তাই সে বলেছিল ব্লগ দিয়ে ইণ্টারনেট চালায় ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৫৫:৫১ সকাল
সেদিন খুব খারাপ লেগেছিল যেদিন গণজাগরন মঞ্চের নেতা ডঃইমরান এইচ সরকার মাদ্রাসার একজন ছাত্রকে ব্লগ সমন্ধে প্রশ্ন করেছিল ।কিন্তু সেই ছাত্র তার যথার্থ উত্তর দিতে পারেনি ।হয়তোবা সেই ছাত্রের ইণ্টারনেট তথা ব্লগ সম্পর্কে ভাল ধারণা ছিল না।তাই সে বলেছিল ব্লগ দিয়ে ইণ্টারনেট চালায় ।কষ্টটা ঠিক এখানে নয়,কষ্টটা হচ্ছে-ব্লগ সম্পর্কে সবার ধারণা নাও থাকতে পারে কিন্তু হলুদ মিডিয়া এটা নিয়ে খুব বাড়াবাড়ি করেছিল ।তাদের ভাবখানা এমন ছিল যে ইসলামপন্থি সবাই বুঝি এরকম।নাস্তিকরা মোটে সুযোগ পায় না,একটু সুযোগ পেলে তাতো আর ছাড়বার নয়।তাই তো এটা নিয়ে তাঁরা অপপ্রচার চালাতে শুরু করে ।একজন ছাত্র হয়তো তার সদুত্তর দিতে পারে নি তাই বলে সবাই এক নয় এ কথা তাঁদের মাথায় ছিল না।
নাস্তিকরা ভেবেছিল অনলাইন জগতে শুধু তাঁদেরই আধিপত্য অন্য কারো নয়,এখানে ওদের প্রতিবাদ করার মত কেউ নেই।কিন্তু,না,বেহায়াপনা নাস্তিকদের নির্লজ্জতার প্রতিবাদ করার জন্য কেবলমাত্র এক নাস্তিকের পিছনেই শত শত ইসলামপন্থি ব্লগারদের সৃষ্টি হচ্ছে ।বলে রাখা ভাল - একজন ইসলামপন্থি ব্লগারের জবাব ওদের গোষ্ঠীর সবাই এক হয়েও দিতে সক্ষম নয় ।শুধু ব্লগারই নয় ব্লগার ফোরামও (সি বি এফ,রেশমি রুমালা)গঠিত হয়েছে ওদেরকে দাঁতভাঙা জবাব দিতে।কিন্তু সবার কাছে একটাই চাওয়া এ পথ চলা যেন থেমে না যায় ।এ পথ চলা যেন হয় অবিচল,দৃঢ় এবংসুকঠিন।আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু নাস্তিকদের নির্মুল করতে আমাদের হতে হবে এক ও অভিন্ন।নাস্তিক মুরতাদদের ধ্বংস করতে আমাদেরকে মতবিরোধ ভুলে গিয়ে হতে হবে একতাবদ্ধ যাতে করে ওরা ইসলামের দিকে আঙ্গূল তুলে পর্যন্ত না তাকাতে পারে ।
সত্যের কলম সৈনিক মাহমুদুর রহমান একজন প্রকৌশলী হওয়া সত্ত্বেও শেষ বয়সে ইসলামের জন্য কলম ধরেছেন।শুধু কলম ধরেই থেমে থাকেন নি,তাঁর লেখনীতে বাংলার মানুষ নাস্তিকবিরোধী আন্দোলন করতে সক্ষম হয়েছে,জেগে ওঠেছে মুসলিম জনতা।নাস্তিক তথা বাম রামদের বুঝিয়ে দিয়েছিল প্রকৃত একজন ইসলামী কলম যোদ্ধার ক্ষমতা কত!
শ্রদ্ধা জানাই ফারাবীর সাহসিকতাকে।যিনি প্রথম নাস্তিকদের বিরুদ্ধে ইসলামের পক্ষে অনলাইনে যুদ্ধ শুরু করেন।কৃতজ্ঞতা জানাই তাঁর ইসলামী চেতনাকে যে শত নির্যাতনের পর ২১ আগস্ট জামিনে মুক্তি পেয়েও থেমে থাকেনি তাঁর যুদ্ধ।তবে একটা কথা না বললেই নয়, কি দরকার এ সমস্ত কুকুরদের হত্যার হুমকি দিয়ে এরাতো ভীরু ,কাপুরুষ,সুবিধাবাদী ,মিথ্যাবাদী ।তার চেয়ে বরং এইসব নাস্তিকদের দোসর জাফর ইকবাল,আনিসুল হক জাতীয় নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে,রুখে দিতে হবে তাঁদের সকল অপশক্তিকে।
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন