জামায়াত: নিষিদ্ধকরণ (লাভ/ক্ষতি)??

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ৩১ জুলাই, ২০১৩, ০৮:৩১:৪২ রাত

আবারো গুজব উঠেছে সরকার নাকি জামায়াতকে নিষিদ্ধ করবে । আসুন দেখা যাক এতে জামায়াতের লাভ ক্ষতি সমূহঃ

আমার মতে জামায়াতকে নিষিদ্ধ করলে জামায়াতেরই লাভ । বিশ্বের প্রতিটি দেশেই ইসলামপন্থি দলকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে । অনেক দেশে নিষিদ্ধ হতে হয়েছে ।উদাহরন স্বরুপ মিসরের কথা বলা যায় ।আন নাসের ক্ষমতায় থাকা অবস্হায় ব্রাদারহুডকে এত পরিমান নির্যাতন করেছিল যেটার তুলনাই বাংলাতে কিছুই হচ্ছে না । ব্রাদারহুডকে নিষিদ্ধও করেছিল । কিন্তু ফলাফল ?এখন সাংবিধানিকভাবে তারা রাষ্ট্রক্ষমতায় এসেছে । ধরলাম জামায়াতকে নিষিদ্ধ করলো জামায়াতের নেতৃবৃন্দু একটা নতুন দল গঠন করলো যেটার গঠনতন্ত্রে ন্যায়বিচারকে প্রধান্য দিলো ইসলামী নাম নিলো না ।দেশের সম্মানিত কোন লোককে দলের সভাপতি বানালো ।আর সমস্ত কর্মীকে ঐ দলে যোগ দিতে বল্লো ।প্রাথমিক অবস্থায় নির্বাচনে গেল না বা কারও সাথে জোট করল।

পরবর্তীতে ১৮ দলীয় জোট ক্ষমতায় গিয়ে জামায়াতকে মুক্ত করলো ।আর নতুন সংগঠনটা জামায়াতে অংগসংগঠন হয়ে গেলো । এতে লাভের সিংহ ভাগ জামায়াতের পকেটেই গেলো ।অথবা সেই দলটি নিজস্ব গতিতে এগিয়ে গেল । জামায়াত নিষিদ্ধই থাকলো । এতে কোন ক্ষতি হলো না জামায়াতের । তাদের কাজ ওই সংগঠন দ্বারাই চালাতে লাগলো । অথবা জামায়াত নিষিদ্ধ হওয়ারপর আন্ডারগ্রাউন্ডে চলে গেল ।দেশের সমস্ত অযোগ্য নেতাদের

হত্যা করলো ।নাস্তিকদের মাথা গুলো খতম করলো । এবং বিপ্লব দিয়ে দেশ দখল করলো । অথবা জামায়াত নিষিদ্ধের পর দলটা সমস্ত মহাসড়ক অবোরধ করলো ।থানায় থানায় হামলা চালালো সরকার বাধ্য হয়ে সেনাবাহীনি নামাল । জামায়াত আশ্রয় নিল অস্ত্রের । দেশ হয়ে গেল সিরিয়ার মতো । আসলে যেটাই হউক ,জামায়াত নিষিদ্ধ হউক আর না হউক দেশ যে সংঘাতের

দিকে এগুচ্ছে এটা নিশ্চিত । জামায়াতকে যদি তারা দূর্বল ভাবে সেটা হবে বর্তমান সরকারের জন্য সবচেয়ে ভুল ।

আমার জানা মতে জামায়াত ইসলামী এমন একটা দল যাদের মাঝে নেই নেতৃত্বের সামান্যতম দ্বন্দ্ব। দলের নতুন নাম দিয়ে সারা দেশে কমিটি ঘোষণা করতে সর্বোচ্চ সময় লাগবে একদিন। নেতৃত্ব পাবার লোভ নেই কারোর মাঝে।উল্টো এই মহান দায়িত্ব থেকে মুক্তি পেতে তৎপর হতে দেখা যায় অনেককেই।এমন একটি সুশৃঙ্খল সংগঠনকে নিষিদ্ধ করার চিন্তা করাটাও অনেক বড় ভুল হবে সরকার তথা সরকারের চামচা বাহিনীর।।অপেক্ষা করুন রাত পোহানোর,শুভ সকাল খুব নিকটেই।।

https://www.facebook.com/papi.banda.988

বিষয়: রাজনীতি

১৪৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File