সুন্নাত ও বিজ্ঞান ।।। খান শাহীল মাজহার

লিখেছেন লিখেছেন মানবতার সমাধান ১৮ নভেম্বর, ২০১৩, ১২:৩৪:৪৫ রাত





পরকালীন লাভের কথা বাদ দিলে সুন্নতের জাগতিক ফায়দাও কোনো অংশে কম নয়। রাসুল (সা.) থেকে এমন কোনো সুন্নত বর্ণিত নেই, যা বিজ্ঞানের দৃষ্টিতে ক্ষতিকর কিংবা ফায়দাহীন। দেড় হাজার বছর আগে বর্ণিত সুন্নতকে বিজ্ঞান শুধু সমর্থনই করেনি; বরং মানুষের সমৃদ্ধিময় জীবনযাপনের জন্য তা পালনের জোরালো তাগিদ পর্যন্ত দিয়েছে। ইসলাম-সুন্নত ও বিজ্ঞানের মধ্যে পারস্পরিক কোনো সংঘাত নেই। মানুষের জ্ঞানের পরিধির স্বল্পতার কারণে কোথাও অসামঞ্জস্য মনে হলেও প্রকৃতপক্ষে তা নয়। প্রতিটি সুন্নতের পেছনেই কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বিশেষত মানুষের দৈনন্দিন জীবনে যেসব সুন্নত পালন করার জোর তাগিদ রয়েছে।

সুন্নতে রাসুলের জাগতিক ফায়দাগুলো মানুষকে সুন্নত পালনে প্রলুব্ধই করে না, রীতিমতো বাধ্যও করে।সুন্নতের বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গিয়ে অনেক অমুসলমান বিজ্ঞানী, গবেষকও বিস্মিত হয়ে গেছেন। ইসলাম মানুষের কল্যাণ ও সমৃদ্ধির কথা এত গভীরভাবে চিন্তা করেছে বুঝতে পেরে ইসলামের প্রতি তাদের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে এর সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন। বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামের প্রতিটি বিধান এবং সুন্নতের প্রতিটি পর্বেই রয়েছে অফুরন্ত কল্যাণ ও উপকার। মানুষের দৈনন্দিন জীবনে শয্যা ত্যাগ থেকে নিয়ে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি কাজে যে সুন্নত বর্ণিত হয়েছে তার প্রতিটির পেছনে রয়েছে বৈজ্ঞানিক উপকারিতার সুস্পষ্ট ব্যাখ্যা। তাই বর্তমান বিজ্ঞানময় এই পৃথিবীতে সুখ-সমৃদ্ধির সঙ্গে বাস করতে হলে বিজ্ঞান সমর্থিত সুন্নতে রাসুলের ওপর আমল করার কোনো বিকল্প নেই। প্রশান্তিময় জীবন খোঁজ করতে হবে সুন্নতে রাসুলের মধ্যেই।

বিষয়: বিবিধ

৪৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File