ভয় কিংবা হতাশ হওয়ার কিছু নেই

লিখেছেন লিখেছেন শারমিন হক ০২ আগস্ট, ২০১৩, ০৪:১৫:৫০ রাত

আজ আমার মনটা খুব খারাপ।

বাংলাদেশের রাজনীতিতে আজ নীতির বড়ই অভাব ।

ক্ষমতার দম্ভে সবাই নিজেকে অসীম ক্ষমতার মালিক ভাবতে শুরু করেছে শুধু এখানেই শেষ নয় এর প্রয়োগও ঘটাচ্ছে অবলীলায়।

কি পেলাম দেশ স্বাধীন হওয়াতে, একে অপরকে ধ্বংস করতে সদাপ্রস্তুত ।

কাকে মেরে কে বড় হব সে চিন্তায় বিভোর।এ যদি হয় স্বাধীন দেশের অবস্থা,এর থেকে পরাধীনতার গ্লান ভয়ে বেড়ানোটাই ভাল ছিল কথায় কথায় স্বাধীন দেশ বলে বাড়তি কথা বলার ঝামেলায় পড়তে হত না ।

আল্লাহর উপর আস্হা ওবিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ,একমাত্র মহান অল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই এবং এ বাস্তব উক্তি গুলো প্র্তিটি মনুষ্য জীবনের প্রধান পাথেয় হওয়া শ্রেয় ।

অথচ এ কথাগুলো জামাত ইসলামের নিবন্ধনে থাকায় দলের নিবন্ধন বাতিল করল বাল সরকারের গৃহপালিত আদালত যা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী ।

রাজনৈতিক কোন্দলের জের ধরে কোন দল এভাবে শেষ করতে চাওয়া মানে স্বাধীন দেশের গনতন্ত্রকে গলাটিপে হত্যা করার শামিল ।

যারা তথাকথিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নাহয়ে অপরাধের নীল নকশায় আজ অভিযুক্ত তারই রেশ ধরে এ রায় দেয়া হয়েছে বলে মনে করি।

আর যারা এরায়ে খুশির উদ্বেল হাওয়ায় ভাসতেছেন তাঁরাও জেনে রাখুন এ নীল নকশার মাধ্যমে আপনারা যে উদ্দেশ্য হাসিল করার অভিপ্রায় দেখিয়েছেন তার অবসান একদিন ঘটবেই।ইনশাহআল্লাহ ।

তাঁদের (জামাত) আক্বিদার সাথে আমার নিজের ও কিছুটা মতবিরোধ আছে তাই বলে এ ভুল রায় মেনে নিতে আমার মন্যুষত্ববোধ বাঁধা দিচ্ছে এবং মানছি না ।

শুধু মুখে বুলি আউড়ালেই চলে না ,অমরা ইসলাসমর বন্ধু যেমনটা করেছে আ’লীগ।

যারা ইসলামিক দল হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় অথচ এ রায়কে সানন্দে গ্রহণ করে উল্লাসে মাতছেন তাঁদেরকে বলছি -আপনারাই হচ্ছেন ইসলামের প্রকৃত শত্রু, নামে মাত্র ইসলামের খোলস পড়ে আছেন ।

জামাত শিবির নিজেদের মধ্যে কখনও কোন অরাজকতার সৃষ্টি করেছে বলে আমি শুনি নি বা দেখি নি।

অথচ এরকম একটা দলকে নিষিদ্ধ করতে সরকার মরিয়া হয়ে ওঠেছে ।

কারণ নিজেদের নাস্তিকতার পরিচয়টা স্পষ্ট করে তুলতে সরকার বড়ই পাগলপনা তাইতো

আ’লীগ পাগলা কুকুরের মত দৌড়ে বেড়াচ্ছে এবং যা মনে চাচ্ছে তাই করতেছে ।

পাগলা কুকুর যেমন বেশিদিন টিকে না ,ওদের ক্ষমতার মসনদও তেমন থাকবে না ।

হয়তো কিছুটা সময় লাগবে কিন্তু সত্যের জয় অনিবার্য এতে ভয় কিংবা হতাশ হওয়ার কিছু নেই ।

হে আল্লাহ ! এই জালিমী সরকারকে তুমি রুখে দাও ।

বিষয়: রাজনীতি

১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File