শোক দিবস না অন্য কিছু

লিখেছেন লিখেছেন শূভংকর ১৬ আগস্ট, ২০১৩, ১১:২৮:২৭ রাত

১৫ আগস্ট চলে গেল কিন্তু রেখে গেল অনেক প্রশ্ন । এ দিনটাকে যারা শোক দিবস বলছেন তাদের আচরণে মনে হয় এটা আনন্দের দিন। দিবসটি শুরু হয় গান বাজনা দিয়ে শেষ হয় গান বাজনা দিয়ে । এর মধ্যে নাচানাচির কিছু দৃশ্য আরো বেশি প্রশ্নবিদ্ধ করে ফেলেছে দিনটাকে। এ দিনে চট্রগ্রাম বোর্ডের চেয়ারম্যান এক মহিলার সাথে নাচনাচি করছেন এমন দৃশ্য সামাজিক মাধ্যমে এসেছে। আমি নিজে কানে যে গানগুলো শুনলাম সেগুলো কোন ভাবেই শোকের গান নয় । এদিনে আওয়ামিলিগাররা দোকানপাট , ব্যবসা প্রতিষ্ঠান , অফিস আদালতে রিতিমত চাঁদাবাজি করে প্রচুর মাল কামায় । ফলে দিনটি তাদের জন্য আনন্দের এতে কোন সন্দেহ নেই। যারা গানবাজনা বাজায় তারাও মনের আনন্দেই বাজায় এতেও কোন সন্দেহ নেই । কষ্ট শুধু আমাদের মত অর্বাচিনদের । যারা এত আনন্দের মাঝেও শোক খোজার চেষ্টা করি। এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশী। আমরা যা বলতে চাই তাহল-

শোকের দিনে শুধু শোকই করতে হবে।

এদিনে কেউ আনন্দ করলে তার শাস্তি হতে হবে।

এ দিনে যারা গানবাজনা শুনতে চায় তারা কানে হেড ফোন লাগায়ে শুনতে পারে।

এ দিনে চাঁদাবাজি বন্ধ করতে হবে ।

এ দিনে শব্দ দোষন বন্ধ করতে হবে।

এ দিনের অনুষ্ঠান গুলোতে সবাই হাউমাউ করে কাঁদবে।

যেহেতু এদিনের একটি শ্লোগান হল, কাঁদ বাঙ্গালী কাঁদ।

জোড় করে কাউকে এদিনের অনুষ্ঠানে যোগ দিতে বাধ্য করা যাবে না।

বিষয়: বিবিধ

১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File