হঠাৎ ভাল লাগছে
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ নভেম্বর, ২০১৩, ১২:৪৬:৫৩ রাত
আহ হঠাৎ খুব ভাল লাগছে। অবশ্য খারাপ তেমন লাগে না। কিন্তু হঠাৎই খুব ভাল লাগছে। আমি খুব সুখী মানুষ। আমার অনেক সীমাবদ্ধতা আছে কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্তে খুশী এবং তার নিয়ামতে খুশী। আমি আনন্দিত তার বান্দা হিসেবে। আমি পাপী কিন্তু তিনি ক্ষমাশীল। তিনিই আমাকে বুঝতে পারেন। আমি মানুষের দ্বারা প্রতারিত হই কিন্তু তিনি আমাকে সান্তনা দেন। আমি তার শুকরিয়া আদায় করতে পারিনা কিন্তু ক্ষমা চাইতে পারি। আমি অক্ষম কিন্তু তিনি আমাকে অবহেলা করেন না,ফেলে দেননা। তিনি আমাকে নানান খারাপ বিষয় থেকে রক্ষা করেন। আমি প্রচন্ড খুশী আমার স্রষ্টাকে চিনতে পেরে। আমি নাফরমান কিন্তু তিনি আমাকে পরিত্যাগ করেন না। আমি কত মন্দ আর আমার স্রষ্টা কত ক্ষমাশীল ! আমি প্রচন্ড খুমী আমার আল্লাহর প্রতি। আমার ইবাদতে তার কিছু এসে যায় না কিন্তু তিনি চান এই তুচ্ছ ইবাদতের মাধ্যমে শ্রেষ্ঠ পুরষ্কার দিতে। আমি তার থেকে ক্ষমা চাই, আর চাই অফুরন্ত নিয়ামত। আমি আল্লাহকে আমার মালিক হিসেবে পেয়ে সন্তুষ্ট,তিনিও যেন আমার ওপর সদা সন্তুষ্ট থাকেন।
আহ সত্যিই আল্লাহর বিষয়টি ভেবে আমার খুব ভাল লাগছে। আমি প্রচন্ড খুশী।
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন