কি হবে ইস্রারায়ীলের পণ্য বয়কট করে???

লিখেছেন লিখেছেন শারমিন হক ২০ জুলাই, ২০১৪, ১০:১২:৪৮ রাত

এখন ও বয়কট হয় নি ,শুধু হুমকি যাচ্ছে ইস্রারায়ীলের পণ্য বয়কট হতে পারে তাই তাঁদের মাঝে কাঁপন ধরে গেছে ।

ইস্রারায়ীলের শক্তির মূল উৎসই হচ্ছে তাঁদের গ্লোবাল বিজনেজ ।

অনেকে ভাবতে পারেন ব্যবসার ভারসাম্য রক্ষা করতে তাঁদের সাথে আমাদের কম্প্রমাইজ করতে হবে!!!

কই তাঁরা তো আমাদের কোন প্রকার ছাড় দিচ্ছে না ।

আপনি আজ এই সামান্য কষ্ট করতে রাজি নন ; অথচ আপনি নিজেকে মুসলমান দাবী করেন ।

সেদিন কি করে টিঁকে থাকবেন ,যেদিন দাজ্জালের আবির্ভাব হবে???

পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি যত ফ্যাতনা হয়েছে বা হবে তারমধ্যে দাজ্জালের ফ্যাতনা হবে সবচেয়ে বড় এবং ভয়ংকর ।সেদিন পৃথিবীতে মুসলমানরা থাকবে ক্ষুধা এবং দুর্ভিক্ষের মাঝে আর তখন দাজ্জালই হবে সম্পদে স্বয়ংসম্পূর্ণ ।

আর আজকের ইহুদীরাই হবে দাজ্জালের পরম সহযোগী ।

এটা আমার কথা নয় রাসূলের (সাঃ) কথা ।

তখন ও কি আপনি সমাজকে প্রাধান্য দিবেন???

একটা কথা মনে রাখবেন আপনি পেপসি কিংবা কোকাকোলা পান করছেন না ;

পান করতেছেন আপনার ভাইয়ের রক্ত!

মুসলমানতো একটি দেহ কিংবা শরীরের ন্যায় , শরীরের যে কোন অঙ্গেই ব্যথা হোক তা সর্বাঙ্গেই অনুভূতি হবে;

এখানে বিচ্ছেদ আসবে কোথা হতে ???

বিষয়: আন্তর্জাতিক

১১২০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246442
২০ জুলাই ২০১৪ রাত ১০:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু বাংলাদেশে নয় ঐক্যবদ্ধ ভাবে বিশ্বব্যাপী ইস্রিলি সকল পণ্য বর্জন করা সময়ের দাবি
246447
২০ জুলাই ২০১৪ রাত ১০:২৩
শেখের পোলা লিখেছেন : আসুন সত্যিকারের মুসলীম হই৷
246449
২০ জুলাই ২০১৪ রাত ১০:২৪
এবেলা ওবেলা লিখেছেন : ইসরালী পণ্য বর্জণের দাবীর চেয়ে - ইসালমী রাষ্ট্রের নেতাদের এক হওয়ার দাবী কে প্রাধান্য দেওয়া উচিত--- ইসরালী পণ্যের যে লিস্ট আছে তার মানে সারা বিশ্ব টা এরা চালায় -- তাই এই মূহর্তে ইসলামিক নেতাদের একাত্বতা প্রকাশের মাধ্যমে চাপ দিলে কিছু একটা হতে পারে-- অন্যথায় ফলাফল শূণ্য--

একনজরে ইসরালী পণ্য -- কয়টা বর্জণ করবেন ?




২০ জুলাই ২০১৪ রাত ১১:৪২
191365
গ্রামের পথে পথে লিখেছেন : আপনি ইহুদী পণ্যের যেসব ডালপালার উপর বসে আছেন সেটি কিন্তু লিষ্ট থেকে বাদ পরে গেছে- গুগল, ফেসবুক, বিং, মাইক্রসফ্ট.........
246465
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩৪
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত
246500
২০ জুলাই ২০১৪ রাত ১১:২৪
সদা মানুষ লিখেছেন : সঠিকতর
246507
২০ জুলাই ২০১৪ রাত ১১:৪৪
গ্রামের পথে পথে লিখেছেন : ইহুদী পণ্য- গুগল, ফেসবুক, বিং, মাইক্রসফ্ট......... বর্জন করবেন্না?
246545
২১ জুলাই ২০১৪ রাত ০৩:২৭
ভিশু লিখেছেন : সময়ের দাবী! বাস্তবে সত্যিই এজন্য কিছু করা উচিত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File