সাংবাদিক,সংবাদ আওয়ামি বিরোধী হলেই ..!

লিখেছেন লিখেছেন শারমিন হক ১৭ জানুয়ারি, ২০১৪, ১১:২৭:৫৬ সকাল

উপপাদ্যঃ“হাম্বালীগের বিরোধিতা করলেই দারুণ ধরা।”

সাধারণ নির্বচন:

সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করলেই তাঁদেরকে সিলগালা করে অবৈধ সরকার হাসিনা।

বিশেষ নির্বচন:

সাংবাদিকরা দোষ না করে ও দোষী, আর হাম্বালীগরা দোষ করে ও নিষ্পাপ।

প্রমাণঃ

ক্ষমতার ৫ বছর মানুষের উপর অন্যায় ,অত্যাচার করেও থামে নি আওয়ামিলীগ।এখন তাঁরা অবৈধ ভাবে ক্ষমতা টিকে থাকার টিকিট ভারত কর্তৃক ক্রয় করতে বদ্ধ পরিকর।কারণ,ভারত চাচ্ছে না বাংলাদেশে কোন শান্তি আসুক।যাই হোক মাহমুদুর রহমানকে অন্যোয়ভাবে আটক করে হাসিনার সন্ত্রাসী পুলিশলীগ।আমার দেশ বন্ধ করা হয় সত্যকে উন্মোচন করার অপরাধে।একইভাবে আলেমদের হত্যা করার ভিডিও প্রকাশে অভিযুক্ত হয়ে বন্ধ হয় দিগন্ত টিভি।অবশেষে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা ভারতের গুন্ডাবাহিনী দিয়ে যা প্রকাশ পেয়েছিল ইনকিলাবে।তাঁদেরকেও ছেড়ে দেয়নি হাযেনা সরকার ।তাঁদেরকেও সিলগালা সহ আটক করা হয়েছে।

দৃষ্টান্তঃ

এত কিছু করে রেহাই পাবে বলেই ভারতের সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হয়েছিল দেশের একমাত্র হাতিয়ার ৫৭ জন সেনা অফিসার সহ সাধারণ সৈনিকদের।

উপসংহারঃ

বাংলার মানুষ হাসিনাকে অক্ষরে অক্ষরে চিনে ফেলেছে।সময় এলে প্রতিশোধ নিবে কড়ায়গন্ডায়।

বিষয়: রাজনীতি

১১২০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163530
১৭ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
মোহাম্মাদ নেছার উদ্দিন লিখেছেন : আমি অরাজনৈতিক ব্যাক্তি হিসেবে ব্লগে লিখে যেতে চাই। তাই আপনার লেখা নিয়ে কোন মন্তব্য করলাম না। যদিও আপনার লেখাটা সমর্থনযোগ্য মনে হচ্ছে।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
121489
শারমিন হক লিখেছেন : রাজিনীতির মারপ্যাচে জর্জরিত আমরা সাধারণ জনতা।তাই মনে হচ্ছে এ বিষয়টিকে এড়িযে গেলে কিছু অসম্পূর্ণ থেকে যাবে বলে মনে হচ্ছে....।
ধন্যবাদ।
163596
১৭ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৮
হতভাগা লিখেছেন : বাঘে ধরলে বাঘে ছাড়ে , হাসিনা ধরলে ছাড়ে না

এই কথাটি মেনে চলেই মনকে দেবেন সান্ত্বনা
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৩
117867
আহমদ মুসা লিখেছেন : আজরাইল কি হাসিনার উপর সাওয়ার হবে না কখনো?
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
117872
হতভাগা লিখেছেন : কিন্তু হাসিনা যাদের উপর এগুলো করে গেছে তারা যে হাসিনার কিছুই করতে পারবে না সেটা তো মানেন ?
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৩
121490
শারমিন হক লিখেছেন : সান্ত্বনা পেলে কি দেশ শান্তি পাবে?
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৪
121491
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ রইল মুসা ভাইকে।
163639
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
আহমদ মুসা লিখেছেন : হাম্বালীগাররা খুব ভালভাবেই বুঝতে পেরেছে ক্ষমতা থেকে ছিটকে পড়লেই তারা জনরোষ থেকে রেহাই পাবে না। তাই তারা যে কোন ভাবেই হোক ক্ষমতার কুরসিকে আকড়ে থাকতে মরিয়া হয়ে উটেছে। কিন্তু তারা তাদের করুণ মরণ থেকে রেহাই পাবে বলে মনে হচ্ছে না।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৪
121492
শারমিন হক লিখেছেন : হুম,সত্য বলেছেন সাপোর্ট না করে পারছি না।ধন্যবাদ।
163694
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৮
জেদ্দাবাসী লিখেছেন : অনেক ভালো লাগলো পোস্টে প্লাস +++++++++++ ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৫
121493
শারমিন হক লিখেছেন : ভালো লেগেছে শুনে খুশি হলাম।আপনাকেও রইল ধন্যবাদ।
163765
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৫২
শেখের পোলা লিখেছেন : কেয়ামত বা নিজের ধ্বংসের রূপ না দেখা পর্যন্ত পাপী তার কাজ চালাতেই থাকে, তাকে আল্লাহ সেই সুযোগ দেয়৷ তাই অপেক্ষা করতে হবে৷
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
121494
শারমিন হক লিখেছেন : আর কত?
রাত পোহাতে কত দেরী পাঞ্জেরী?ধন্যবাদ।
164136
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
ভিশু লিখেছেন : এসব দেখে নিউটনের ৩য় সূত্রটির কথা মনে পড়লে গা শিউড়ে ওঠে!
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৭
121496
শারমিন হক লিখেছেন : ঠিক বলেছেন।সূত্রটির বাস্তবতা যেন অতিদ্রুতই ঘটে ।ধন্যবাদ।Good Luck
164662
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ পিলাচ
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
119223
শারমিন হক লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File