খুবই জরুরী একটা বিষয় । (একটি কপি পোস্ট)
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৬ অক্টোবর, ২০১৩, ০৩:৪৬:৫৫ দুপুর
খুবই জরুরী একটা বিষয়। দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সবাই শেয়ার করুন অথবা নিজের ওয়ালে পোস্ট করুন। এই প্রথম কারো কাছে দুটো মিনিট সময় চাইলাম... ছবির মেয়েটির নাম লোপা ওরফে রূপা। পাঁচ বছরে আগে তার মা তাকে মতিঝিল টিএন্ডটি কলোনীতে দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে দেন। বাড়ির মালিক রূপাকে তার মেয়ের (জেসমিনের বসুন্ধরার বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। পাঁচ বছরে রূপা কত বড় হয়েছে, তা দেখার সুযোগ মা পাচ্ছেন না। গৃহকর্তা নানাভাবে রূপার মাকে কালে এসো পরশু এসো করে কয়েক বছর যাবৎ হয়রানি করছে। রূপার মা প্রতিবার ঢাকায় আসে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন বলে। দিন কয়েক আগে দেলোয়ার হোসেন জানিয়ে দিয়েছে রূপা হারিয়ে গেছে তার মেয়ের বসুন্ধরার বাড়ি থেকে। এই বিষয়ে কোন প্রকার ঝামেলা যেন না করে সরাসরি রূপার মাকে বলে দেওয়া হয়েছে। রূপার মার এই শহরে খুব ক্ষমতাশালী লোকের সাথে পরিচয় নেই। কিন্তু এই মা কোনভাবেই মেয়ে ছাড়া বাড়িতে যাবে না। যে করেই হোক এই ঈদে রুপাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। দেলোয়ার হোসেন এবং তার মেয়ে জেসমিন কত ক্ষমতাশালী তার জানতে চাই না। শুধু বলতে কোটি মানুষের ঢাকা শহরে একটা মায়ে রূপাকে খুজে বের করার জন্য যতগুলো সন্তানের প্রয়োজন আমরা তারচেয়ে বেশি সন্তান ঐক্যবদ্ধ হতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে অনুসন্ধান করতে চাই রূপাকে। আপনাদের পরিচিত সাংবাদিক, আইন প্রয়োগ সংস্থা পুলিশ, মানবধিকার সংগঠন যার যা পরিচয় আছে সেই শক্তি দিয়ে আমাদের সহযোগিতা করুন। আমরা রূপাকে খুঁজে বের করতে চাই। ইতিমধ্যে রূপা বিষয়ক বেশকিছু তথ্য আমাদের কাছে আছে। আর এই সকল তথ্য পেতে সহযোগিতা করেছেন জয় ভাই। Courtesy: Syed saiful alam shovan
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন