রুখে দাও কালো কোট

লিখেছেন লিখেছেন পাপী বান্দা ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৯:০০ রাত





রুখে দাঁড়াও হে বীর জনতা,

চেপে ধরো ওই ভারতের টুটি।।

শক্ত হাতে দমন করো,

মীরজাফরের জুটি।।

ছিঁড়ে ফেলো ওই সাদা-কালো কোট,

ভেঙ্গে ফেলো ওই হাত।

ছিন্ন করো বস্ত্র ওদের,

মুছে ফেলো জাত-পাত।।

আমরা স্বাধীন আমরা মুক্ত,

আমাদের হাত নয়তো রিক্ত।

স্বাধীন দেশে স্বাধীন মোরা,

হবো নাকো কারো ভৃত্য।।

বিষয়: বিবিধ

১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File