মনে পরে শাশুড়ীকে.....।

লিখেছেন লিখেছেন শারমিন হক ১২ অক্টোবর, ২০১৪, ০১:৫০:০৮ দুপুর

আম্মা চলে গেল একমাসের একটু বেশি,

কিন্তু,মন বলে তার চেয়ে অনেকবেশি ।

আম্মার সাথে দু,বার কোরবানির ঈদ করেছি,

খুব আনন্দ হল সে দু'বার যা সাধারণত শ্বশুর বাড়ি হবার নয়।

আম্মা ছিল হাসি-মনা ,তাঁর কথা কিভাবে ভুলব জানি না ।

কবরের লাল রেকসিনটি রৌদ্রের তাপে হয়ে গেল সাদা,

কবরে ওঠেছে সবুজ ঘাস।

আম্মা আপনি চলে গেলেন দিনে দিনে আজ মাস শেষে আরেক মাস,

এভাবেই হবে বছর শেষ ।

হে আল্লাহ!আমার আম্মাকে জ‌ান্নাতবাসী কর,

আমাদের মাফ করে সঠিক পথের সন্ধান দাও ।

বিষয়: বিবিধ

১০২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273457
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
273466
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
ফেরারী মন লিখেছেন : Sad একদিন সবাইকে যেতে হবে
273493
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আপনার শাশুড়ি আম্মাকে জান্নাতবাসী করে দেন।আমীন Praying
273507
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩১
আফরা লিখেছেন : হে আল্লাহ আপু শাশুরীকে জান্নাতের বাসিন্দা করে দিন । আমীন ।
273618
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন৷
273680
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৭
এম এম ওবায়দুর রহমান লিখেছেন : হুমমমম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File