আম্মা আপনি কেমন আছেন?

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৮ এপ্রিল, ২০১৪, ১১:০৫:৫৪ রাত



আমার শ্বাশুড়ি অনেক ভালো

গাল-মন্দ করেনি কখনও বিয়ে থেকে আজ পর্যন্ত।

চার ছেলে তিন মেয়ে তাঁর

আমি হলাম চতুর্থ মেয়ে আম্মার।

সব সময় বলে শুধু -

সোজা পথে চলবে তুমি,

ত্যাগ করা মহৎ গুণ

হিংসা-বিদ্বেষ কর না কোনক্ষণ।

ভালবাসা পেতে চাও ,আমাকে দেখে নাও।

শ্বাশুড়ি কি করে মায়ের মত হয়

আমার কাছে আশ্চর্যের বিষয়!!!

অনেকের মত নয় তিনি

ব্উদের ভালবাসে মেয়েদের থেকেও বেশি

সে একজন সহজ সরলা মহিয়সী নারী

তাঁকে ভুলতে পারব না কোননিই।

তিনি খুবই অসুস্থ, আজ তাঁকে দেখতে পারছি না পর্যন্ত!

শুধু আমি একা নই,তাঁর ছেলেরাও আজ কাছে নেই।

বড় ছেলেকে হারিয়েছেন অনেক আগে

বাকি তিন ছেলে প্রবাসে থাকে।

তাঁর অসুস্থতা কেন কাটছে না

দিন তো কম হলনা,

জানি না পাব কোথায় এর উত্তর!

যন্ত্রনাময় ব্যথা সইতে পারছেন না তিনি

ফোন করলেই বলে মা- আম্মার জন্য দোযা কর না বুঝি !

আল্লাহ তাঁকে সুস্থ কর!

আল্লাহ তাঁকে সুস্থ কর!

আল্লাাহ তাঁকে সুস্থ কর!

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204769
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপু আপনার শ্বাশুড়ির জন্য অনেক অনেক দুয়া রইলো ,,এবং আপনি যেন তার ভালোবাসা রক্ষা করতে পারেন তার কথা রাখতে পারেন সেই প্রত্যাশা ও করি Rose
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
183378
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
204770
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ তাকে সুস্থ করে দিন আমিন!
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
183379
শারমিন হক লিখেছেন : আমিন।
204775
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
বিন হারুন লিখেছেন : আল্লাহ্ তাঁকে সুস্থ কর
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
183380
শারমিন হক লিখেছেন : আমিন।ধন্যবাদ।
204780
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৩
লোকমান লিখেছেন : বাংলার সব শ্বাশুরি এবং বউদের মাঝে যদি এমন মধুর সম্পর্ক হত। যেমন মধুর সম্পর্ক আপনাদের মাঝে। তাহলে পারিবারিক অনেক অশান্তি দুর হতো। দোয়া করি আপনার শ্বাশুরির জন্য আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আমীন।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
183381
শারমিন হক লিখেছেন : আমিন।আমিও আপনার সাথে একমত।ধন্যবাদ।
204795
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:১১
মোবারক লিখেছেন : ইনশাল্লাহ সুস্থ হয়ে ঊঠবে তাড়াতাড়ি। আমীন।
204797
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:১৪
মাটিরলাঠি লিখেছেন : ইয়া আল্লাহ্‌ এই মহীয়সী নারীকে সুস্থ করে দাও। আ-মী-ন।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
183382
শারমিন হক লিখেছেন : আমিন।ধন্যবাদ্
204800
০৯ এপ্রিল ২০১৪ রাত ১২:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দূরে থাকলে সবার এমনই হয়। তবে আপনারটা হয়তো ব্যাতিক্রম। আল্লাহ ওনাকে সুস্থ করে দিন!
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
183383
শারমিন হক লিখেছেন : আমিন।কাছে থাকতেও আমরা এমনই ছিলাম।ধন্যবাদ।
204854
০৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:১২
ভিশু লিখেছেন : আমীন!
মেয়ের মতো অমন বৌমা...মাশাআল্লাহ!
সৌভাগ্যবতী শাশুড়ি... Happy Good Luck
মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন!
অনেক ভালো... Angel
তিনি কারো মুখাপেক্ষী নন... Praying
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
183384
শারমিন হক লিখেছেন : আমিন।ধন্যবাদ।
204899
০৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বউ শাশুড়ির এমন মধুর চিত্র যেন বাংলার প্রতি ঘরে থাকে।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
183385
শারমিন হক লিখেছেন : হুম।তাই যেন হয়।ধন্যবাদ।
১০
205504
১০ এপ্রিল ২০১৪ রাত ০৪:২৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আপনাকে উত্তম যাযা দেবেন।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
183386
শারমিন হক লিখেছেন : আমিন।ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File