ধর্মের জন্য যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত্যু বল না ।

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৩ আগস্ট, ২০১৩, ১১:১২:২৬ রাত

বস্তার মধ্যে লাশ এ লাশ কোথা থেকে এল?

এ প্রশ্ন আজ সবার মনে ।

এ লাশ হেফাজত কর্মীদের নাকি গুম হওয়া মানুষ এরা ?

অনেক মানুষ তো আর একসাথে গুম হয়নি তবে আর ধরে নেয়ার অপেক্ষা কিসে যে এরা হেফাজত কর্মী !

কিন্তু ,সরকারের পাচাটা দালাল কর্মী,মিডিয়া

কেন এ সত্যকে আড়াল করতে চাইল কারণ ওরা নাস্তিকবাদি সরকার ,ধর্ম নিয়ে খেলা করা ওদের পেশা ।

যারা নাস্তিকদের ফাঁসির দাবী নিয়ে এসেছিল ওদের চাওয়া ছিল একটাই ধর্মের সম্মান অটুট রাখা ।

অথচ,সরকার নিজের ফায়দা লুটতে নাস্তিকদের পক্ষ অবলম্বন করে নিরীহ নিরস্হ শান্তিপ্রিয় তৌহিদী জনতাকে রাতের আঁধারে নরপিচাশদের ব্যবহারের মাধ্যমে হত্যা করেও ক্ষান্ত হয়নি তাঁদের লাশগুলোকেও গুম করেছে সযত্নে ।

আবার ,সংসদে দাঁড়িয়ে কি মিথ্যাচারই না করেছে রক্তখেকো সরকার ।

কথায় আছে -”সত্যের ঢোল আপনি বাজে “।

সত্য কোনদিন চাপা থাকে না,

তাঁর প্রমাণ আবারও পেল বাংলার জনতা ।

দিগন্ত টিভি বন্ধ করে কি লাভ হল ।

আল্লাহর ইচ্ছায় সত্য দিবালোকের আলোর মত উন্মোচিত হল।

যারা ধর্মের জন্য জীবন দিল তাঁরা শাহাদত বরণ করল এতে বিন্দুমাত্র সন্দেহ নেই ।

এরা জাগ্রত,শাশ্বত,পবিত্র ,নির্মল ।

যারা শত শত মানুষকে কোরআন শিখিয়েছে,মৃত্যু মানুষের জানাযার নামাজ পড়িয়েছে তাঁরাই আজ এগুলো থেকে বঞ্চিত হল ।

এদের স্বজনরা লাশ পায়নি বটে ; হতে পেরেছে শাহাদত হওয়ার গর্বিত আত্মীয়স্বজন ।

অভিনয় যতই করুক না কেন আল্লাহ চাহে তো সত্যের জয় অনিবার্য ।

নাটক তুমি যতই কর বুবু হাসিনা আল্লাহ তোমায় ছাড়বে না।

আল্লাহর মাইর দুনিয়ার বাইর ।

ধর্মের জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করল তাঁদের জন্য একমাত্র মহান আল্লাহ তাআলাই যথেষ্ট ।

বিষয়: রাজনীতি

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File