তারেকের বেকসুর খালাস ও ঝুলানো নির্বাচনী মূলা

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ১৮ নভেম্বর, ২০১৩, ০১:২২:০৩ রাত

নতুন জাতের মূলা ঝুলিয়ে দেওয়া হলো শীতের শুরুতেই। আর সাধারণ জনগণ সে মূলা কেনাতো দূরে থাক ফ্রি/মাগনাতেও নিবে কিনা তা হয়তো মূলা ব্যবসায়ীরা জানেন-ই না। মানি লন্ডারিং মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দানের মাধ্যমে যে মূলা ঝুলানো হলো বাংলার সাধারণ জনগণ তথা জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশী জনগণের সামনে সেই মূলা হয়তো অবিক্রিত-ই রয়ে যাবে। ছলে-বলে-কলে-কৌশলে বিএনপি তথা ১৮ দলীয় জোটকে আওয়ামী সরকারের অধীনে সংসদ নির্বাচনে আনার প্রচেষ্টার-ই এক eye-wash এই রায়। আহ্লাদে গদ গদ হয়ে যদি স্বার্থান্বেষী বিএনপি পন্থীরা এই রায়ের পর ভেবে থাকেন যে এইবার তারেক রহমান দেশে ফিরবেন আর তারা এমপি-মন্ত্রী হয়ে নতুন সরকার গঠন করবেন তবে তাদের সে আশার গুঁড়ে বালি দেওয়ার জন্য আওয়ামী বাহিনী সদা প্রস্তুত রয়েছে। স্পষ্টকথায় বলতে হয় " আওয়ামীলীগের কাছ থেকে রাজনীতির কলাকৌশল-কূটকৌশল শিখতে হবে বিএনপি-কে আর তা অনেক সময় নিয়ে "। ধান্দাবাজ ও স্বার্থান্বেষী নেতার কোনো অভাব নেই বর্তমান বিএনপিতে। আর এদের কারনেই নেতা সর্বস্ব দলে পরিণত হয়েছে শহীদ জিয়ার গড়া "বাংলাদেশ জাতীয়তাবাদী দল"।

সবচেয়ে বড় সর্বনাশ হবে যদি এই মুহূর্তে তারেক রহমান দেশে আসেন কারণ একটি মামলায় খালাস দিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী বাহিনী তাকে জামাই আদরে রাখবে না আর জামাই আদরে থাকতেও দিবে না শাসক গোষ্ঠী।তাদের পরিকল্পনা ভিন্ন অর্থাৎ এই সুযোগে তারেক রহমানকে দেশে আনতে পারলে দেশে ফেরার এক সপ্তাহের মধ্যেই শত শত মামলায় তাকে আটক দেখাবে আর রিমান্ডের কথাতো আর না-ই বললাম;আগেতো মেরুদণ্ডের হাড় ভেঙ্গেই ক্ষ্যান্ত হয়েছিল কিন্তু এইবার বাগে পেলে সরাসরি যে পরপারের টিকিট কেটে দিবে তাতে সন্দেহের অবকাশ রাখা নিতান্তই বোকামি।আর তাতে বোকা গাধার মতো দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না তথাকথিত জনপ্রিয় ও তারেক প্রেমে মত্ত নেতাদের যারা রাস্তার প্রতিটি খুঁটিতে তারেক বন্দনার কবিতা লিখতে সচেষ্ট ছিলেন এতোদিন।। সুতরাং সাধু সাবধান !! খুব বুঝে শুনে দেখে সামনে পা বাড়াবেন আর যদি তা না হয় তবে বাংলার মাটিতে বিএনপি নামক দলটির দাফন হয়ে যাবে চোখের নিমিষেই এবং ইতিহাসের পাতা থেকেও মুছে যাবে শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ও তার-ই সহধর্মিণী বেগম জিয়ার শত কষ্টে তিলে তিলে গড়ে উঠা " বাংলাদেশ জাতীয়তাবাদী দল"

বিষয়: রাজনীতি

১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File