আমরা নতজানু হই
লিখেছেন লিখেছেন অপনেয় ২২ নভেম্বর, ২০১৪, ০৯:০৩:১৭ রাত
আমরা নতজানু হই
আমাদের দৈনন্দিন স্বভাবে
কখনো একাকী কখনো সমবেত ভাবে
আমরা নতজানু হই ক্রমাগত ভাবে
কিন্তু কিসের অভাবে,
কিসের আরাধনায়
কালক্ষেপ করি আমরা
কী আমাদের প্রার্থনা
কী নিয়ে উপাসনা
হয়ত আমরা কেউই জানিনা।
তবু নতজানু হই
নিতান্তই সার্থপরের মতো
সকাতরে দোয়া চাই
শুধু নিজের জন্য
শুধুই নিজের জন্য।
বিষয়: সাহিত্য
৭৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন