বাংলাদেশি মা বোনেরা আপনারা কি চীন দেশের সেই নিষ্ঠুর মায়ের মতো হতে চান ?
লিখেছেন লিখেছেন শূভংকর ০৪ আগস্ট, ২০১৩, ০৬:০২:০৮ সন্ধ্যা
এইতো সেই দিনের কথা। জনপ্রিয় সার্ভিস ফেসবুক এর মাধ্যমে জানতে পারলাম যে , এক নিষ্ঠুর মা তার ৫ মাস বয়সী শিশু বাচ্চাকে এলোপাথাড়ি ভাবে ছুরি দিয়ে আঘাত করেছে । তার কারন দর্শীয়ে জানতে পারলাম বাচ্চাটি তার মার স্তন পান করতে গিয়ে কামোড় দিয়েছে । এই ঘটনাটি ঘটেছে চীন নামক একটি দেশে । এতগুলো কথা বলার একটাই কারন । আমাদের দেশটাও বাহিরের দেশ থেকে কোনো অংশে কম নয় । আমাদের দেশেও বাহিরের দেশ গুলোর মতোই ওপেন সেক্স চালু হয়েছে। বানানো হয়েছে পতিতাদের থাকার জন্য বিশাল বড় পতিতালয় । শুধু তাই নয় ফ্ল্যাট এবং বিভিন্ন আবাসিক হোটেল গুলো ও এর মধ্যে অন্যতম । যেখানে শুধু পতিতা-ই নয় ভাল ভাল পরিবারের মেয়েরাও অংশ নেয় । মনে হয় একটি খেলার প্রতিযোগিতা চলছে এখানে । অবশ্য কেউ এখানে আসে অভাবে আবার কেউ আসে স্বভাবে । আর পুলিশ প্রশাসন সেই সমস্ত হোটেল গুলতে যায় আর মোটা অংকের টাকা ঘুষ নিয়ে চলে আসে । এই আবাসিক হোটেল গুলোর মালিকরা এই হোটেল গুলোর মাধ্যমেই বিশাল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে । আর ফ্ল্যাট মালিকরা সামান্য কিছু টাকার জন্য ভালভাবে খোঁজখবর না নিয়ে-ই বাসা ভারা দিয়ে থাকেন । যা আমাদের মত একটি মুসলিম গণতান্ত্রিক দেশে থাকার কোন কথাই ছিল না । আমাদের দেশের মেয়েরা বিয়ে বসতে রাজি কিন্তু বাচ্চা নেয়ার ক্ষেত্রে ফাঁকি । কেননা তাদের ফিগার নষ্ট হয়ে যাবে । এই কথাটি অবশ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় । কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য । যে সমস্ত মেয়েরা ফিগারের কথা চিন্তা করেন তাদের তো বিয়ে বসার-ই প্রয়োজন হয় না । নাকি তারা বিয়ে বসেন অবৈধ-কে বৈধ করে পাওয়ার জন্য । যারা মা হতে লজ্জা বোধ করেন,মা ডাক শুনতে অপছন্দ করেন তাদের মা হওয়ার প্রয়োজন কি ?নাকি তারা মা হন শুধু বংস ধরে রাখার জন্য , নাকি নিজেকে বন্ধা না প্রমানিত করার জন্য । ঢাকা ভার্সিটির শিক্ষক মৃত হুমায়ন আজাদ এর ভাষ্যমতে মা-বাবা তার আনন্দ উপভোগ করতে গিয়ে অপ্রত্যাশিত ভাবেই সন্তান জন্ম দিয়ে থাকেন । আজ কি তাহলে হুমায়ন আজাদের কথাই সত্য হয়ে দাঁড়ালো । সত্যিই এ সব কিছু আমার বোধগম্মের বাহিরে ।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন