বিকৃত মস্তিষ্কের তসলিমা,আসিফরা .......
লিখেছেন লিখেছেন শারমিন হক ০২ জুলাই, ২০১৫, ০৩:৪৪:০৮ দুপুর
'মাদ্রাসায় ধর্ষক তৈরি হয়'!- তসলিমা
যদি তাই হবে ,তাহলে ভারতে এত ধর্ষকের সংখ্যা আসলো কোথা হতে?
ধর্ষণে সেঞ্চুরি করেছিল জাবি বিশ্ববিদ্যালয়ের মানিক।
ধর্ষণ করেছিল পরিমলদের মত শিক্ষকরা।
মূলত,ইসলামিক শিক্ষা অর্জন করে মানুষ ওদের পথ থেকে সরে আসতেছে এটাই ওদের সমস্যা।
বিশ্বের চারদিকে ,অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের শিক্ষা নিয়ে মুসলমান হতে শুরু করেছে।এটা ওদের ভালো লাগতেছে না।এ জাতীয় ইসলাম বিদ্বেষীরা সবসময় ইসলামের পিছনেই লেগে থাকে,ওদের অন্য কোন ধর্ম নিয়ে কথা বলতে শোনা যায় না।ওরা যে সমাজের কতটা অভিশপ্ত প্রাণী তা ওদের এক এক জনের মৃত্যুর দিকে তাকালেই বোঝা যায়।ওদের ধ্বংস অনিবার্য এবং নিশ্চিত।
এছাড়া ধর্ষকদের আটক করলে দেখা যায় তারা ইসলামের সঠিক শিক্ষা পায়নি।ইসলামিক শিক্ষা মানুষকে সঠিক পথ,আলোর পথে দীক্ষিত করে।
জীবন্ত মেয়েদের পুড়িয়ে মারার নীতি সমাজ থেকে মুছে ফেলেছিল ইসলাম ধর্মের পথপ্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)।নারীদের সম্মান দিতে শিখিয়েছে এই ইসলাম ।আর তা ধরে রাখতে ইসলামিক শিক্ষার ভূমিকা অতুলনীয়।
সমকামি আসিফ মহিউদদীন পবিত্র ক্বাবা শরীফ নিয়ে যে বিকৃত ফটোশপ করেছে ।তাতে এতটুকু নিশ্চিত-ওরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়।
অন্য ধর্ম নিয়ে ওদের কোন মাথাব্যথা নেই,ওদের যত মাথাব্যথা সবই ইসলাম ধর্মকে নিয়ে।
ওরা নিজেদের নাস্তিক দাবী করলেও ওরা নাস্তিক নয়-
ওরা হচ্ছে নাস্তিক্যবাদের অন্তরালে ইসলাম বিদ্বেষী নর্দমার কীট।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ।
প্রকৃত সত্য হল -
ওদের মত নরকের কীটদের কথায় ইসলামের কিছুই যায় আসে না।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন