কিছু কথা ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৫ নভেম্বর, ২০১৩, ০৬:৫২:১৫ সকাল
আপনার কাছে আমার প্রশ্ন এড়িয়ে যাবেন না সঠিক উত্তরটাই আশা করছি মানবতা বিরোধী কি শুধুমাত্র বিরোধী দলে নাকি সরকারে দলেও আছে?
যদি থেকে থাকে তবে তাঁদের বিচার হচ্ছে না কেন?
স্কাইপি কেলেঙ্কারি হলো কেন?
বিশ্বের কাছে ক্যাঙ্গারু ট্রাইবুন্যাল প্রশ্নবিদ্ধ কেন?
যুদ্ধাপরাধ মানে কি?
মানবতাবিরোধী মানে কি?
স্বাধীনতা বিরোধী মানে কি?
আপনারা সবগুলোকে আম ভাতের মত জগাখিঁচুরি বানিয়ে ফেলেছেন ।
থাবা বাবা কি করে দ্বিতীয় মুক্তিযোদ্ধার প্রথম সন্তান হল?
সে যে কত বড় হিন্দুত্ব বাদী ছিল তা তাঁর শয়তান মার্কা স্টাটাসেই পাওয়া গেছে।
বাবার অপরাধ ছেলে বহন করবে কেন?
হ্যাঁ,তাই যদি হবে তবে বেয়াই মোশাররফ জেলের বাহিরে কেন?
দেলোয়ার সিকদারের অপরাধ কেন সাঈদী ভোগ করবে?
বলতে পারেন আমি মিথ্যা বলছি,তাও মেনে নিলাম তাহলে সুখ বালি রঞ্জন বালিকে কেন ভারতে প্রেরণ করা হল?
আপনি জামাতের কথা বলছেন তাঁরা আপনাদের থেকে শতভাগ এগিয়ে যাচ্ছে।
মেধাবীরা ঝুঁকছে তাঁদের দিকে।
ছাত্রীসংস্থা থেকে আমাকে অফার করেছিল কিন্তু আমি যাই নি লেখাপড়ার কথা ভেবে।
তবে তাঁদের সিস্টেম আমাকে অনুপ্রাণিত করে।শত শত মেয়েরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হচ্ছে।
আপনরা তৈরি করেছেন মোল্লা নজরুল,এডিসি মেহেদেী,মশিউর কারণ,তাঁদের জন্য কোটা বরাদ্ধ আছে।তাঁরা মেধায় নয় ,কোটায় এ অবস্থানে পৌঁছেছে।তাইতো তাঁরা কোটি টাকার নিচে গুষ খায় না ।আচ্ছা বলবেন কি মানবতা,স্বাধীনতা কি শুধুমাত্র আওয়ামিলীগের জন্য বরাদ্ধকৃত একটি ইস্যু নাকি সবার জন্য?
সেদিন জয় টকশোতে বলেছিল তাঁর
মামারা যুদ্ধে ছিলে এ বিষয়ে আপনার কাছে কোন তথ্য আছে তাঁর মামারা কোন সেক্টরে যুদ্ধ করছে?মুজিব তো সেদিন বাঙালীর হাতে লাঠি তুলে দিয়ে পালিয়েছিল পাকিস্তানে।সেদিন এক তরুণ অফিসার এ জাতিকে দিক নির্দেশনা দিয়েছিল।যদিও জামাতের সাথে আমার অনেক মতের অমিল আছে,তাই বলে তাঁদের নেতা কর্মীদের অনার্থক নির্যাতন করবে তা মেনে নিতে পারি না্আপনি যেভাবে বলেছেন আমিও সেভাবে বললাম-যারা নাস্তিকদের সাপোর্ট দেয়,তাঁরা আর যাই হোক মুসলমান হতে পারেনা,তাঁদেরকে সহ্য করা যায় না।
বিষয়: রাজনীতি
১০৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন