত্রী খুব সুন্দর একটি কথা বলেছেন এবং ঠিক কথাই বলেছেন কিন্তু কাজে তিনি ঠিক কতটা দেখাতে পেরেছেন তা আমি বুঝে উঠতে পারছি না বলে দুঃখিত। ভোটের আগে মাননীয় প্রধান মন্ত্রী অনেক কথাই বলেছিলেন কিন্তু কয়টা কথা তিনি রাখতে পেরেছেন? এখনকার বাজারের দর-দাম যে হারে বেড়েছে তাতে মনে হচ্ছে আর কিছুদিন পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। মানছি তিনি শিক্ষার জন্য , দারিদ্রতা ঘোচনের জন্য অনেক কিছুই করেছেন কিন্তু দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি ঠিক কি করেছেন তা আমার জানা নেই । তিনি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইছেন কিন্তু আসলেই কি আমাদের দেশ দুর্নীতি মুক্ত হচ্ছে ? একটি সরকারি চাকরির জন্য উচ্চবিত্ত পরিবার থেকে নিম্নবিত্ত পরিবার পর্যন্ত কত মানুষ দরখাস্ত করে , কত টাকা খরচ করে । অথচ এত সব মানুষের মধ্যে সবারই কি দরখাস্ত করার মত সামর্থ্য আছে ? ঠিক সব মানুষ-ই কি পারে ,সরকারি চাকরি পাওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠান গুলোর চাহিদা মোতাবেক ঘুষ দিতে ? কেউ কেউ হয়তো পারে কিন্তু বেশির ভাগ লোক- ই পারে না । কারন সরকারি প্রতিষ্ঠান গুলোতে আগে আগেই শূন্য পদে ঘুষের মাধ্যমে অথবা পরিচিত মাধ্যম দ্বারা লোক নিয়োগ করা হয়ে থাকে। তারপর লোক দেখানোর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি করা হয় । যাতে করে অনেক হত-দরিদ্র ,বেকার ও মেধাবী ছেলে-মেয়েরা চাকরি পাওয়ার আশায় টাকাপয়সা নষ্ট করে দরখাস্ত করে । কিন্তু এ সবই হল শুভঙ্করের ফাঁকি ।এটা কি দুর্নীতি নয় ? এই দুর্নীতি থেকে দেশকে কে রক্ষা করবে ?এর দায়িত্ব তো প্রধান মন্ত্রীর ।বাংলাদেশকে উন্নয়নের লক্ষে গরীব ছেলে মেয়েদের বিভিন্ন ট্রেনিং এর পিছনে যে কোটি কোটি টাকা তিনি খরচ করছেন আসলেই কি এই টাকাগুলো সঠিক জায়গায় সঠিকভাবে ব্যায় করতে পেরেছেন ? নাকি কতোগুলো লোভী স্বার্থপর বিবেকহীন সরকারি কর্মজীবী লোকেরা তা আত্মসাৎ করছেন ? কখনো কি এগুলো খতিয়ে দেখেছেন প্রধান মন্ত্রী ? যে নিয়ম কানুন তিনি এই গরীব ছেলে – মেয়ের জন্য করেছেন তার সব নিয়ম –ই কি সঠিক ভাবে পালন করতে পারছেন সরকারি কর্মচারীবৃন্দ ? না পারচেন না । কারন প্রধান মন্ত্রির এই সব সৎ উদ্দেশ্য গুলো আজ এক ব্যাবসায় পরিণত করে ফেলেছেন ঐ সব প্রতিষ্ঠানের সরকারি কর্মচারীবৃন্দরা । মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমি একজন দেশের নাগরিক হিসেবে একটি অনুরোধ করছি তিনি যেন আমার এই কথা গুলো সু-বিবেচনায় রেখে সামনের বাকি দিন গুলো সঠিক এবং সুন্দর ভাবে পরিচালনা করেন ।

বিষয়: বিবিধ

১৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File