গণজাগরণ মঞ্চের কারোরই যোগ্যতা নাই মেধা দিয়ে জামাত শিবিরের মোকাবিলা করা ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ১১ আগস্ট, ২০১৩, ১২:১০:৩৬ রাত
মিতা হক, রোকেয়া প্রাচি,জাফর ইকবাল এরা করা,এরা প্রকৃতপক্ষে কি চাচ্ছে,কারা এদের ইন্ধনদাতা,কারা এদের ব্যবহারের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতে চায় ,এরাই বা কেন তাঁদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে,কি তাঁদের উদ্দেশ্য তাঁরা কি আসলেই দেশের ভাল চায় নাকি দেশকে নোংরামির দিকে ঠেলে দিতে চায় !
মিতা হকদের কারনেই দেশে আজ এত শ্লীতাহানি ।
দিনে দিনে বেড়েই চলেছে ধর্ষণ,ইভটিজিং নামক জঘন্য ব্যধির,
যা সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ।
আজ সুশীলেরা কোথায় বসে তামাশা দেখছে মনে প্রশ্ন জাগে !
এদের কারনেই সমাজে আজ এত অস্তিরতা ।
পান্না মাস্টার ,পরিমল এদেরই আবিষ্কার কারন এরা তো লম্বা জামা ,টুপি পড়া পরিহিত কোন ব্যক্তি ছিল না।মিতা হকের বাঙ্গালি হওয়ার নব্য সংঙ্গা অনুযায়ী ওরাই তো দেশের খাঁটি বাঙ্গালি তবে ওরা কিভাবে এতটা হীন কাজ করল !
মিতা হকের ভাষ্যমতে ,জামাত শিবির মেধাহীন ।হ্যাঁ, আমিও তাঁর কথায় একমত তবে সেদিকটা হচ্ছে ছাত্রলীগ।
বর্তমানে জামাত শিবির যেভাবে এগিয়ে যাচ্ছে তাঁতে মনে হচ্ছে ছাত্রলীগ পিপীলিকার মত ।
আজকে University সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্টানগুলোর দিকে তাকালে দেখা যায় মেধার দিক থেকে জামাত শিবির এগিয়ে ।
তাইতো মেধাবিরা আজ ধাবিত হচ্ছে জামাত শিবিরের দিকে ।
এটা আমার আবেগের কথা নয়,এটাই বাস্তব এবং সত্য ।
মিতা হকের কথা অনুযায়ী ,যুদ্ধাপরাধিদের ফাঁসি চাই নামক তথাকথিত গণজাগরণ মঞ্চের কারোরই যোগ্যতা নাই মেধা দিয়ে জামাত শিবিরের মোকাবিলা করা ।
মিতা হক বলেছেন,হেফাজতে ইসলাম,জামাত শিবির মিথ্যা বলে ।
কিন্তু, না, মিথ্যা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে মিতা রায়ের আ’মিলীগ ।
আমাদের বাংলাদেশের রাজনীতিতে মিথ্যার চর্চা আছে জানি কিন্তু আ’মিলীগ সবার উপরে।
দেশের শান্তি অব্যাহত রাখতে হলে মিতা রায়দেরকে ঝাড়ু পেটা করে দেশ থেকে তাড়াতে হবে ।অন্যথায় ,আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ সামাজিক বিপর্যয় ।
শারমিন হক।
বিষয়: রাজনীতি
২০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন