কি হবে ইস্রারায়ীলের পণ্য বয়কট করে???
লিখেছেন লিখেছেন শারমিন হক ২০ জুলাই, ২০১৪, ১০:১২:৪৮ রাত
এখন ও বয়কট হয় নি ,শুধু হুমকি যাচ্ছে ইস্রারায়ীলের পণ্য বয়কট হতে পারে তাই তাঁদের মাঝে কাঁপন ধরে গেছে ।
ইস্রারায়ীলের শক্তির মূল উৎসই হচ্ছে তাঁদের গ্লোবাল বিজনেজ ।
অনেকে ভাবতে পারেন ব্যবসার ভারসাম্য রক্ষা করতে তাঁদের সাথে আমাদের কম্প্রমাইজ করতে হবে!!!
কই তাঁরা তো আমাদের কোন প্রকার ছাড় দিচ্ছে না ।
আপনি আজ এই সামান্য কষ্ট করতে রাজি নন ; অথচ আপনি নিজেকে মুসলমান দাবী করেন ।
সেদিন কি করে টিঁকে থাকবেন ,যেদিন দাজ্জালের আবির্ভাব হবে???
পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ অবধি যত ফ্যাতনা হয়েছে বা হবে তারমধ্যে দাজ্জালের ফ্যাতনা হবে সবচেয়ে বড় এবং ভয়ংকর ।সেদিন পৃথিবীতে মুসলমানরা থাকবে ক্ষুধা এবং দুর্ভিক্ষের মাঝে আর তখন দাজ্জালই হবে সম্পদে স্বয়ংসম্পূর্ণ ।
আর আজকের ইহুদীরাই হবে দাজ্জালের পরম সহযোগী ।
এটা আমার কথা নয় রাসূলের (সাঃ) কথা ।
তখন ও কি আপনি সমাজকে প্রাধান্য দিবেন???
একটা কথা মনে রাখবেন আপনি পেপসি কিংবা কোকাকোলা পান করছেন না ;
পান করতেছেন আপনার ভাইয়ের রক্ত!
মুসলমানতো একটি দেহ কিংবা শরীরের ন্যায় , শরীরের যে কোন অঙ্গেই ব্যথা হোক তা সর্বাঙ্গেই অনুভূতি হবে;
এখানে বিচ্ছেদ আসবে কোথা হতে ???
বিষয়: আন্তর্জাতিক
১১২০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একনজরে ইসরালী পণ্য -- কয়টা বর্জণ করবেন ?
মন্তব্য করতে লগইন করুন