দেশের সমস্ত জনগণ আজ স্পীকার।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৩ আগস্ট, ২০১৩, ০৮:৩৯:৫৮ সকাল
১। জ্বী। খুব ভাল বলেছেন। নিবন্ধন বাতিল হইছে খুব ভাল কথা। এই বিষফোঁড়ার কারনেই দেশে সঠিক ইসলাম আসতে পারতেছিল না। এখন থেকে দেশে সুষ্ঠু ইসলাম কায়েম হবে। তবে আল্লাহর ইসলাম না। জনগণের ইসলাম।
জনগণ, এত্ত গুলা ক্ষমতা তোমার!!!!
২। সুস্পষ্ট 'আঁতাত' দেখতে পাচ্ছি। নাহলে নিষিদ্ধই করত।
৩। জ্ঞানসমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে এখনও বালিকণা নিয়ে নাড়াচাড়া করতেছি। চেতনাওয়ালা ভাইয়েরা একটু ফুঁ দিয়ে দিন তো, যাতে আপনাদের মত জ্ঞানসমুদ্র জয় করে ফেলতে পারি।
দরবেশ বাবাদের ফুঁয়ে যদি কোটিপতি হওয়া যায়, তাহলে আপনাদের দোয়ায় আমি আপনাদের মত জ্ঞানমোড়ল হয়ে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস।
৪। রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে সেখানে মনুমেন্ট বানানোর দাবি জানাচ্ছেন 'জনপ্রতিনিধিগণ'।
অবশ্যই। এটা আমার সহ সেখানকার সকল ক্ষতিগ্রস্তদের দাবি। তবে মাননীয় স্পীকার আমরা সাধারণ জনগণ আরেকটু বেশি কিছু চাই।
- জনগণ, এই তো ধের। আর কী চান? আপনারা কী আমাকে সংসদ বানাতে চান?
- না মাননীয় স্পীকার বেশি কিছু না। মনুমেন্টটা ২৪ ঘন্টা বুড়িগঙ্গার পানি দিয়ে ধোয়ার ব্যবস্থা করতে হবে।
.
.
.
.
.
আমাদের আর কিছুর দরকার নাই। আমরা শুধু মনুমেন্টটা ধুয়ে ধুয়ে পানি খাব।
দেশের সমস্ত জনগণ আজ স্পীকার হয়ে গেছে।
দেশের সমস্ত জনগণ আজ স্পীকার ২।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন