তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো (শহীদি সংগীত)

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ০৫ আগস্ট, ২০১৩, ১২:৪৬:২৯ দুপুর

তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙ্গিনায়,

জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরনা যোগায়।।

চলার পথে হতাশা ঘিরে যখন আমার আঙ্গিনায়,

জীবন পাতার সেই সে স্মৃতি আমাদের প্রেরনা যোগায়।।

বিনি সুতোয় মায়া ডোরে সবাইকে বেঁধে নিয়েছো।

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

দ্বীন কায়েমের অগ্র পথিক তোমরা যে এই মিছিলে

শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে।।

দ্বীন কায়েমের অগ্র পথিক তোমরা যে এই মিছিলে

শহীদি খাতায় রক্ত দিয়ে চির ইতিহাস লিখিলে।।

মরেও অমর তোমরা আজি,জান্নাতি পাখি হয়েছো।।

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো,

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

তোমরা যারা হেরার পথে জীবনকে বিলিয়ে গেছো,

হাজার ফুলের গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো ।।

ভুলতে পারিনা কখনো,ভুলতে পারেনি এখনো।।

https://www.facebook.com/papi.banda.988

বিষয়: বিবিধ

৪১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File