গতকালের রাত্রিতে বেশ সুন্দর একটি আয়োজন, কলরব বন্ধুদের সাথে যৌথ কন্ঠে ইসলামিক গানে!
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:০৩:৪৩ দুপুর
পর পর তিনটি গান- ১ তোমার নামে তোমার গানে-২ বদলে দাও বদলে যাও- ৩ তোমার মোঠোয় সবি আল্লাহ। গেয়েছি আমি মুজাহিদ বিল্লাহ, হাসান মাহমুদ, ও মোস্তাফা আল হোসাইন ভাই।
সভাপতির আসনে বসে ছিলেন আব্বা,আর মাওঃ নুরুল হক সাহেব। আমাদের দিকে এক পলকে তাকিয়ে।আসলেই আমি স্বপ্ন দেখতে ভালবাসি- আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি- আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের হাসিমাখা মুখ দেখতে ভালবাসি।আর যেই
হাসিমাখা মুখ দেখতে ভালবাসি সেই হাসিমাখা মুখটি দেখতে পেয়েছি ঠিক তখন আব্বার মুখে। তখন খুবই অদ্ভূত সুন্দর একটি মুহুর্ত ছিল আমাদের।
কলরবের সীমাহীন আনন্দের সঙ্গে পার হয় আমাদের রাত্রি প্রহর।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন