Rose Rose কাতার ইসলসমি সেন্টার ঃ- (FANAR) Rose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৫৫:১৫ সকাল



কয়েক বছর থেকে কাতারের ফানারে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে লিখেছি। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কাতারের ইসলামী সেন্টার ফানারের সাথে। এই সেন্টারটি কাতারের রাজধানী দোহা শহরের কেন্দ্র স্থলে অবস্থিত, কর্ণিশ এবং সুক ওয়াকিফ ও সুক ফালাহ নামক ঐতিহ্যবাহী শপিং সেন্টারের মাঝখানে অবস্থিত।স্থানীয়দের কাছে এটি “ফানার”- নামে পরিচিত। “ফানার” শব্দের অর্থ বাতি ঘর (লাইট হাউজ)। কাতারের ঐতিহ্য সমুদ্রের সাথে সম্পর্কিত। তেল ও গ্যাসের খনি আবিস্কারের আগে এদের প্রধান জীবিকা ছিল মাছধরা ও সমুদ্রে থেকে মুক্তা আরোহন করে তা’ বাজারজাত করা। বর্তমানে দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি।



ইসলামিক কালচারাল সেন্টারটি পেচানো মিনার, ইসলামিক স্থাপত্যশৈলী এবং কারুকার্যখচিত ইমারতটি দেখার মত!! এই লম্বা মিনারটি দোহার বহুদূর থেকে দেখা যায়। ইসলামিক সেন্টারের প্রধান লক্ষ্য হচ্ছে ইসলামিক সংস্কৃতি ও ইসলাম ধর্মকে আরব এবং নন আরবদের কাছে তুলে ধরা। সেন্টারটি কাতার সরকারের ইসলামী মিশন, এখানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। যেমনঃ- স্থির চিত্র, ভিডিও চিত্র, বিভিন্ন প্রদর্শনী, আরবি ভাষা শিক্ষা ইত্যাদি।



এখানে জুম্মার নামাজ হয়। খুৎবা পড়া হয় ইংরেজিতে, নন আরবদের বোঝার সুবিধার্থে। জুম্মার পরে একএকদিন একএক ভাষায় কুরআনমজিদ এর তাফসির, হাদিস সহ ইসলামের মুল্যবান বিষয়াদি শিখনো হয়। অমুসলিমরা ইচ্ছা প্রকাশ করলে, তাদেরকেও খুৎবা শোনার ব্যবস্থা করা হয়। এমিশন কাতারের আনাচে কানাচে নন মুসলমানদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে, ৬/৭ ভাষাভাষীদের নিয়োগ দিয়ে। এখানে বিনা মূল্যে ইসলামি বই বিলি করা হয়। সেই বইগুলো ৬/৭টি ভাষায় প্রকাশিত হয়।আমিও এখান থেকে কয়েকবার বই এনে বিলিয়েছি।



ভেতরে দেখবার মতো বিষাল একটি হল রুম আছে,এই হলরুমে প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠান করার অনুমিত পায়। ইসলামের বিভিন্ন নির্দেশনামা দেয়াল জুড়ে পোষ্টার টাঙানো আছে, রক্ষিত আছে একটি হাতে লেখা কোরআন শরীফের ফটোকপি যার মূল গ্রন্থটি তুরস্কের ইস্তাম্বুলে সংরক্ষিত আছে।







বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305157
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:০৭
247485
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।Good Luck
305169
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৫
বান্দা লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। ভাল লেগেছে
305191
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১২
আফরা লিখেছেন : খুব ভাল লাগল ধন্যবাদ ভাইয়া । দোহা এয়ারপোর্টে পর্যন্ত গিয়েছি কয়েকবার ভিতরে যাওয়া হয়নি । একবার যাব ইনশা আল্লাহ ।
305202
১৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। চমৎকার পোষ্টটির জন্য বারাকাল্লাহু ফিক। খুব ভালো লাগলো।
305246
১৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ
ভালো লাগলো ছবিগুলি।
305258
২০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও গিয়েছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File