জামাতকে নিষিদ্ধ করার চার কারণ

লিখেছেন লিখেছেন শূভংকর ০৫ আগস্ট, ২০১৩, ০২:৫৭:৩৬ রাত

তরিকত ফেডারেশনের রিট আবেদনে জামাত নিষিদ্ধ করার দাবী করা হয়েছে ৪টি কারণ দেখিয়ে । সেই রিটের প্রেক্ষিতে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে । অতএব বলা যায় জামাতের অপরাধ ৪টি--

এক জামাতের গঠনতন্ত্রে আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ্‌

দুই আইন প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আল্লাহ্‌

তিন জামাত সাম্প্রদায়িক দল

চার জামাত বর্নভেদে বিশ্বাসী দল

এর ব্যাখ্যায় বলা হয়েছে;

যেহেতু বাংলাদেশের সংবিধানে আছে সকল ক্ষমতার উৎস জনগণ অতএব জামাত এর সংবিধান বাংলাদেশের সংবিধানের বিরোধী।

যেহেতু বাংলাদেশের সংবিধানে আছে সংসদ আইন প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী অতএব জামাত সংবিধান বিরোধী ।

যেহেতু জামাতের প্রধান কোন বিধর্মি হতে পারবে না অতএব জামাত সাম্প্রদায়িক দল।

যেহেতু জামাতের প্রধান কোন মহিলা হতে পারবে না অতএব জামাত নারী পুরুষ ভেদাভেদ সৃষ্টি করেছে অতএব এটা বর্নবাদি দল।

আমার পর্জবেক্ষন

আল্লাকে সকল ক্ষমতার উৎস মনে না করলে কেউতো মুসলমানই হতে পারবে না । ইসলামের পাঁচটি স্তম্বের প্রথমটাই হচ্ছে ঈমান আর ঈমানের সারকথা হল সকল ক্ষমতার উৎস আল্লাহ্‌ । অতএব বলা যায় রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলো ভুয়া কথা ইসলামই এখানে প্রধান প্রতিদন্দি । মুশকিল হল ভাসুরের নাম মুখে নেয়া যাবে না ।

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File