অনূঢ়া
লিখেছেন লিখেছেন অপনেয় ০৩ নভেম্বর, ২০১৪, ০৮:৫০:৪১ রাত
একটা একটা করে সূর্য ডোবে
এক একটা দিন অতিক্রান্ত হয়
আর অনুভূতির তীক্ষ্ণতা
একটু একটু করে
কমে আসে।
আমার এখনো-যূবতী দেহের
একটি অংশ খসে পড়ে-
হারিয়ে যায়
অননুভূতীর শূন্যতায়।
উষর জীবন নিধনে
নতুন প্রভাতের অঙ্গীকার নিয়ে
আমরা আবার জেগে উঠি।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন