এটাই হল বাংলাদেশের গণতান্ত্রিক জীবন ব্যবস্থা

লিখেছেন লিখেছেন শূভংকর ০৩ আগস্ট, ২০১৩, ১১:১৭:৩০ সকাল

জামায়াত কে নিবন্ধন থেকে বাতিল ঘোষণা করতে পেরে যেন ঈদের আমেজে দিন কাটাচ্ছেন আমার দেশি ভাই ও বোনেরা । আমরা কি ভুলে গেছি ধর্ষিতা, নির্মম ভাবে নির্যাতিত হওয়া লাকি নামক সেই নেত্রীর কথা ?যেই মেয়েটি শাহ্‌বাগে যুদ্ধাপরাধিদের বিচার চাই বলে বলে স্লোগান দিচ্ছিল । আমি এখন নিরপেক্ষ পর্যায়ে অবস্থান করে বলছি এ কেমন রাজনীতি যার জন্য একটি না অপ্রকাশিত আরও অনেক মেয়েকেই বেইজ্জতি হতে হল । আমার খুব অবাক লাগছে এই ভেবে যে, আমরা এমন একটি দেশের বাসিন্দা যেখানে আমি একটি পুতুল আর আমাকে নিয়ে সবাই যেন পুতুল পুতুল খেলা নিয়ে মেতে উঠেছে । ইচ্ছে হল আমাকে দিয়ে ঘর বাঁধা শুরু করলো আবার ইচ্ছে হল ঘরটা ভেঙ্গে ফেলল । আমি যে এই দেশের-ই একজন নগরিক এখন তো দেখছি তার-ই কোন নিশ্চয়তা নেই । যখন তখন আমাকে ও এই দেশের একজন নাগরিক থেকে বঞ্চিত ঘোষণা করতে পারে । এটাই কি আমাদের দেশের আইন-কানুন ,নিয়ম-শৃঙ্খলা ? আমি বাংলাদেশেরই একজন নাগরিক । আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমারি দায়িত্ব আমার দেশকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করা । আমার সাথে যারা একমত আছেন আসুন আমরা সবাই মিলে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যেন এই দেশকে রক্ষা করতে পারি ।আমীন ।

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File