আমার উপলব্ধি

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ জুলাই, ২০১৩, ০৬:১৭:৫৮ সন্ধ্যা

বিশ্ব জিৎকে হত্যা করে শুধুমাত্র ক্ষমতার জোরে রেহাই পেল ছাত্রলীগ ।তাঁরা হচ্ছে সুশীল সমাজের সভ্যলীগ তাই তাঁদেরকে কোন বিচারের তোয়াক্কা করতে হয়না।বাকশালী ক্ষমতা কায়েম করতে গিয়ে ধ্বংস হয়েছিল মুজিব বাহিনী ।কিন্তু তাঁদেরকে স্বপরিবারে কেন এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো তার প্রমাণ স্বরূপ বেঁচে গেল শেখ হাসিনা ওশেখ রেহানা ।তাইতো মানুষ আজ হারে হারে টের পাচ্ছে কেন এ হত্যাকাণ্ড ঘটেছিল ।একটা ইস্যু শেষ না হতেই আরেকটা ইস্যু তৈরি করে রাখে শেখ হাসিনা যাতে করে মানুষ খুব সহজেই অতীতকে ভূলে নতুনকে নিয়ে ভাবতে শুরূ করে ।একটু চিন্তা করে দেখুন পদ্মা সেতুর কেলেঙ্কারি পদ্মার জলে ভেসে গেল,হলমার্ক,ডেসটিনি, শেয়ার বাজার ধস এভাবে একটার পর একটা অসতেই থাকল ।মানুষ আজ দিশেহারা কোনটা ভাববে কোনটা অগ্রাহ্য করবে ।আবার কিনা বলে ডিজিটাল বাংলা গড়তে ওনাদের মত পারদর্শী কেউ নয় ।ঠিকই বলেছে এরকম নিত্য নতুন ইস্যু তৈরি করা কেবল ওনাদের পক্ষেই সম্ভব ।

বিষয়: রাজনীতি

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File