অন্তবাসে ভারতপ্রেম!
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৬ এপ্রিল, ২০১৪, ০৪:৩৭:৩৮ বিকাল
পতাকা আমার জাতীয় সম্মান ,কি করে রাখব অম্লান!
দেশপ্রেম মুখে নয় সত্যিকারে দেখতে চাই।
পীযুষ বলে - মৌলবাদীরা বাংলাদেশের সর্বনাশা
সবার প্রশ্ন এবার তোমার ঘরণী জয়শ্রী কি!
বাংলা বঙ্গে ভারতের রক্ষীদারিণী!
৩০ লক্ষ মানুষের রক্তে কেনা লাল-সবুজের পতাকা
সেই পতাকার মর্যাদা তোমার বধূ দিয়েছে
কুকুরের গাঁয়ে জড়ায়ে হা হা হা!
চেতনাবাজ স্বাধীনতানামীরা
মুখে বল বাংলা আমার প্রাণ ,অন্তবাসে জড়ায়ে রাখ ভারতের সম্মান।
লোক দেখানো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,তাই বলে এমন কর কি !
শাহবাগে আর মিলে না পুলিশী পাহাড়ায় বিরায়ানী খাওয়ার সেই মহড়া,
কিছুদিন আগেও যারা ছিল সরকারী দলের পরমপ্রিয়া
আজ তাঁরা হয়ে গেল ডাস্টবিনের ময়লা।
৫ই মে শাপলা চত্ত্বর, মুসলমানের রক্তে হয়েছিল শহিদী চত্ত্বর
ভুলিনি আমরা কিছু ভুলি নি ,সবই রয়েছে অন্তরে!!!
বিষয়: সাহিত্য
১২৯৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জয়ার এগুলো নিয়ে তো হাঁপানী দেখানোর আর কারণ থাকতে পারে না সেদিনের পর থেকে।
হাপানী নয়;যেটা বাস্তব তা বুঝতে শিখুন।
নামুন নারীবাদীদের মত যেভাবে তারা হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে সমাবেশ করেছিল ঠিক সেভাবে তাদের কাউন্টার দিয়ে ।
বুঝাবুঝির কাজ বাদ দেন , করে দেখাতে শিখুন ।
শয়তান গুলো!
০ এই গান আর চলে না ।
ব্যতিক্রম থাকতেই পারে তবে তা দিয়ে কখনও মূল স্রোতকে বিচার করা যায় না ।
মন্তব্য করতে লগইন করুন