বিয়ের ছবি কি ভালবাসার বিকল্প হতে পারে?

লিখেছেন লিখেছেন অপনেয় ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৬:০৪ দুপুর

২১শে সেপ্টেম্বরের লন্ডনের টাইমস্‌ পত্রিকার রবিবাসরীয় সংস্করণে প্রকাশিত এক প্রবন্ধে রোযী কিঞ্চেন লিখেছেন যে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যা মেয়েদের ক্রীত-দাসত্ব চিরস্থায়ী করে রাখে। রোযী বলেছেন যে তিনি সংসার-দ্বেষী নন। তিনি প্রেম, একবার মাত্র বিয়ে, এবং আশাবাদ ইত্যাদির পক্ষে - কিন্তু তিনি যদি তাঁর পাদুকা, টেলিফোন ইত্যাদি সহ সবকিছুই কাস্টমাইজ্‌ (পছন্দ মতো) করে ফেলতে পারেন তা হলে তাঁর ভালবাসার ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে কেন ? তাঁর প্রশ্ন হলঃ আমি যদি ভালবেসেও বিয়ে করি তাহলেও যাকে বিয়ে করেছি সেও তো কিছুদিন পর বদলে যাবে। সেই পরিবর্তিত ব্যক্তিটিকেও কী আমি ভালোবাসতে পারবো?

শুধু বিয়ের অ্যালবামের ছবি গুলো দেখেই কী বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো?

কয়েক সপ্তাহ আগে টাইম ম্যাগাজিনের এক জরিপে ১৮ থেকে ৩৪ বছর বয়সের একটি গ্রুপকে কিছু পার্টনারশীপ অপশন দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে তাঁরা কোন পার্টনারশীপটি পছন্দ করবেন। দেখা গেল যে ৩০% 'আমরণ' ম্যারেজ কন্ট্রাক্ট-এর পক্ষে, ৪৩% চাই্লেন যে তাঁদের ম্যারেজ কন্ট্রাক্ট ২ বছর পরিক্ষামূলক ভাবে থাকবে এবং তার পর এটিকে আনুষ্ঠানিকতা দেওয়া হবে অথবা বাতিল করা হবে, ২১% 'প্রেসিডেন্সিয়াল' পদ্ধতি' চাইলেন যাতে বিবাহ সম্পর্কিত যাবতিয় প্রতিশ্রুতি শুধু ৪ বছর বলবৎ থাকবে এবং ৮ বছর পরে নতুন পার্টনার পছন্দ করতে পারবেন।

বিয়ের অনুষ্ঠান আপনাকে একটি শুভ দিন এবং একটা ফটো অ্যালবাম-ই উপহার দেবে। সেই অ্যালবামটা নিয়েই কি আপনি ভালবাসাহীন দিনগুলো কাটাতে পারবেন?

এই জরিপটি যদি বাংলাদেশে করা হতো তাহলে ফলাফল কী দাঁড়াতো?

বিষয়: আন্তর্জাতিক

৯১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269906
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিবাহিত পুরুষদের সবাই আর বিয়ে না করার পক্ষে ভোট দিত!
270043
৩০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলাদেশে হলে ফলাফল উল্টা হত। আমরণ'ম্যারেজ কন্ট্রাক্ট-এর পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়তো Happyকিছু ব্যতিক্রম সব জায়গায় আছে,থাকবে। মানুষের সবচেয়ে বেশি আত্মমর্যাদার বিষয় নিজের পরিবার। বাংলাদেশের মানুষ যত যাই হোক সম্পর্কের এই পবিত্র বন্ধন রক্ষা করতে জানে। ধন্যবাদ আপনাকে Happy নিয়মিত লিখবেন আশা করি Good Luck Rose
274078
১৪ অক্টোবর ২০১৪ রাত ০১:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন আমাদের মহামূল্য সম্পদ-

ইবলিশের বাহিনী এটা নষ্ট করে দিতে মরিয়া-

আমরা কি সেটা রক্ষায় মরিয়া হতে পারছি??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File