বিকৃত মস্তিষ্কের তসলিমা,আসিফরা .......

লিখেছেন লিখেছেন শারমিন হক ০২ জুলাই, ২০১৫, ০৩:৪৪:০৮ দুপুর

'মাদ্রাসায় ধর্ষক তৈরি হয়'!- তসলিমা

যদি তাই হবে ,তাহলে ভারতে এত ধর্ষকের সংখ্যা আসলো কোথা হতে?

ধর্ষণে সেঞ্চুরি করেছিল জাবি বিশ্ববিদ্যালয়ের মানিক।

ধর্ষণ করেছিল পরিমলদের মত শিক্ষকরা।

মূলত,ইসলামিক শিক্ষা অর্জন করে মানুষ ওদের পথ থেকে সরে আসতেছে এটাই ওদের সমস্যা।

বিশ্বের চারদিকে ,অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের শিক্ষা নিয়ে মুসলমান হতে শুরু করেছে।এটা ওদের ভালো লাগতেছে না।এ জাতীয় ইসলাম বিদ্বেষীরা সবসময় ইসলামের পিছনেই লেগে থাকে,ওদের অন্য কোন ধর্ম নিয়ে কথা বলতে শোনা যায় না।ওরা যে সমাজের কতটা অভিশপ্ত প্রাণী তা ওদের এক এক জনের মৃত্যুর দিকে তাকালেই বোঝা ‍যায়।ওদের ধ্বংস অনিবার্য এবং নিশ্চিত।

এছাড়া ধর্ষকদের আটক করলে দেখা যায় তারা ইসলামের সঠিক শিক্ষা পায়নি।ইসলামিক শিক্ষা মানুষকে সঠিক পথ,আলোর পথে দীক্ষিত করে।

জীবন্ত মেয়েদের পুড়িয়ে মারার নীতি সমাজ থেকে মুছে ফেলেছিল ইসলাম ধর্মের পথপ্রদর্শক হযরত মুহাম্মদ (সাঃ)।নারীদের সম্মান দিতে শিখিয়েছে এই ইসলাম ।আর তা ধরে রাখতে ইসলামিক শিক্ষার ভূমিকা অতুলনীয়।

সমকামি আসিফ মহিউদদীন পবিত্র ক্বাবা শরীফ নিয়ে যে বিকৃত ফটোশপ করেছে ।তাতে এতটুকু নিশ্চিত-ওরা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়।

অন্য ধর্ম নিয়ে ওদের কোন মাথাব্যথা নেই,ওদের যত মাথাব্যথা সবই ইসলাম ধর্মকে নিয়ে।

ওরা নিজেদের নাস্তিক দাবী করলেও ওরা নাস্তিক নয়-

ওরা হচ্ছে নাস্তিক্যবাদের অন্তরালে ইসলাম বিদ্বেষী নর্দমার কীট।

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328290
০২ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫২
অনেক পথ বাকি লিখেছেন : ধর্ষক সর্বত্র। আমি আপনার মতই ধর্ষকর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। কেউ চোখ দিয়ে ধর্ষণ করে কেউ মুখ দিয়ে কেউ বা অন্য কিছু দিয়ে। কিন্তু প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে ছেলে মেয়ে উভয়েই।
০২ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৯
270618
শারমিন হক লিখেছেন : আপনি নিজেকে ধর্ষক দাবী করতে পারেন ।কিন্তু,ঢালাওভাবে সকলকে নয়।সকলকে নিজের মত করে ভাববেন না।
328327
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
ছালসাবিল লিখেছেন : এরা শুধু ইসলাম বিদ্দেশি অন্য কিছুই নয়। Smug আসলে হিরার দিকে সবারি লোভ থাকে ওরাও তাই Love Struck
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২১
270788
শারমিন হক লিখেছেন : বেশ বলেছেন হিরার দিকে আকর্ষণটা একটু বেশিই থাকে।কিন্তু,ওদের তো সাহস নেই সেই হিরার সান্নিধ্য পাওয়া তাই এমন আবোল-তাবোল বকছে ।
ধন্যবাদ ।
328331
০২ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : ইসলামের শত্রুরা ধ্বংস হোক৷ যে যাই বলুক ইসলাম ঠিকই এগিয়ে চলেছে, চলবে৷
০৪ জুলাই ২০১৫ দুপুর ০২:০৪
270787
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তসলিমা নাসরিন আসলে একজন মিডল ক্লাসের মুর্খ। সে আস্তিকও না আবার নাস্তিকও না। প্রচন্ড সন্দেহপরাণ এক মহিলা যার জীবন-যৌবন দু’টোই অতিবাহিত করেছে হতাশায়। সে যৌবনের শুরু থেকেই রুদ্র, শামসুল হক, শামসুর রহমান, এমদাদুল হক মিলন, রুশদীসহ জাতীয় ও আন্তজাতিক পুরুষ বেইশ্যাদের খপ্পড়ে পড়ে গোটা পুরুষ সমাজটাইকেই সে একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে। অথচ উল্লেখিত নারী খোরদের কেউ সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না।
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৩
270789
শারমিন হক লিখেছেন : রাইট।ইসলাম কোন ঠুনকো পাতা নয় যে ঝড় আসলেই পড়ে যাবে। ইসলাম চলছে তার নিজস্ব গতিধারায় ,যেমন চলা উচিত ঠিক তেমন করে।
328542
০৪ জুলাই ২০১৫ দুপুর ০২:০৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তসলিমা নাসরিন আসলে একজন মিডল ক্লাসের মুর্খ। সে আস্তিকও না আবার নাস্তিকও না। প্রচন্ড সন্দেহপরাণ এক মহিলা যার জীবন-যৌবন দু’টোই অতিবাহিত করেছে হতাশায়। সে যৌবনের শুরু থেকেই রুদ্র, শামসুল হক, শামসুর রহমান, এমদাদুল হক মিলন, রুশদীসহ জাতীয় ও আন্তজাতিক পুরুষ বেইশ্যাদের খপ্পড়ে পড়ে গোটা পুরুষ সমাজটাইকেই সে একই দৃষ্টিতে দেখতে শুরু করেছে। অথচ উল্লেখিত নারী খোরদের কেউ সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না।
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৫
270790
শারমিন হক লিখেছেন : ঠিক বলেছেন।
প্রকৃত সত্য হল -
ওদের মত নরকের কীটদের কথায় ইসলামের কিছুই যায় আসে না।
328543
০৪ জুলাই ২০১৫ দুপুর ০২:০৯
আহমদ মুসা লিখেছেন : তসলিমা নাসরিন এবং হাল আমলের বিভ্রান্ত, বিপৎগামী আসিফ মহিউদ্দীনরা হতাশাগ্রস্ত। জীবনের আসল উদ্দেশ্যটাই এদের বুঝে আসেনি।
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৮
270791
শারমিন হক লিখেছেন : হুম ভাই,তা বটে।তাইতো ওরা পাগলের প্রলাপের মত বকে যাচ্ছে কিন্তু কোন কাজ হচ্ছে না।ইসলাম যেমন ছিল ,আছে এবং থাকবে এটাই চিরন্তন সত্য।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File