রাজনৈতিক দেউলিয়াপনা ও বিএনপি

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০১ অক্টোবর, ২০১৩, ১১:৫৪:২৬ রাত

ভদ্র মানসিকতা আর ভদ্র সংস্কৃতি লালনকারী পরিবারে জন্মেছি এবং বড় হয়েছি তাই একটু মার্জিত ভাষায় শিরোনামটা লিখলাম। বাংলাদেশের সমসাময়িক নোংরা ও কুরুচিপুর্ণ রাজনীতিতে নতুন কোনো পক্ষকেও দেখছিনা যারা এই অপরাজনীতির গণ্ডি থেকে বেরিয়ে আসবে।। তবে আজ বিএনপি নামক নেতা-সর্বস্ব দলের রাজনৈতিক দেউলিয়াপনার যে স্পষ্ট রূপ দেখলো এই গরীব দেশের জনগণ তাতে এতোটুকু স্পষ্ট করেই বলা যায় যে আজকের পর থেকে তৃণমূল পর্যায়ে এই দলটির সমর্থন শূন্যের কোটায় পৌছাতে খুব বেশি দিন লাগবে না বরং ১ থেকে ২ বছরের মধ্যে জাকের পার্টি মার্কা নাম-সর্বস্ব দলে পরিনত হবে অথবা বিএনপি নামক দলটি শুধু ইতিহাসের পাতায় একটা রাজনৈতিকভাবে দেউলিয়া দল হিসেবে জায়গা করে নিবে।। সামনের "ঈদের পর আন্দোলন" এই বুলি আওড়ানো দলটির রাজনৈতিক অসহায়ত্ব আজ প্রকটভাবে প্রকাশিত হলো আরেকবার।৬ বারের নির্বাচিত সংসদ সদস্যের ফাঁসির রায়ে যাদের কোনো কর্মসূচি থাকলো না,এমনকি মতামত জানানোর জন্য একদিন সময় লাগে যাদের তাদেরকে কি আদৌ রাজনৈতিক দল বলা যায় কিনা--এই প্রশ্ন আজ সারা বাংলার সাধারণ মানুষের।বিএনপি যে খুব তাড়াতাড়িই তাদের দলকে খণ্ড-বিখণ্ড করবে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে আজ।যারা নিজেদের সর্বোচ্চ নেতার কারণে নুন্যতম ত্যাগ স্বীকার করতে পারে না,যারা অবলা পশু গাধার মতো তাদের উপর চাপিয়ে দেওয়া সকল বোঝাকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিতে বাধ্য হয় তাদের কাছ থেকে দেশের সকল সাধারণ মানুষ আর যা-ই আশা করুক উপকার আশা করেনা,সহায়তা আশা করেনা,নিরাপত্তা আশা করে না।।সেদিন খুব বেশি দূরে নয় যেদিন এই বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি নামক দলটি বিলুপ্ত হবে।। চিরস্থায়ী ভাবে রাম-বামের ভুত চেপে বসবে ঘাড়ে,পরাজয় হবে বাংলার ধর্ম প্রিয় সাধারণ মানুশের,আশাহত হবে আমার মতো লাখো তরুন-যুবক যাদের একটাই লক্ষ্য আল্লাহর এই জমিনে আল্লাহর মনোনীত দ্বীনকে প্রতিষ্ঠা করা।।

বিষয়: রাজনীতি

১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File