তাঁরা আর যাই হোক মুসলমান হতে পারে না ।

লিখেছেন লিখেছেন শারমিন হক ১০ আগস্ট, ২০১৩, ০৬:০৮:৫৫ সন্ধ্যা

ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ।

এই ধর্মই মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকে ।

ইসলামই একমাত্র সেই ধর্ম যে ধর্ম মেয়েদেরকে সবথেকে উপরের স্হানে জায়গা করে দিয়েছে ।

ইসলামে পর্দাকরা নারীদের জন্য ফরজ ।

এখানে আমি কোন দেশের,কোন ভাষা কথায় বলি ,কোথায় থাকি এটা নিতান্তই গুরত্বহীন শুধু তাই নয় এর কোন ভিক্তি ও নেই ।

অথচ কিছু উলঙ্গ নারিরা নারিবাদী চেতনা নামক বেহায়াপনায় উজ্জেবিত হয়ে আমাদের প্রিয় ধর্ম ইসলামকে নিয়ে নগ্ন খেলায় মেতে উটঠছে ।

”মিতা হক নামক এক কুলাঙ্গার বলেছেন যারা মাথায় ঘোমটা পড়ে তারা নাকি আর যাই হোক বাঙ্গালি হতে পারে না ।”

তসলিমা নাসরিনের মত আরেক নাসরিনের উদয় হয়েছে যেকিনা বাল সরকারের দালালমার্কা টিভির টকশোতে দালালি করার সাথে সাথে উপরোক্ত কথা বলে মাথায় কাপড় পড়া নারিদের নিয়ে এভাবেই প্রকাশ্যে অবমূল্যায়ন করার ব্যর্থ প্রচেষ্টা চালায় ।

ওরা হচ্ছে আবর্জনায় বসবাসকারি সমাজের নর্দমা ।

সারাক্ষণ গান বাজনা নিয়ে ব্যস্ত থাকা ডাইনীর মুখে এর থেকে ভাল কথা অসবে ও বা কি করে ভেবে দেখার বিষয় ।

বাল সরকারের দালালি করতে গিয়ে মুখ লাগামহীন হয়ে বেমালুম ভুলে গিয়েছিলেন উনার আসল চরিত্র এর মাধ্যমে ফুঁটে উঠবে ইসলামি জনতার কছে যা শুধু উনার জন্য নয় ,উনার নাস্তিক বাদি সরকারকেও ভয়ংকর বিপর্যায়ের মুখে পড়তে হবে ।

এভাবে জনপ্রিয়তা অর্জন তো দূরের কথা জনপ্রিয়তা যতটুকু আছে তাও হৃাস পাবে ।

মূলকথা, হচ্ছে যারা গাঁয়ে মাথায় ঠিকমত কাপড় পড়ে না তাঁরা আর যাই হোক মুসলমান হতে পারে না ।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File